চাকরির দাবিতে দেরাদুনে বিক্ষোভ

বৃহস্পতিবার দেরাদুনে উত্তরাখণ্ডের বিজেপি সরকারের আমলে ঘন ঘন প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ধর্নায় বসেন মহিলা চাকরিপ্রার্থীরা। অভিযোগ পুলিশ মহিলা চাকরিপ্রার্থীদের ওপর বলপ্রয়োগ করে। এই ঘটনার বিরোধীতায় বৃহস্পতিবার দেরাদুনে এক লাখেরও বেশি যুবক বিক্ষোভ করেছে। পরে বিকেলে রাজ্যের রাজধানীতে জড়ো হওয়া যুবকদের ওপর আবারও লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, তাদের মধ্যে অনেকের মাথায় আঘাত লেগেছে। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ কয়েক হাজার যুবককে গ্রেফতার করে।
উত্তরাখণ্ড বেরোজগার সংঘের মুখপাত্র সুরেশ সিং বলেন, “পুলিশ যখন আমাদেরকে জোর করে জেলে নিয়ে যাচ্ছে, তখনও অনেক বিক্ষোভকারী গান্ধি পার্কের কাছেই রয়েছে এবং তাঁরা ধর্না চালিয়ে যাবেন”। এদিনের বিক্ষোভস্থল থেকে বিক্ষোভকারীরা বিজেপি বিরোধী এবং সরকার বিরোধী স্লোগান দেয় এবং ঘোষণা করেন যে সিবিআই তদন্তের নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা আন্দোলনের রাস্তা থেকে পিছু হঠবেন না।
সূত্র- নিউজ ১৮ ইন্ডিয়া
বিশদে জানতে ভিডিওটি দেখুন
ডিজনির সাত হাজার কর্মী ছাঁটাই

নিজস্ব সংবাদদাতা: বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্কিন এন্টারটেইনমেন্ট জায়ান্ট ওয়ার্ল্ড ডিজনির তরফে। বিশ্বব্যাপী আর্থিক সংকটের মুখে সাত হাজার কর্মী ছাঁটাই করেছে ডিজনি কর্তৃপক্ষ। এর জেরে কাজ হারিয়ে অসুবিধায় কর্মীরা।
ডিজনি ইন্ডিয়ার সিইও বব ইগার বলেন বছরে ৫০০ কোটির বেশি খরচ বাঁচাতে ও ডিজনি প্লাস স্ট্রিমিংকে লাভজনক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্টুন ও অ্যানিমেশনের বাজারে ওয়ার্ল্ড ডিজনির এই কর্মী সংকোচন চিন্তায় ফেলেছে ভারতের তরুণ সমাজকে। কাজের বাজার এমনিতেই ছোটো হয়ে আছে তার মধ্যে এই ছাঁটাই প্রক্রিয়া ভারতের যুব সমাজকে তীব্র হতাশার দিকে ঠেলে দেবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
গ্রুপ-ডি পদে নিয়োগ দুর্নীতি, চাকরি বাতিলের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে গ্রুপ-ডি পদের পরীক্ষায় ২৮২০ টি উত্তরপত্র বিকৃত করা হয়েছে বলে জানা গেছে। এই খবর সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট মহলে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবারের মধ্যেই ঐ ২৮২০ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিলেন।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “অবিলম্বে এই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে”। এই নিয়োগ দুর্নীতিতে কার অদৃশ্য হাত দেখতে চায় আদালত বলেও এদিন মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
ইয়াহু ১০০০ জনকে ছাঁটাই করবে

সারা বিশ্ব জুড়ে ক্রমবর্ধমান চাকরি ছাঁটাইয়ের মধ্যে ইয়াহু বৃহস্পতিবার ঘোষণা করে বছরের শেষে তারাও কুড়ি শতাংশ কর্মী ছাঁটাই করবে।
সপ্তাহের শেষে এক হাজার জনকে ছাঁটাই করা হবে। ছয় মাস পর আরো ছয়শো কর্মীকে সরানো হবে। ইয়াহুর বিজ্ঞাপন প্রযুক্তি বিভাগেও কর্মী ছাঁটাই হবে। কোম্পানির তরফে জানানো হয় যে তাদের ব্যবসা লাভজনক হয়নি। কোম্পানির তরফ থেকে আসন্ন মন্দা ও খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ছাঁটাইয়ের ফলে ভারতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এমনিতেই বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ফলে কাজের বাজার সংকুচিত হয়ে আছে। তারমধ্যে ছাঁটাইয়ের ফলে ভারতের যুব সমাজ হতাশ হবে এ কথা বলাই বাহুল্য।
সূত্র – অ্যনালিটিকস ইন্ডিয়া ম্যাগ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কর্মসংস্থানের অজুহাতে যৌন চক্রের প্রতারণা

ওমানের বিউটি পার্লারে কাজের সুযোগ করে দেওয়ার জন্য একটি সংস্থাকে সাড়ে ১৩ লক্ষ টাকা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের এক মহিলা। কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারেন তিনি যৌন চক্রের ফাঁদের পড়েছেন। দেহ ব্যবসায় নামতে না চাইলে জুটছে মার।
বিপদের ঝুঁকি নিয়ে অন্যের মোবাইল ফোন থেকে গণসংগঠন বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সমিরুল ইসলামকে ভিডিও এবং অডিও বার্তা পাঠান তিনি। সমিরুল তখন রাজ্য সরকারের দ্বারস্থ হন। রাজ্য সরকারের উদ্যোগে ওমানে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে সেখানে আটকে পড়া মেয়েদের উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়েছে। অবশেষে কলকাতায় ফিরেছেন বাংলার সেই তরুণী।
সূত্র – আনন্দবাজার
বিশদে পড়তে এখানে ক্লিক করুন