ঝুঁকি নিয়েও রুটির খোঁজে মেহনতিরা

নিজস্ব সংবাদদাতা: চৈত্র এখনও শেষ হয়নি, এর মধ্যেই তীব্র দাবদাহের কবলে দেশের অধিকাংশ অঞ্চল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওডিশার অধিকাংশ জায়গায় চলছে প্রবল তাপপ্রবাহ। সকাল থেকে চড়া রোদ। ঘরে বাইরে বেড়ানোই যাচ্ছে না। এই অবস্থায় চড়া রোদে বাইরে যেতে নিষেধ করেছে স্বাস্থ্য দপ্তর। কারণ, চড়া রোদে বেশিক্ষণ থাকলেই যে কোনও সময় ঘটতে পারে প্রাণঘাতী হিট স্ট্রোক। কিন্তু এই অবস্থায় মৃত্যু পরোয়ানা হাতেই নিয়েই রুটি রুজির সন্ধানে ঘরের বাইরে পা রাখতে বাধ্য হচ্ছেন দেশের শ্রমজীবী মানুষ।
রিকশাচালক থেকে মুটিয়ামজদুর। নির্মাণ শ্রমিক থেকে খেতমজুর। যাঁরা দিন আনি দিন খাই অবস্থায় থাকেন তাঁদেরকে আবহাওয়ার চরম প্রতিকূল অবস্থাতেও জীবনের ঝুঁকি নিয়ে চড়া রোদের মধ্যেই কাজ করে যেতে বাধ্য হচ্ছেন। এঁদের কাছে তাপ প্রবাহের সতর্কতার চেয়ে রোজগারের দায় অনেক বেশি।
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি উপেক্ষিতই

নিজস্ব সংবাদদাতা: চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সরকারের আশ্বাস যে অন্তঃসারশূন্য তা বুধবার রাজ্য সরকারের শ্রম দপ্তরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে আরেকবার প্রমাণিত হলো।
ন্যূনতম মজুরির দাবিকে উপেক্ষা করে আগামী জুন মাস থেকে ১৮ টাকা অন্তবর্তীকালীন মজুরি বাড়বে বলে রাজ্য সরকার এই বৈঠকে প্রস্তাব দিয়েছে। যাতে হাজিরা দাঁড়াবে সাকুল্যে ২৫০ টাকা। এই প্রস্তাবের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছে সমস্ত ট্রেড ইউনিয়ন। সরকারের প্রস্তাবের সঙ্গে তাঁরা যে সহমত নয়, তা স্পষ্ট বলে দেওয়া হয়েছে। সরকারের এই একতরফাভাবে চা বাগিচা শিল্পের শ্রমিক-স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন বাগিচা শ্রমিকরা।
শিলিগুড়িতে স্টেট গেস্ট হাউসে এদিন এই ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠকে শ্রম দপ্তরের মন্ত্রী, সমস্ত শ্রমিক ইউনিয়ন সহ শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লিফটের তার ছিঁড়ে মৃত্যু লিফট্ম্যানের

নিজস্ব সংবাদদাতা: বহুতলের লিফট ভেঙে পড়ে মৃত্যু হল এক লিফট চালকের। চৌরঙ্গি রোডের ওম টাওয়ারে বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। লিফটের নিচে আটকে পড়া ওই ব্যক্তিকে অনেক কষ্টে উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। কিন্তু তাঁর মৃত্যু হয়। নিহত আবদুল রহিম (৫৫) ইকবালপুরের কবি মহম্মদ ইকবাল রোডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ১৬ তলা ওই বহুতলের লিফট রক্ষণাবেক্ষণ আর চালানোর কাজ করতেন।
অন্যান্য দিনের মতো অফিসের ব্যস্ত সময়ে লিফট চালাচ্ছিলেন তিনি । কিন্তু তা ঠিকমতো কাজ করছিল না। তখন লিফটের ফাঁকা অংশ দিয়ে মাথা গলিয়ে সমস্যা বোঝার চেষ্টা করছিলেন। সেই সময় তিন তলা থেকে লিফটের তার ছিঁড়ে সজোরে এসে পড়ে এক তলায়। আবদুল রহিমের গলার অর্ধেক অংশ কাটা পড়ে ।
জুট মিলে কাজ চালুর দাবিতে অবরোধ শ্রমিকদের

নিজস্ব সংবাদদাতা: অবিলম্বে মিল চালু করা ও শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে বুধবার হাওড়া-আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারত জুট মিলের শ্রমিকরা।গেট খোলা থাকলেও মালিকপক্ষের নিজেদের মধ্যে বিবাদের জেরে গত ৩ এপ্রিল থেকে ভারত জুট মিলে কাজ বন্ধ। সঙ্কটে মিলের প্রায় ৪৫০ জন স্থায়ী-অস্থায়ী শ্রমিক। কয়েক বছর ধরে দিনে দু’টি শিফটে কাজ হচ্ছিল। সেই কাজও বন্ধ। মিলের শ্রমিকেরা প্রতিদিন মিলে আসছেন কিন্তু মিল চালু না থাকায় বাড়ি চলে যাচ্ছেন।
বারেবারে শ্রমিকদের পক্ষ থেকে কাজ চালু করার দাবি জানিয়েছেন মিল শ্রমিকেরা। কিন্তু মালিক পক্ষের তরফে মিল চালু করার কোনও সদিচ্ছা নেই বলে অভিযোগ শ্রমিকদের। মার্চ মাস থেকে শ্রমিকদের বেতন মেলেনি। বেতন না পাওয়ায় চরম সঙ্কটে পড়েছেন শ্রমিকরা।