নিয়োগের আগেই ছাঁটাই হয়ে গেলেন বেসরকারি কর্মী

সম্প্রতি বিশ্বব্যাপী ৭১৬ জন কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা করেছে লিঙ্কডইন। মাইক্রোসফ্টের মালিকানাধীন চাকরি খোঁজার প্ল্যাটফর্ম এটি। সেই সঙ্গে চিনের জন্য আলাদা করে তৈরি করা চাকরি অ্যাপ InCareer বন্ধ করার ঘোষণা করেছে লিঙ্কডইন। সংস্থার গ্লোবাল বিজনেস অর্গানাইজেশন(GBO)-এর মধ্যে পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসাবে এই ছাঁটাই করা হচ্ছে। বিশ্বব্যাপী LinkedIn-এ প্রায় ১৯,০০০ কর্মী রয়েছে। সংস্থার প্রায় ৩.৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হচ্ছে।
ছাঁটাই হওয়া কর্মীদের তালিকায় থাকা এক হতভাগ্য কর্মী সোশ্যাল মিডিয়ায় তাঁর করুণ অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, নতুন নতুন চাকরি পেয়েছিলেন। সেই চাকরি শুরু করার আগেই তাঁকে বরখাস্ত করে দেওয়া হয়েছে।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
প্রাথমিকে চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়ল পর্ষদ

প্রাথমিকে চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২৭০ জন টেটে পাস না করলেও, তাঁদের চাকরির সুপারিশ করা হল কেন? প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। একের পর এক প্রশ্নের মুখে সময় চাইলেন পর্ষদের আইনজীবী। ১৬ মে মামলার পরবর্তী শুনানি।
সূত্র- এবিপি আনন্দ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
অসন্তোষে ‘ক্ষতি’, বন্ধ বিস্কুট কারখানা

শ্রমিক অসন্তোষের জন্য আর্থিক ক্ষতি হয়েছে। এমন কারণ দেখিয়ে বুধবার জামুড়িয়ার নিঘার কাছে একটি বেসরকারি বিস্কুট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিলেন কর্তৃপক্ষ। উপশ্রম আধিকারিক (আসানসোল) অমিয় দাস জানান, আগামী সোমবার কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক সংগঠনকে নিয়ে বৈঠক করে আলোচনার মাধ্যমে কারখানাটি চালু করার চেষ্টা করা হবে। শ্রমিকদের সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর ধরে কারখানায় মাসে দশ দিনের বেশি উৎপাদন হয় না। প্রায় ৪৫০ জন শ্রমিক এখানে কাজ করেন। তাঁদের অভিযোগ, মাসে মাত্র আট-দশ দিন কাজ দেওয়া হয়। এ ছাড়া ১৬ দিনের অর্ধেক মজুরি দেওয়া হয়।
চিকিৎসাজনিত কোনও সুযোগ কার্যত নেই। এ সব অভিযোগে শ্রমিকদের একাংশ ৯ মে সকাল থেকে উৎপাদনের কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার জেরে সব শ্রমিকই কাজ বন্ধ করে দেন। কর্তৃপক্ষের দাবি, কোনও আগাম বিজ্ঞপ্তি না দিয়েই এই পদক্ষেপ করা হয়। এর ফলে, কারখানার প্রচুর আর্থিক ক্ষতি হওয়ায় বাধ্য হয়ে তাঁরা ১০ মে থেকে কারখানা বন্ধ করে দিলেন।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
প্রচণ্ড গরমে বিশ্ব জুড়ে মৃত্যু হচ্ছে অসংখ্য শ্রমিকের!

নিজস্ব সংবাদদাতা: ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিং পরস্পরসম্পর্কযুক্ত। আর এরই সঙ্গে সম্পর্কযুক্ত এ বিশ্বের আরও অনেককিছু। সম্প্রতি ভয়ানক দাবদাহে খোলা আকাশের নীচে কাজ করা শ্রমিকদের উপর গরমের কুপ্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে কাতারের দোহায়।
জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী দিন দিন উষ্ণ হচ্ছে। এভাবে তাপমাত্রার লাগামহীন বাড়বৃদ্ধি ডেকে আনছে তীব্র দাবদাহ। আর রুটিরুজির কারণে এই প্রচণ্ড গরমেই বিশ্ব জুড়ে খোলা আকাশের নীচে কাজ করতে হয় একদল মানুষকে। এজন্য বিশ্ব জুড়ে শ্রমিকদের মৃত্যু ও শারীরিকভাবে তাঁদের অক্ষম হয়ে পড়ার প্রবণতাও বাড়ছে। সম্প্রতি এই তথ্য উঠে এসেছে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এই সম্মেলনে।
১৬ মাস ধরে মিলছে না বেতন! ‘মনরেগা’র কর্মীদের বিক্ষোভে অনুমতি দিল হাইকোর্ট

ধর্মতলা চত্বরে একাধিক বিক্ষোভ কর্মসূচি চলছে ইতিমধ্যেই। কোথাও নিয়োগের দাবিতে, কোথাও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে চলছে অবস্থান। এবার অবস্থানে বসার অনুমতি চাইলেন পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি সহ একাধিক সংগঠনের কর্মীরা।
MGNREGA-এর অধীনে কর্মরত ওই শ্রমিকেরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। বকেয়া বেতন ও স্থায়ীকরণের দাবিতে শহিদ মিনারে অবস্থানে বসতে চান তাঁরা। সেই বিক্ষোভের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
সূত্র- টিভি নাইন বাংলা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন