নিয়োগের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: বকেয়া ৩৬ শতাংশ মহার্ঘ ভাতা, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে ব্যাঙ্ক, বিমা সহ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে, রেগা সহ সমস্ত সামাজিক প্রকল্পের সুফল প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছানোর দাবিসহ আট দফা দাবিতে বৃহস্পতিবার হাওড়া ময়দানে ফ্লাইওভারের নীচে সমাবেশ হলো। উদ্যোক্তা শ্রমিক কর্মচারী শিক্ষকদের যুক্ত আন্দোলন কমিটি ১২ই জুলাই কমিটির হাওড়া জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন বিজন মান্না ও ওমপ্রকাশ পান্ডে। সঞ্জয় দাস, বাবুল দেব রায়সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা ১২ই জুলাই কমিটির আহ্বানে বৃহস্পতিবার আলিপুরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়।
৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা: রাজ্য ও কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষাকর্মীর সংখ্যা কমছে। যাঁরা আছেন তাঁদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। নতুন কোনও কর্মী নিয়োগ নেই। কিভাবে চলবে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি? তাই অবিলম্বে সমস্ত শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। যাঁরা অস্থায়ী বা চুক্তিবদ্ধ আছেন তাঁদের স্থায়ীকরণ করতে হবে। রেগা প্রকল্প চালু করে অবিলম্বে গরিব মানুষকে কাজ দিতে হবে। সর্বনাশা জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে। কর্মচারী, শিক্ষকদের বকেয়া মহার্ঘভাতার টাকা মিটিয়ে দিতে হবে।
৮ দফা দাবিতে বৃহস্পতিবার ১২ই জুলাই কমিটির উদ্যোগে বাঁকুড়া শহরে জেলাশাসকের দপ্তরের সামনে থেকে মিছিল হয়। বহু কর্মরত, অবসরপ্রাপ্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারী, শিক্ষক, মিছিলে অংশ নেন। বাঁকুড়া শহরের মাচানতলা এলাকা ঘুরে জেলাশাসকের দপ্তরের সামনে মিছিল শেষ হয়।
রেল সেতু ভেঙে নিহত ২ পরিযায়ী শ্রমিক

নিজস্ব সংবাদদাতা: মিজোরামে রেল সেতু ভেঙে পশ্চিমবঙ্গের ২ জন পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন। তাঁদের বাড়ি মালদা, আরও পাঁচ জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে আইজলের কাছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত শ্রমিকরা মিজোরামের ভৈরবী থেকে সিহমুই ব্রডগেজ প্রকল্পের কাজে নিযুক্ত ছিলেন। তাঁরা রাজধানী আইজলের কাছে ওই রুটের ৮৯ নম্বর সেতু নির্মাণের কাজ করছিলেন। অন্ধকার নেমে আসার পরও কাজ চলছিল। হঠাৎ করে সেতুর একটি রেলিং ভেঙে পড়ে। এর জেরে প্রায় ২৬ ফুট নিচে পড়ে যান সাতজন শ্রমিক। তাঁদের উপর রেলিংটি ভেঙে পড়ে। একদিকে রাত, অন্যদিকে এলাকাটি জঙ্গলে ঘেরা হওয়ায় উদ্ধার কাজ কিছুটা দেরিতে শুরু হয়। উদ্ধারকারী দল এসে রেলিং সরিয়ে শ্রমিকদের উদ্ধার করেন।
সিভিক নয়, পুলিশেই নিয়োগ চায় হাইকোর্ট

নিজস্ব সংবাদদাতা: দাপট যে তাঁদের প্রায়ই পুলিশকেও ছাপিয়ে যায়, সেই অভিযোগ করেন পুলিশের অনেক কর্মী-অফিসারই। আর আমজনতার অভিজ্ঞতা, রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের কার্যকলাপ আর দাপটের পর্যায়ে নেই, হয়ে উঠেছে দৌরাত্ম্য। অভিযোগের পর অভিযোগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের আদৌ কাজে লাগানো হচ্ছে কেন, প্রশ্ন ও সমালোচনার মুখে পড়েছে প্রশাসন।
এই অবস্থায় সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বৃহস্পতিবারের পর্যবেক্ষণ, পুলিশ নিয়োগে আরও উদ্যোগী হওয়া উচিত রাজ্য সরকারের। সিভিক ভলান্টিয়ার নিয়োগ করে পুলিশবাহিনীতে কর্মীর অভাবের সমস্যা মিটবে না। বরং সিভিক ভলান্টিয়ার দিয়ে পুলিশকর্মীর ঘাটতি মেটাতে গেলে সমস্যা আরও বাড়তে পারে বলে কোর্টের পর্যবেক্ষণ।
অটোচালকদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, বিক্ষোভ

অটোচালকদের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বাঁধে অটোচালকদের। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ইছাপুরে। দুপক্ষের বচসার জেরে অশান্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
তাদের বক্তব্য, নিষেধাজ্ঞা সত্ত্বেও রাস্তায় ডিজেল চালিত অটো নামানো হচ্ছে। তারই প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। তাতেই অটোচালকদের সঙ্গে তাদের বচসা বাঁধে। এই ঘটনার জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সূত্র- হিন্দুস্তান টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন