ভারতীয় স্টার্টআপে আবার কর্মী ছাঁটাই

চারটি ভারতীয় স্টার্টআপ আবার কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এই চারটি সংস্থার মধ্যে ওলা-তে সর্বাধিক সংখ্যক ছাঁটাই হয়েছে। সংস্থাটি ২০০ কর্মীকে ছেড়ে দিয়েছে। অন্যদিকে, লিড স্কুল ইতিমধ্যেই ৬০ জন কর্মচারীকে ছাঁটাই করেছে এবং সহযোগী আনএকাডেমি ৪০ জনকে ছাঁটাই করেছে। কয়েনডিসিএক্স ৮০ থেকে ১০০ জন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে এবং মোগলিক্স গত সপ্তাহে তাদের ৩ শতাংশ কর্মীকে বরখাস্ত করেছে।
ভারতে বেকারত্বের হার উদ্বেগজনক। দেশে যুব-সমাজ কর্মসংস্থানের সুযোগ না পেয়ে ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। এরমধ্যে দেশের স্টার্টআপ সংস্থাগুলির এই ছাঁটাইয়ের ফলে সংস্থাগুলির কর্মী-সহ বহু সংখ্যক বেকার চাকরিপ্রার্থীর মধ্যে আতঙ্কের সঞ্চার হয়েছে। মূলত, মন্দা এবং মুদ্রাস্ফীতির কারণে সংস্থাগুলি তাদের কর্মী সংকোচন করছে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।
সূত্র- অফিস চায়ে
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
হকের দাবিতে আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা

হকের চাকরির দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। শনিবার তাঁদের এই অবস্থান বিক্ষোভ ৬৭১ দিনে পড়ল। সরকারের কাছে নানা প্রতিশ্রুতি মিললেও এখনও অধরাই থেকে গেছে তাঁদের নিয়োগের ভবিষ্যৎ। ফলে আন্দোলনকেই ভরসা করে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। এক চাকরিপ্রার্থী বলেন, সরকার অযোগ্যদের সঙ্গে আন্দোলনকারীদের নিয়োগ করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যাদের জন্য আন্দোলনকারীরা বঞ্চিত, সেই তাদেরকে নিয়োগ হবে, এটা কী ধরনের বিচার? তবে আন্দোলনকারীদের সাফ কথা, নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
সূত্র- ক্যালকাটা নিউজ
বিশদে জানতে ভিডিওটি দেখুন
লখনউতে ‘শিক্ষা মিত্র’-দের বিক্ষোভ

বৃহস্পতিবার লখনউর ইকো গার্ডেনে শিক্ষা মিত্র সম্মান বাঁচাও স্বাভিমান সমাবেশ আয়োজিত হল। শিক্ষা মিত্র (সহায়ক শিক্ষক)-রা তাঁদের চাকরি স্থায়ীকরণ ও মাসিক ভাতা বৃদ্ধির দাবি তোলেন। বিক্ষোভকারীরা স্লোগান দেন, “আমরা আমাদের অধিকার দাবি করছি, কোনও ভিক্ষা চাই না।”
২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছিলেন যে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবেন। যেখানে যোগী আদিত্যনাথ অন্য রাজ্যে গিয়ে চাকরির প্রতিশ্রুতি দেন সেখানে নিজের রাজ্যে ছাত্রছাত্রীদের পরিস্থিতি তিনি খেয়াল রাখছেন না বলে অভিযোগ।
উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা মিত্র সংঘের সভাপতি শিব কুমার শুক্লা বলেন সমান কাজে সমান বেতন দিতে হবে। মিহিনপুর এলাকার বাসিন্দা সোনমতি জানান যে তাঁর বাড়িতে ছোট বাচ্চাকে রেখে এই প্রবল ঠান্ডায় সমাবেশে এসেছেন।
সূত্র- নিউজ ক্লিক
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কেরালায় বাঘের আক্রমণে মৃতের পরিবারকে চাকরির দাবিতে আন্দোলন

কেরালায় বাঘের আক্রমণে মৃত্যু হওয়া কৃষকের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাম শাসিত কেরালা সরকার। সেই দাবিকে সামনে রেখে শুক্রবার কেরালা মানন্থাভাডিতে বিরোধীদের ডাকে ধর্মঘট পালন করলেন সাধারণ মানুষ।
বর্তমান সরকারের ওপর কৃষক এবং সাধারণ মানুষের ক্ষোভের দরুণ বিরোধীদের ডাকা ধর্মঘটে রাস্তাঘাট ছিল জনশূন্য। আন্দোলনকারী কৃষকরা বাঘের হামলায় মৃত কৃষক থমাস পি সি (৫০)-র মৃতদেহ নিতে অস্বীকার করেন। তাঁদের দাবি, মৃত কৃষকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, কৃষিঋণ মুকুব এবং মৃত কৃষকের সন্তানকে সরকারি চাকরি দিতে হবে।
উল্লেখ্য, সরকার জল-জঙ্গল-জমি কেড়ে নিয়ে গরিব মানুষের সঙ্গে বহু পশুপাখিদেরও উচ্ছেদ করেছে। আর তার ফলে বাসস্থান ও খাদ্যের অভাবে বার বার এভাবে বন্য প্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে। বাঘের আনাগোনায় চাষিদের মৃত্যু ঘটার অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু প্রশাসনের উদাসীনতায় আরও একবার কৃষকের মূল্যবান প্রাণ গেল।
সূত্র- অনমনোরমা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
হরিয়ানায় বেকারত্ব নিয়ে তোপ দাগলেন ভূপিন্দর সিং হুডা

বৃহস্পতিবার কংগ্রেস নেতা ভূপিন্দর সিংহ হুডা বলেন যে হরিয়ানার বিজেপি সরকার কর্মসংস্থান ও উন্নয়নের ভাবনায় একেবারেই ব্যর্থ।
হরিয়ানা বিধানসভার বিরোধী দলনেতা অভিযোগ জানান যে সরকার দশ লক্ষ পরিবারের রেশন কার্ড বাতিল করেছে। হরিয়ানা সরকারের ঋণ বর্তমানে ৩.২৫ লক্ষ কোটি টাকা এবং অন্যান্য দায় প্রায় ১.২২ লক্ষ কোটি টাকা। হরিয়ানায় বেকারত্বের হার ৩৭ শতাংশের বেশি।
সম্প্রতি হরিয়ানায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় কৃষক, শ্রমজীবী, মহিলা, বেকার যুবসমাজ সকলে অংশগ্রহণ করেন। রাজ্যের সাতটি জেলার মধ্যে দিয়ে ভারত জোড়ো যাত্রা যাবার সময় মানুষেরা সেখানকার স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন।
সূত্র – দ্য প্রিন্ট
বিশদে পড়তে এখানে ক্লিক করুন