বেতন বাড়ানোর দাবিতে এসএলও ঠিকাকর্মীরা ধর্নায়

নিজস্ব সংবাদদাতা: অনিয়মিত বেতনের নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার দাবিতে ধর্মতলায় ধর্নায় বসলেন ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট এসএলও ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের কর্মচারীরা। দীর্ঘ ৪-৫ বছর ধরে বিবিধ প্রশাসনিক আধিকারিক-সহ মুখ্যমন্ত্রীর কাছে অজস্রবার যাওয়া সত্ত্বেও কোনও সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত অবস্থানের পথ বেছে নিয়েছেন তাঁরা।
শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বন্ধ ও ডিএ’র দাবি নিয়ে ধর্মতলায় আন্দোলনরত রাজ্যের মানুষ। তাঁদেরই সঙ্গে নিজেদের হক আদায়ের লড়াইয়ে এবার সামিল এসএলও কর্মচারীরা।
নেতৃত্ববৃন্দ জানান, ২০১০ সাল থেকে তাঁদের নিয়োগ করে আসছে রাজ্য। সেই সময় ২ টাকা কমিশনের ভিত্তিতে নিয়োগ করা হয় তাঁদের। এত বছর পার করেও সেই একই মজুরিতে কাজ করতে হচ্ছে তাঁদের। ফলে সিংহভাগ কর্মীদের মাসিক রোজগার ২ হাজার টাকাও হয় না। অথচ মুখ্যমন্ত্রী ২০১৮ সালে জানিয়েছিলেন, ৬০ বছর বয়স পর্যন্ত তাঁদের কাজ সুনিশ্চিত করে দিয়েছেন তিনি।
বেকারত্বের বাজারে ফের গণছাঁটাই করছে ‘মেটা’

নিজস্ব সংবাদদাতা: গত বছরের শেষে গণছাঁটাই অভিযানে নেমে বিপুল সংখ্যক কর্মীকে সংস্থা থেকে বাদ দিয়েছিল মেটা। আর তিন মাস কাটতে না কাটতেই নতুন এক ধাপ ছাঁটাই অভিযানে নামতে চলেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের পেরেন্ট সংস্থা। প্রায় হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন বলে সূত্রের খবর। এই ছাঁটাইয়ের প্রভাব ভারতেও পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
২০২২ সালে সংস্থার ১৩ শতাংশ, অর্থাৎ প্রায় ১১ হাজার কর্মী কাজ হারিয়েছিলেন। বেকারত্বের বাজারে ফের মেটার এই ছাঁটাই অভিযান যথেষ্ট উদ্বেগের বলেই মনে করা হচ্ছে।
চড়া দামের বাজারে চিন্তা বেকারত্বের হার

গত দু’টি ত্রৈমাসিক ধরে আর্থিক বৃদ্ধি শ্লথ হচ্ছে। জানুয়ারিতে কার্যত অপ্রত্যাশিতভাবেই ফের বেড়ে গিয়েছে মূল্যবৃদ্ধির হার। এর মধ্যে আরও একটি উদ্বেগের খবর দিল বেসরকারি উপদেষ্টা সংস্থা সিএমআইই। তারা জানাল, ফেব্রুয়ারিতে দেশে ফের মাথা তুলেছে বেকারত্ব।
সিএমআইই জানিয়েছে, গত মাসে সারা দেশে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৭.৪৫%, যা জানুয়ারিতে ৭.১৪% ছিল। শহরে সেই হার ৮.৫৫% থেকে ৭.৯৩ শতাংশে নামলেও, গ্রামের দিকে ৬.৪৮% থেকে এক লাফে পৌঁছে গিয়েছে ৭.২৩ শতাংশে।
একাংশের ব্যাখ্যা, মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে টানা সুদ বৃদ্ধির জেরে অর্থনীতির গতি বাড়ানোর প্রক্রিয়া ধাক্কা খেয়েছে। বেকারত্ব বৃদ্ধি তারই প্রমাণ। অন্য একটি অংশের বক্তব্য, মূল্যবৃদ্ধির জেরে গ্রামের দিকে পণ্যের চাহিদা কমেছে।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
পেটের ভাত কাড়ছে র্যাপিডো, বচসায় অটোচালক

কম খরচে, কম সময়ে যাতায়াতের জন্য অনেকেই অটো, বাস এবং ট্রেনের পরিবর্তে অনলাইন অ্যাপের মাধ্যমে বাইক বুক করেন। রাস্তা বেরোলেই ‘ওলা’, ‘র্যাপিডো’ র মতো সংস্থার বাইক চলাচল করতে দেখা যায়। এর ফলে যাত্রীদের সুবিধে হলেও, লোকসান হচ্ছে অটোচালকদের। এমনই জানিয়েছেন তাঁরা। বেকারত্বের বাজারে মাথায় হাত। পকেটে টান পড়েছে দিন আনা দিন খাওয়া অটোচালকদের।
মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর ইন্দিরানগর মেট্রো স্টেশনের সামনের ঘটনা। র্যাপিডো সংস্থার এক বাইকচালককে দাঁড় করিয়ে হুমকি দিতে দেখা যায় এক অটোচালককে। ভেঙে ফেলা হয় বাইক চালকের ফোনও। অটোচালকের অভিযোগ, বিদেশ থেকে এসে বাইকচালকেরা রোজগার করেন। এঁদের জন্য অটোচালকদের ক্ষতি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কর্মক্ষেত্রে মেয়েদের পিছিয়ে পড়ার আশঙ্কা

এ দেশের কর্মক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ নিয়ে উঠে এল গভীর আশঙ্কার কথা। সম্প্রতি নারী দিবসের প্রাক্কালে সমাজের পিছিয়ে থাকা শ্রেণির মেয়েদের ক্ষমতায়নের শরিক আজাদ ফাউন্ডেশন এবং ‘নো ইয়োর নেইবার’ মঞ্চের অনুষ্ঠানে কিছু প্রশ্ন উসকে দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের যুগ্ম সচিব আকাঙ্ক্ষা ভাস্কর।
তিনি বলেন “একদিকে ভারতকে নাকি বিশ্বের আগামীর বিরাট অর্থনৈতিক শক্তি হিসেবে দেখা হচ্ছে, আর অন্য দিকে ২০০৫ সাল থেকেই এ দেশে বেকারত্বের সঙ্গে সঙ্গেই নাগাড়ে কমছে কর্মক্ষেত্রে মেয়েদের ভাগীদারি। দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশ, এমনকি বাংলাদেশ, শ্রীলঙ্কার থেকেও এ ব্যাপারে ভারতের অবস্থা খারাপ। একমাত্র আরব মুলুকের কয়েকটি দেশের থেকে আমাদের অবস্থা সামান্য ভালো বলা যেতে পারে।”
সূত্র – আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন