আরও ৪০ জন ভুয়ো শিক্ষকের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য রাজনীতি। এবার আরও ৪০ জন ভুয়ো শিক্ষকের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তার সঙ্গে প্রকাশিত হল ওএমআর শিট। এর আগে আদালতের নির্দেশ মোতাবেক এসএসসি ১৮৩ জন বেআইনিভাবে নিযুক্ত শিক্ষকের তালিকা প্রকাশ করেছিল। এর আগে আদালত এসএসসির যে সমস্ত শিক্ষক নিয়োগ বেআইনিভাবে হয়েছিল তাদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত বলে তদন্তকারীরা মনে করছেন। মূল প্যানেল এবং ওয়েটিং লিস্টেও দুর্নীতি হয়েছে বলে তদন্তকারীদের অনুমান। প্রসঙ্গত, এই মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, এই মামলার তদন্তে নেমে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
হরিয়ানা সরকার বেকারত্বের ব্যাপারে যুবসমাজের সঙ্গে প্রতারণা করেছে: ভূপিন্দর সিং হুডা

হরিয়ানায় বিজেপি-জেজেপি জোট সরকার বেকারদের সঙ্গে প্রতারণা করেছে বলে আক্রমণ করলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা ভূপিন্দর সিং হুডা। ‘কৌশল রোজগার নিগম’-এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করে রাজ্য সরকার তরুণ-তরুণীদের ঠকিয়েছেন বলেও অভিযোগ জানান তিনি। হুডা বলেন, “নিগমের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ করছে সরকার। এর ফলে শিক্ষিত যুবক-যুবতীরা কম বেতনে চাকরি করতে বাধ্য হচ্ছেন। কংগ্রেস এই চুক্তিভিত্তিক চাকরি প্রথার বিলোপ করতে উদ্যোগী হয়েছিল কিন্তু বর্তমানে বিজেপি-জেজেপি জোট তাঁদের স্বার্থে চুক্তি ভিত্তিক চাকরির প্রথা ফিরিয়ে আনছে”।
প্রসঙ্গত, বর্তমানে হরিয়ানার সরকারি ক্ষেত্রে বিভিন্ন দফতরে ১.৮২ লক্ষ পদ খালি রয়েছে। ওই রাজ্যে বেকারত্বের হার দেশের মধ্যে সর্বোচ্চ। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব আছে বলে হরিয়ানা সরকারের বিরুদ্ধে তোপ দাগেন হরিয়ানার বিরোধী দলনেতা।
সূত্র- দ্য ট্রিবিউন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে লোকসভার শীতকালীন অধিবেশনে আলোচনার দাবি বিরোধীদের

মঙ্গলবার লোকসভার শীতকালীন অধিবেশনের আগে সংসদে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে লোকসভার শীতকালীন অধিবেশনে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে আলোচনার দাবি জানান বিরোধী দলগুলি। সূত্রের খবর, সর্বদলীয় বৈঠকে ৩০টিরও বেশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
উল্লেখ্য, লোকসভার শীতকালীন অধিবেশনে বিজেপির অপশাসনের বিরুদ্ধে বিরোধীরা যে সুর চড়াবে তা মঙ্গলবারের সর্বদলীয় বৈঠক থেকে পরিষ্কার হয়ে যায়। এদিন সর্বদলীয় বৈঠকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, কংগ্রেস বেকারত্ব-সহ মূল্যবৃদ্ধি ও সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে চায়। তিনি আরও জানান, কাশ্মীরি পণ্ডিতদের হত্যার বিষয় নিয়ে কংগ্রেস সংসদে আলোচনায় আগ্রহী। কংগ্রেস নেতা নাসির হুসেন জানান, নির্বাচন কমিশনার নিয়োগ ও আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সংরক্ষণের বিষয় নিয়ে তাঁরা আলোচনা করতে চান।
প্রসঙ্গত সংসদের শীতকালীন অধিবেশন ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সূত্র- দ্য শিলং টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ভুয়ো কল সেন্টারের মূল চক্রীকে আটক করল দিল্লি পুলিশ

দিল্লি পুলিশ মঙ্গলবার একটি আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, প্রতারণা চক্রটি ই-কমার্স সংস্থা অ্যামাজনে বেকার যুবক-যুবতীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাত। অভিযুক্তরা হোয়াটসঅ্যাপ থেকে প্রতারিতদের জাল ওয়েবসাইটের লিঙ্ক পাঠাত। এরপর তারা ভার্চুয়াল ওয়ালেটের মাধ্যমে টাকা দাবি করত। অভিযুক্তরা পরবর্তী কাজের জন্য প্রতারিত বেকার যুবক-যুবতীদের কাছ থেকে আরও অর্থ চাইত।
মঙ্গলবার দিল্লির অশোকবিহারে আরেকটি ভুয়ো কল সেন্টারেরও হদিশ পায় দিল্লি পুলিশ। যেখান থেকে প্রতারিত অর্থ দুবাইতে স্থানান্তরিত হত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সূত্র- দ্য ইকোনমিক টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন