‘ডিএ আন্দোলনের জন্যই চাকরি চলে গেল’ বিস্ফোরক মুখ্যমন্ত্রী

‘ডিএ নিয়ে যারা মিটিং-মিছিল করছে, তাদের জন্যেই চাকরি চলে গেল।’ ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা ডিএ নিয়ে চিৎকার করে, ৩ শতাংশ ডিএ এবছরও পেয়েছে। প্রতিদিন গিয়ে গিয়ে মিছিল করছে। আর তাঁদের জন্যই ৩৬ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেল। ২ লক্ষ পরিবার বুভুক্ষু হয়ে গেল।” ‘ডিএ নিয়ে যারা মিটিং-মিছিল করছে, তাদের জন্যেই চাকরি চলে গেল।’
সূত্র- এবিপি আনন্দ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
হাইকোর্টের নির্দেশে খুইয়েছেন চাকরি! ৮০০ প্রাইমারি শিক্ষকদের সঙ্গে বৈঠকে তৃণমূল

এবার আদালতের নির্দেশের পরেই বৈঠকে তৃণমূল। রবিবার প্রায় ৮০০ জন চাকরিহারাদের নিয়ে বৈঠক করেন জেলা তৃণমূল নেতৃত্ব৷ আইনি পথে যাওয়া সংক্রান্ত বিষয়-সহ বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয় বৈঠকে। চাকরিহারা শিক্ষকেরাও এদিন কার্যত ভেঙে পড়েন।
প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি খুইয়েছেন ৩৬ হাজার প্রাথমিক শিক্ষক৷ ২০১৬-১৭ সালে প্রায় ৪২ হাজার ৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল৷ তাদের মধ্যে প্রায় ৩৬ হাজার শিক্ষককে টেট প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ করা হয়েছে। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি খোয়ান তারা।
সূত্র- নিউজ ১৮ বাংলা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
বন্ধে শামিল হলে চাকরি জীবনে ছেদ? শিক্ষক বদলিতে স্থগিতাদেশ দিয়ে প্রশ্ন আদালতের

মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে যৌথমঞ্চের বন্ধ সামিল হয়েছিলেন ডোমজুড়ে শিক্ষক অমিত ঘোষ। তাঁকে শোকজ করে প্রাথমিক শিক্ষা সংসদ। বদলিও নির্দেশ দেওয়া হয়। সেই শিক্ষক হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার আদালত সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে। কোন আইনে এই বদলি, পর্ষদের কাছে জানতে চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিএ-এর দাবিতে বন্ধে শামিল হয়েছিলেন ডোমজুড়ের মহিষনালা প্রাথমিক স্কুলের শিক্ষক অমিতকুমার ঘোষ। শিক্ষকের অভিযোগ, তাঁকে শোকজ করার পাশাপাশি বাড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে বদলির নোটিশ দেওয়া হয়।
ডিএ আন্দোলনকারী সংগঠন যৌথ মঞ্চের ডাকে বন্ধে শামিল হওয়ার জন্য পর্ষদের পক্ষ থেকে হুশিয়ারি দিয়ে বলা হয়, তাতে শামিল হলে চাকরি জীবনে ছেদ পড়বে। শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে রাজ্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানতে চান, ‘ধর্মঘটে যোগ দিলে কর্মজীবনে ছেদ পড়বে এই মর্মে কী ভাবে বিজ্ঞপ্তি দিতে পারে?’ তিনি আরও জানতে চান, ‘কোন আইনে এই বিজ্ঞপ্তি?’ রাজ্য সরকারের উদ্দেশে তাঁর মন্তব্য,’ ডিএ দিলেই তো ঝামেলা মিটে যায়।’
সূত্র- হিন্দুস্তান টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
অ্যাম্বুলেন্স কর্মীদের ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা: কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে ১০২ অ্যাম্বুলেন্সের দপ্তরে ডেপুটেশন দিল সিআইটিইউ। সোমবার ১০২ অ্যাম্বুলেন্সের কর্মীদের নিয়ে গঠিত সিআইটিইউ অনুমোদিত ইউনিয়নের পক্ষ থেকে নিউটাউনের দপ্তরে গিয়ে ডেপুটেশন দেওয়া হয়। কোভিডের সময় ১০২ অ্যাম্বুলেন্সের কর্মীদের হাড়ভাঙা খাটুনির কথা সকলেরই মনে আছে। সম্প্রতি কালিয়াগঞ্জের এক বাবা তার সন্তানকে ব্যাগে ভরে আনার ঘটনাতেও ১০২ অ্যাম্বুলেন্সের প্রসঙ্গ উঠে এসেছে।
এদিন নেতৃবৃন্দ জানান, গোটা দেশের মধ্যে আমাদের রাজ্যেই এই ১০২ অ্যাম্বুলেন্সের চালক এবং সহায়করা সবচেয়ে কম মাইনে পান। হাড়ভাঙ্গা খাটুনির পর মাইনে মাত্র ১১ হাজার টাকা। তারপরও যখন তখন নানান অছিলায় বিভিন্ন কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়। ডিউটি রোস্টারেও আছে নানান অসঙ্গতি। আমাদের রাজ্যে এই কাজে যুক্ত হওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং নেওয়ার জন্য দিতে হয় ১৫ হাজার টাকা। অথচ অন্যান্য অনেক রাজ্য আছে যেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করে রাজ্য সরকারই। যারা প্রশিক্ষণ নেন, তাদের এক পয়সাও দিতে হয় না। এই সংক্রান্ত আরও অনেক দারি নিয়ে ১০২ অ্যাম্বুলেন্সের কর্তৃপক্ষের সাথে আমরা দেখা করেছি নিউটাউনের অফিসে। দাবি না মিটলে পরবর্তীতে আবার হবে ডেপুটেশন, চালক ও সহায়কদের সঙ্গে নিয়ে।
ভারতে ৫০০ কর্মীকে ছাঁটাই করল অ্যামাজন

আমাজনে বিভিন্ন পদ থেকে ভারতে প্রায় ৫০০ কর্মী ছাঁটাই হয়েছেন। NDTV-তে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে এক সূত্র। মার্চে ডাউনসাইজিংয়ের এই এক দফার ছাঁটাই করা হয়। CEO অ্যান্ডি জ্যাসির বিস্তৃত ছাঁটাই পরিকল্পনার অংশ এটি। এর মাধ্যমে প্রায় ৯,০০০ কর্মী প্রভাবিত হবেন।
এই প্রক্রিয়ার বিষয়ে ওয়াকিবহাল মহল সূত্রে খবর, ওয়েব সার্ভিস, হিউম্যান রিসোর্স এবং সাপোর্ট বিভাগ থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। সূত্রের দাবি, চাকরি হারানো বেশ কিছু কর্মী ভারত থেকে আমাজনের গ্লোবাল টিমের অংশ হিসাবে কাজ করতেন।
সূত্র- হিন্দুস্তান টাইমস বাংলা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন