চাকরি দুর্নীতির গোপন ছক সামনে এল

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য রাজনীতি। যোগ্য চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। ইতিমধ্যে সরকারের উচ্চস্তরের হর্তাকর্তাদের গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। এবার সামনে এল দুর্নীতির গোপন ছক।
যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের ওএমআর শিট খালি জমা দেওয়ার নির্দেশ ছিল। খালি ওএমআর শিটের প্রাপ্ত নম্বর শূন্য হলেও এসএসসি’র সার্ভারে তাদের নম্বর বাড়িয়ে দেওয়া হত। এইভাবেই চলত দুর্নীতি। ওএমআর শিট সংরক্ষণ না করেও শেষ রক্ষা হল না। দুর্নীতির পদ্ধতি তদন্তে ধরা পড়ল।
সূত্র – টিভি ৯ বাংলা
বিশদে জানতে ভিডিওটি দেখুন
বিরাটিতে হকার উচ্ছেদ রুখতে আন্দোলনে সিটু

নিজস্ব প্রতিনিধি: বিরাটি স্টেশনে হকার উচ্ছেদ রুখতে মঙ্গলবার একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে সিটুর নেতৃত্ব অংশগ্রহণ করেন প্রচুর হকার। মিছিল বিরাটি স্টেশনের ১,২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম এবং পার্শ্ববর্তী রাস্তা পরিক্রমা করে হকার্স ইউনিয়ন অফিসের সামনে এসে শেষ হয়।
সিটুর নেতৃবৃন্দ মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বলেন, হকার উচ্ছেদ করে আসলে প্ল্যাটফর্ম আদানি-আম্বানিদের কাছে বিক্রি করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের ডাক দেন তাঁরা। উচ্ছেদ রুখতে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।
বকেয়া বেতন না পেয়ে ডাক্তাররা ক্ষুব্ধ

দিল্লির এনডিএমসি মেডিক্যাল কলেজের আবাসিক চিকিৎসকরা বেতন না পেয়ে প্রতিবাদে নেমেছেন। একই সঙ্গে রোগীদের স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে দাবি জানান তাঁরা।
আবাসিক ডাক্তারদের অবস্থা অত্যন্ত দুর্দশায়। এঁদের কাজের কোনও নির্দিষ্ট সময় নেই। বারো ঘণ্টার বেশি সময় ধরে কাজ করতে হচ্ছে। তাঁরা মানসিক ও শারীরিক চাপের শিকার হচ্ছেন।
মাসের পর মাস তাঁরা বেতন পাচ্ছেন না এই চিকিৎসকরা। সামান্য বেতনের জন্য তাঁদের অন্য হাসপাতালে অতিরিক্ত কাজ করতে হচ্ছে। এই কাজের জন্য দীর্ঘ পরিশ্রম করতে হচ্ছে।
সূত্র – এডুকেশন টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
পেনশন সমস্যা সমাধানের দাবিতে আন্দোলন করবে সিটু

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বর্ধিত পেনশনের সুবিধা দিতে যৌথ অপশন ফর্ম জমা নেওয়া শুরু করেনি কর্তৃপক্ষ। এই দাবিতে আগামী ১৭ ফেব্রুয়ারি সিপিএফসি’র অ্যাডিশনাল প্রধানের কাছে যাবে সিটু’র প্রতিনিধি দল। একই সঙ্গে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বর্ধিত পেনশন সংক্রান্ত সমস্ত সমস্যার মোকাবিলায় পরবর্তী কর্মসূচি ঠিক করতে আগামী ২২ ফেব্রুয়ারি শ্রমিক ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২-এর ৪ নভেম্বর পেনশন স্কিম ৯৫-এ আসল বেতনের ওপর বর্ধিত পেনশনের জন্য অপশন চালু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যদিও সে নির্দেশে টনক নড়েনি কর্তৃপক্ষের। এই ইস্যুতেই এবার আন্দোলনের পথে হাঁটতে চলেছে শ্রমিক সংগঠন সিটু।
বৃত্তিমূলক শিক্ষায় নৈরাজ্য, বেতন পাচ্ছেন না শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে বৃত্তিমূলক শিক্ষা বিভাগে সমস্ত কর্মচারীদের বেতন হয়ে গেলেও এখনও শিক্ষক ও প্রশিক্ষকরা ভাতা পাননি। তার ওপর শিক্ষক ও প্রশিক্ষকদের সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত স্কুলে থাকার ফরমান জারি করা হয়েছে। শিক্ষক ও প্রশিক্ষকদের ভাতা না দেওয়ার ফলে পঠন-পাঠন লাটে উঠেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পড়ুয়ারা।
নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির রাজ্য সম্পাদক শুভাশিস বন্দ্যোপাধ্যায় জানান, গত এক বছর ধরে বৃত্তিমূলক বিভাগে মাসিক ভাতা প্রদানে ব্যাপক অনিয়ম চলছে। ভাতা প্রদান কখনও মাসের শেষে হচ্ছে কখনও ২০ দিন পেরিয়ে যাচ্ছে। রাজ্য সরকার এই শিক্ষা বিভাগকে ধ্বংস করতে চাইছে বলেও তিনি অভিযোগ করেন।