বেরোজগারি
  • শুরুর পাতা
  • খবর
    • আজকের খবর
    • আগের খবর
  • চাকরির জন্য আন্দোলন
  • অসংগঠিত ক্ষেত্র
  • ছাঁটাই
  • গিগ
  • দুর্নীতি
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • অন্যান্য
পড়ুন: বেরোজগারি: ১০ এপ্রিল ২০২৩
শেয়ার করুন
বেরোজগারি
  • শুরুর পাতা
  • খবর
  • চাকরির জন্য আন্দোলন
  • অসংগঠিত ক্ষেত্র
  • ছাঁটাই
  • গিগ
  • দুর্নীতি
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • অন্যান্য
Search
  • শুরুর পাতা
  • খবর
    • আজকের খবর
    • আগের খবর
  • চাকরির জন্য আন্দোলন
  • অসংগঠিত ক্ষেত্র
  • ছাঁটাই
  • গিগ
  • দুর্নীতি
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • অন্যান্য
সঙ্গে থাকুন
আজকের খবরখবর

বেরোজগারি: ১০ এপ্রিল ২০২৩

বেরোজগারি ওয়েব ডেস্ক
সর্বশেষ সংস্করণ: 2023/04/10 at 7:37 AM
লিখেছেন বেরোজগারি ওয়েব ডেস্ক প্রকাশিত হয়েছে April 10, 2023
শেয়ার করুন
শেয়ার করুন

১০০ দিনের কাজের টাকা চেয়ে মোদীকে চিঠি

নিজস্ব সংবাদদাতা: শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ১০০ দিনের আটকে রাখা টাকা ছিনিয়ে আনতে ১ কোটি স্বাক্ষর-সংবলিত চিঠি পাঠানোর কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জি। রবিবার নারায়ণগড় ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশোজব কার্ডধারী মানুষ চিঠি লিখেছেন। তাঁরা লিখেছেন, ‘১১ মাস ধরে কাজ করেছি অথচ মজুরির টাকা পাইনি।’ তাঁরা বহু বার বিডিওকে, জেলা প্রশাসনের কাছে, এমনকী আবাস যোজনার তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদলের কাছে এর কারণ জানতে চেয়েছেন। তাঁরা কোনও সদুত্তর দিতে পারেননি। প্রাপ্য টাকা দেওয়া হোক। তাঁদের বকেয়া মজুরি প্রদান করতে হবে।

এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত ধল জানান, শুধু খালিনা বুথেই কয়েকশো আ মানুষ আছেন, যাঁরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার হয়েছেন। সোমবার তাঁরা এই চিঠি পঞ্চায়েত সমিতি কার্যালয়ে জমা দেবেন। সেখান থেকে ডাকযোগে শেষ দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবেন।

মনরেগার শ্রমদিবস ধাপে ধাপে কমিয়েই চলেছে কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা: উদ্বিগ্ন ত্রিপুরার বিজেপি জোট সরকার। এমজিএন রেগা-তে বরাদ্দ প্রতি বছর ধাপে ধাপে কমিয়ে দিচ্ছে কেন্দ্র। কমছে টাকা। কমছে শ্রম দিবস। মাত্র তিন বছরেই কমিয়ে দেওয়া হয়েছে ১ কোটি ৮০ লক্ষ শ্রম দিবস! ২০২৩-২৪ বছরে এক ধাক্কাতেই কমানো হয়েছে ৭৫ লক্ষ শ্রম দিবস।

ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যের ক্ষেত্রে গ্রামের গরিবদের কর্মসংস্থানের ক্ষেত্রে এর গুরুতর প্রভাব এড়ানো মুশকিল বলে মনে করছেন রাজ্য গ্রামোন্নয়ন দপ্তরের পদস্থ আধিকারিকেরা। দিল্লিতে এ ব্যাপারে তদ্বির করার কথা ভাবছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। খবর হল, এমজিএন রেগা-র টাকা খরচের ক্ষেত্রে সোশ্যাল অডিট সম্পূর্ণ না হওয়ায় রেগা আইনের নিয়মেই রাজ্যের বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। এমনকী সোশ্যাল অডিটের জন্য পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রয়োজনীয় কর্মীদের ৯০ ভাগ এখনও নিয়োগ করাই সম্ভব হয়নি।

আন্দুলে জরি শ্রমিকের দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা: গলায় ফাঁস জড়ানো অবস্থায় এক জরি শ্রমিকের মৃতদেহ উদ্ধার হল। রবিবার সকালে হাওড়ার আন্দুলের দুইল্যার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, মৃতের নাম অলোক কুমার সাহানি (২৭)। ওই এলাকাতেই একটি এমব্রয়ডারি কারখানায় জরির কাজ করতেন অলোক।

কারখানার পাশেই একটি বাড়ির বারান্দায় গলায় কেবলের তার জড়ানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ওই বাড়িটিতে কারখানারই কয়েকজন শ্রমিক ভাড়া থাকতেন। অলোকদের বাড়িও দুইল্যাতেই। এটা নিছক আত্মহত্যা নাকি খুন তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। কারখানার মালিক-সহ ৩ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারপর পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার এবার কাঁথির শিক্ষক

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার গ্রেপ্তার কাঁথির এক শিক্ষক। গতবছর থেকেই সরকারি চাকরির নিয়োগে ব্যাপক দুর্নীতি সামনে আসতে থাকে। কারাবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ, শিক্ষা আধিকারিক আরও একাধিক তৃণমূলের নেতা, বিধায়ক। একাধিক চাকরি দেওয়ার নাম করে কয়েকজনের কাছ থেকে পাঁচ কোটি টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেপ্তার হয় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এক শিক্ষক।

শনিবার সন্ধ্যায় কাঁথি থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম দীপক জানা। তাঁর বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরেই নানা অভিযোগ আসছিল পুলিশের কাছে।এদিকে সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন গ্রেপ্তার হওয়া শিক্ষক। তাঁর বাড়ি ভূপতিনগর থানার মূলদা গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি কাঁথি শহরে ১৭ নং ওয়ার্ডে করকুলি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। অভিযুক্তকে রবিবার কাঁথি আদালতে পেশ করা হয়। সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। গ্রেপ্তার দীপক জানা কাঁথি দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া জগন্নাথ মন্দির বিদ্যাপীঠে ইংরেজির শিক্ষক। এদিকে আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন মুলদা অঞ্চলের দীপকের দাদা।

তিন মাস ধরে মজুরি নেই কলকাতার মালিদের

নিজস্ব সংবাদদাতা: চুক্তিভিত্তিক মালিদের বকেয়া মজুরি দেওয়া নিয়ে টালবাহানা চালিয়েই যাচ্ছে তৃণমূল পরিচালিত কলকাতা কর্পোরেশন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে মজুরি পাচ্ছেন না কলকাতা কর্পোরেশনের ৩০০ জন চুক্তিভিত্তিক মালি। বারংবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও কোনও সাড়া পাননি তাঁরা। অবশেষে গত ২৭ মার্চ মিছিল করে কর্পোরেশনের ডিজি’র ঘরের সামনে তাঁরা বিক্ষোভ দেখান।

সেই চাপেই মালিদের সঙ্গে আলোচনা করতে বাধ্য হন কর্পোরেশনের আধিকারিকরা। সেখানে স্বয়ং ডিজি তাঁদের প্রতিশ্রুতি দেন যে, অতি দ্রুত মালিদের বকেয়া মজুরির মধ্যে অন্তত দু’মাসের টাকা দেওয়ার বন্দোবস্ত করবে কলকাতা কর্পোরেশন। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে সেই প্রক্রিয়া চালু করা হবে। এই কাজের জন্য ৪-৫ এপ্রিল পর্যন্ত সময় চেয়ে নেন ডিজি। কিন্তু তারপরেও প্রায় এক সপ্তাহ হতে চলল, মেলেনি বকেয়া মজুরির কানাকড়িও। এমনই জানিয়েছেন কর্পোরেশনের এক চুক্তিভিত্তিক মালি।

আপনার এটাও পছন্দ হতে পারে

বেরোজগারি: ২৩ সেপ্টেম্বর ২০২৩

অন্যায়ভাবে ছাঁটাই, ত্রিপুরার শিক্ষকদের পাশে প্রদেশ কংগ্রেস 

কাজের পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি ল’ক্লার্কদের

কলকাতায় প্রথম গৃহ সহায়িকা সম্মেলন সিআইটিইউ’র

বেরোজগারি: ২২ সেপ্টেম্বর ২০২৩

কাজ কমেছে জুটমিলে, পুজোর মুখে চিন্তায় শ্রমিক

পঁচিশের কমবয়সী ৪২% স্নাতক কর্মহীন ভারতে

স্থায়ীকরণের দাবি পৌরকর্মচারীদের সভায়

গ্রন্থাগার নিয়োগের দাবি, বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

বেরোজগারি: ২১ সেপ্টেম্বর ২০২৩

ট্যাগ করা হয়েছে: Featured
বেরোজগারি ওয়েব ডেস্ক April 10, 2023
এই নিবন্ধটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার ইমেইল প্রিন্ট
মতামত দিন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সঙ্গে থাকুন

Facebook Youtube

নিউজলেটার

রোজ আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন!

সর্বাধিক জনপ্রিয়
আজকের খবরখবর

বিশ্বজুড়ে দেউলিয়া ব্যাঙ্ক, রপ্তানি কমছে ভারতের

বেরোজগারি ওয়েব ডেস্ক লিখেছেন বেরোজগারি ওয়েব ডেস্ক March 17, 2023
পাওনা টাকা চাওয়ায় খুন হলেন নির্মাণ শ্রমিক
বেরোজগারি: ২ ডিসেম্বর ২০২২
বেরোজগারি: ২০ এপ্রিল ২০২৩
বেরোজগারি: ২৮ জানুয়ারি ২০২৩

বিভাগ

  • শুরুর পাতা
  • চাকরির জন্য আন্দোলন
  • অসংগঠিত ক্ষেত্র
  • ছাঁটাই
  • গিগ
  • অন্যান্য

আমাদের কথা

কর্মসংস্থানের দাবিতে আন্দোলন, শ্রমিক-কর্মচারী-গিগকর্মীদের অর্থনৈতিক দাবিদাওয়ার আন্দোলন এবং কর্মপ্রার্থী যুবসমাজের সঙ্গে প্রতারণা, তাদের ওপর জুলুম ও বে-ইনসাফির তথ্য-তালাশ-সংবাদ-প্রতিবেদন ও কলাম প্রকাশ করছে বেরোজগারি। প্রকাশক - যুব স্বরাজ সম্পাদক - পৌলমী ঘোষ
আরো দেখুন
  • আমাদের কথা

নিউজলেটার

রোজ আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন!

© www.berojgari.in. All Rights Reserved.

পড়ার তালিকা থেকে সরানো হয়েছে

পূর্বাবস্থায় ফেরান
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে গেছে ?