পাঞ্জাবে অ্যাম্বুলেন্স কর্মীদের ধর্মঘট

ঞ্জাবে ১০৮ অ্যাম্বুলেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ধর্মঘট শুরু করেছে। জানা গিয়েছে, দীর্ঘদিনের দাবি না মানার প্রতিবাদে অ্যাম্বুলেন্স কর্মীদের সংগঠন এই পদক্ষেপ করেছে। গোটা রাজ্যের অ্যাম্বুলেন্সগুলি লাধোয়াল টোল প্লাজায় রাখা হয়েছে। দীর্ঘদিনের অমীমাংসিত দাবি নিয়ে তাঁরা বিক্ষোভ করছেন।
১০৮ অ্যাম্বুলেন্স এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মনপ্রীত নিজার বলেন, ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা ২০১১ সালে শুরু হয়েছিল এবং ২০১৩ সাল থেকে তারা কোনও বার্ষিক ইনক্রিমেন্ট পায়নি। প্রতিটি কোম্পানি এবং বিভাগ ১০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেয়। কিন্তু তাঁরা একই বেতনে কাজ করে চলেছেন।
সূত্র – দ্য ট্রিবিউন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ভারতীয় রেলে ৩ লক্ষেরও বেশি পদ ফাঁকা

ভারতীয় রেলের ৩.১২ লক্ষ নন-গেজেটেড পদ সারা দেশে ফাঁকা রয়েছে। সরকারি তথ্য থেকেই মিলেছে এই পরিসংখ্যান। গত বছরের মার্চে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন যে প্রচুর কর্মী ঘাটতি রয়েছে। পরিস্থিতি এখনও আলাদা নয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ভারতীয় রেলওয়েতে ১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ১৮টি জোন জুড়ে সারা দেশে ৩.১২ লক্ষ নন-গেজেটেড পদ খালি। তার মধ্যে সর্বোচ্চ পদ খালি রয়েছে উত্তরাঞ্চলে (৩৮,৭৫৪), পশ্চিমাঞ্চলে (৩০,৪৭৬), পূর্বাঞ্চলে (৩০,১৪১) এবং কেন্দ্রীয় অঞ্চলে (২৮,৬৫০)। নন-গেজেটেড পদের মধ্যে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ক্লার্ক, স্টেশন মাস্টার, টিকিট কালেক্টর ইত্যাদি পদ রয়েছে।
সূত্র – দ্য ওয়্যার
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
শ্রীনগরে পরিবহন কর্মীদের বিক্ষোভ

কেন্দ্রশাসিত অঞ্চলের বাইরে কেনা গাড়িগুলিকে পুনরায় নথিভুক্ত করার দাবিতে প্রচুর সংখ্যক পরিবহণ কর্মী বুধবার আঞ্চলিক পরিবহন আধিকারিক (আরটিও)-এর বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন।
পরিবহন কর্মীরা শ্রীনগর আঞ্চলিক পরিবহন আধিকারিকের অফিসের সামনে জড়ো হয়ে তাঁদের দাবির সমর্থনে স্লোগান দেন। দাবির মধ্যে রয়েছে গাড়ির নথিভুক্তি প্রক্রিয়া আবার চালু করা এবং পুরানো গাড়ি বদলানোর ব্যবস্থা করা। তাঁদের বক্তব্য, গত ১২ মাস ধরে উপত্যকার বাইরে কেনা গাড়িগুলি নথিভুক্ত করতে পারেননি৷ কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি বিচারাধীন। অন্যদিকে আদালত গত বছর সরকারকে ৯ শতাংশ রেজিস্ট্রেশন ফি আরোপের নির্দেশ দিয়েছে।
সূত্র – এক্সসেলসোয়্যার নিউজ
বিশদে জানতে ভিডিওটি দেখুন
বকেয়া বেতনের দাবিতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫৫৯ জন অ-শিক্ষক কর্মী আগামী ১৬ জানুয়ারি থেকে আবার বিক্ষোভ শুরু করবেন বলে জানিয়েছেন।
এক মাসের বকেয়া বেতন এবং স্থায়ী নিয়োগের দাবিতে ধর্মঘটে যান কর্মীরা। বিক্ষোভকারীদের বেশিরভাগই দৈনিক মজুরিতে নিযুক্ত অস্থায়ী শ্রমিক। গত মাসে উপাচার্য তারিক মনসুর আশ্বাস দিয়েছিলেন যে তাঁদের চুক্তি পুনর্নবীকরণ করা হবে এবং তাঁরা শীঘ্রই এক্সটেনশনের চিঠি পাবেন। অ-শিক্ষক কর্মীরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করেন তখন। বিক্ষোভকারীদের বক্তব্য, এখনও প্রতিশ্রুতি পালন করেনি কর্তৃপক্ষ।
সূত্র – সাবরং
বিশদে পড়তে এখানে ক্লিক করুন