অসফল মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প

নিজস্ব সংবাদদাতা: ভারতের অর্থনীতির হাল ফেরাতে দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প শুরু করেছিলেন, চলেছিল বর্ণাঢ্য প্রচারও। ২০২৩ সালের অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশ করেছে যে এই প্রকল্পের ফলে কোনও অর্থনৈতিক উন্নতি সাধন সম্ভব হয়নি ভারতের। মার্চ মাসের রপ্তানির ঘাটতি বেড়েছে ১ হাজার ৯৭৩ কোটি ডলারে, আবার ২০২১-২০২২ সালের পর এই বছর রপ্তানির ঘাটতির পরিমাণ বেড়ে হয়েছে ৮ হাজার ৩৫৩ কোটি ডলার।
সরকারি তথ্য অনুযায়ী দেখা গেছে ২০২২-২০২৩ সালে দেশের মোট পণ্য ও পরিষেবা রপ্তানি দাঁড়িয়েছে ৬ হাজার ৬১৪ কোটি ডলার যা গত বছরের তুলনায় কমেছে ৭.৩৫ % হারে। পণ্য ও পরিষেবা সংস্থায় লাগাতার বেড়ে চলেছে ছাঁটাই, শ্রমিকরা কাজ হারাচ্ছে ফলে বেড়েই চলেছে বেকারত্বের সংখ্যা, বিপর্যয়ের মুখে পণ্য ও পরিষেবা শিল্প। কর্পোরেটদের আয় বৃদ্ধি ঘটেছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে কিন্তু সাধারণ মানুষের আয় ক্রমাগত বিপর্যস্থ হয়ে পড়েছে।
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে শিক্ষক-শিক্ষিকাদের মিছিল

নিজস্ব সংবাদদাতা: তমলুকের কোলাঘাটে ১৬ এপ্রিল. বরদাবাড়ি প্রাথমিক বিদ্যালয়তে সংগঠিত হয়েছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৪৩তম সম্মেলন।
সম্মেলনে সভাপতিত্ব করেছেন, শ্রীমন্ত মণ্ডল, বক্তব্য রেখেছেন রাজ্য নেতা অশোক দাস।
সম্মেলন শুরুর আগে শিক্ষক-শিক্ষিকারা মিলে বিদ্যালয় থেকে জাতীয় সড়ক পর্যন্ত দীর্ঘ মিছিল করেছেন, ৩৬% মহার্ঘ ভাতা প্রদানের দাবিকে কেন্দ্র করে।
ওই সম্মেলনে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবি সহ, ৮২০৭ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধের নির্দেশিকা বাতিলের দাবি, ডিপিএসসি সহ শিক্ষার সমস্ত স্তরে অবিলম্বে নির্বাচন করার দাবি উঠে আসে।
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ইপিএস-৯৫’এর দাবিতে পেনশনভুক্তদের সাধারন সভা

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ পেনশনাল ওয়েলফেয়ার সমন্বয় সমিতির হুগলি জেলায় কমিটির উদ্যোগে হিন্দমোটরের দীনেন স্মৃতি ভবনে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। ইপিএস -এর পেনশনভোগীরা অনাহারে মারা যাচ্ছেন। তাই তাঁদের পেনশন বাড়ানো, ন্যূনতম পেনশন ৯০০০ টাকা করা, প্রবীণ নাগরিকদের রেলওয়ে কন্সেশন এর সুযোগ ফেরত দেওয়া ও ডিএ অধিকার রক্ষা করা ইত্যাদি দাবিতে এই সভা করা হয়।
এই সভায় উক্ত দাবি নিয়ে আলোচনা করেন ডানলপ, হিন্দমোটর, রেয়ন, মাদার ডেয়ারি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও এলএমআই কারখানার ইপিএস-৯৫ পেনশন ভুক্ত কর্মচারীরা। ৭ টি কারখানার ৭ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক দীপক রায়চৌধুরী সহ অন্যান্য নেতারা। আগামীদিনে কর্মসূচি বাস্তবায়িত করতে সম্মেলন ও কনভেনশন করার সিদ্ধান্ত গৃহীত হয় এই সভায়।
বিশদে পড়তে এখানে ক্লিক করুন