ববিতার চাকরি বাতিল, অনামিকাকে তিন সপ্তাহের মধ্য়ে নিয়োগের নির্দেশ বিচারপতির

এবার হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন স্কুল শিক্ষিকা ববিতা সরকার। তাঁর আবেদনের ভিত্তিতেই চাকরি গিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। এবার ববিতার চাকরি পাবেন অনামিকা রায়। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ৩ সপ্তাহের মধ্যে ববিতার চাকরি আবেদনকারী অনামিকা রায়কে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।
ববিতার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছেন। তাই বেশি নম্বর দিয়েছে কমিশন। এর প্রেক্ষিতেই ববিতার চাকরি বাতিলের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এছাড়া, অঙ্কিতা অধিকারীর থেকে পাওয়া প্রায় ১৬ লক্ষ টাকা ববিতাকে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
সূত্র- এবিপি আনন্দ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
দ্রুত নিয়োগের দাবিতে এবার পদযাত্রা শিক্ষক চাকরি প্রার্থীদের

রিকমেন্ডেট অথচ নিয়োগ প্যানেল থেকে বাদ, তাই দ্রুত নিয়োগের দাবিতে এবার কলকাতায় পদযাত্রা শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের। এদিন বেশ কয়েকশ চাকরিপ্রার্থী কলকাতার শহীদ মিনার একটি পদযাত্রা করে রানী রাসমণি এভিনিউতে আসেন। তারপর সেখানে দীর্ঘক্ষণ ধর্নায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, গ্রীষ্মের ছুটির আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সূত্র- আজতক বাংলা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
শ্রমিকের অভাবে মাঠেই পড়ে ধান

একদিকে রোজগারের আশায় প্রতিনিয়তই গ্রাম ছেড়ে শহর ও ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন মজুরেরা। অন্যদিকে তীব্র দাবদাহ ও কাঠফাটা রোদ্দুরের কারণে অনেক শ্রমিক চাষাবাদ ছেড়ে যোগ দিচ্ছেন অন্য পেশায়। স্বাভাবিকভাবেই গ্রামে মাঠে কাজ করা মজদুরের অভাব দেখা দিয়েছে। মুর্শিদাবাদের কান্দি মহকুমা জুড়ে সেই কারণেই ব্যাপক চিন্তায় কৃষকেরা।
কান্দি মহকুমা জুড়ে ৪১- ৪২ ডিগ্রি তাপমাত্রায় কার্যত হাঁসফাঁস অবস্থা মানুষের। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন সোনালী ফসলের কারিগর ধান চাষিরা। মাঠে ভরা বোরো ধান তুলতে গরমে নাজেহাল অবস্থা হচ্ছে কৃষকদের। মাঠে ধান কাটা, বাঁধা থেকে শুরু করে বস্তাবন্দী করা পর্যন্ত বহু শ্রমিকের প্রয়োজন হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শ্রমিকের ব্যাপক অভাব গোটা গ্রামে। এদিকে যে-কোনও সময়ে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়-বৃষ্টি। সেই আশঙ্কায় কৃষকেরা মাঠের ধান ঘরে নিয়ে যেতে তোরজোড় শুরু করেছেন। কিন্তু মজদুর কোথায়? মাথাপিছু ৩০০ বা ৩৫০ টাকা দিয়েও মিলছে না দৈনিক দিন মজুর।
সূত্র- নিউজ ১৮ বাংলা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
১১,০০০ কর্মচারী ছাঁটাই করবে ভোডাফোন

টেলিকম খাতে জিও ও এয়ারটেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ক্রমেই পিছিয়ে পড়ছে ভিআই। এরই মধ্যে কোম্পানির তরফে নেওয়া হল বড় সিদ্ধান্ত। ১১,০০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে ভোডাফোন গ্রুপ।
সংস্থার নতুন বস মার্গেরিটা ডেলা ভ্যালে এপ্রসঙ্গে সাফ জানিয়েছেন, আগামী ৩ বছরে কোম্পানি ১১,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে। জানানো হয়েছে, কোম্পানির ব্যবসায় লোকসানের কারণেই এত পরিমাণে চাকরি ছাঁটাই করা হচ্ছে। কোম্পানির তরফে আশা করা হচ্ছে, এরফলে কোম্পানির খরচ অনেকটাই কমবে। এক্ষেত্রে প্রায় ১৩,০০০কোটি টাকা কম খরচ হবে বলেও মনে করা হচ্ছে। ডেলা এ প্রসঙ্গে জানিয়েছেন, গত মাসে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের পারফর্ম্যান্স মোটেই ভালো হয়নি।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
অঙ্গনওয়াড়ির চাকরি নিয়ে রাজ্যকে চাপ কেন্দ্রের

বাংলায় দেখা গিয়েছে নানা পদে চাকরির বয়সসীমা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তার জেরে বেড়েছে কর্মসংস্থানের সুযোগ। সেখানে এবার বিপরীত পথে হাঁটল নরেন্দ্র মোদীর সরকার। আর কেন্দ্রীয় সরকারের নয়া নিয়মে কোপ পড়তে চলেছে বাংলার প্রান্তিক মানুষের উপর। এমনকী এই নয়া নিয়ম মানতে রাজ্যের উপর চাপ সৃষ্টি করছে কেন্দ্র বলে অভিযোগ।এদিকে বাংলার গ্রামীণ মানুষ ১০০ দিনের কাজ করেও টাকা পায়নি। আবাস যোজনার টাকা আটকে রাখায় মাথার উপর ছাদ হয়নি। এবার অঙ্গনওয়াড়িতে কোপ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাওয়ার বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ থেকে কমিয়ে ৩৫ বছর করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর সেই নিয়ম বাংলায় কার্যকর করতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে নয়াদিল্লি।
সূত্র- হিন্দুস্তান টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন