বেকারত্বের বিরুদ্ধে নির্দল বিধায়কের বেনজির প্রতিবাদ

শুক্রবার রাজস্থানের লোহাওয়াতে একটি প্রতিবাদ দৌড় আয়োজন করেন বেহরোর নির্দল বিধায়ক বলজিৎ যাদব। এই দৌড়ের মাধ্যমে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তাঁর দাবি, রাজস্থানে সরকারি চাকরিতে যুবসমাজের জন্য পদ সংরক্ষণ করতে হবে। বেকারত্ব কমিয়ে আনতে হবে।
বলজিৎ যাদব লোহাওয়াত শহরের নাদেশ্বর মহাদেব মন্দির থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন। যোধপুরের মনোহর চৌরাহায় মিছিল শেষ করেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান রাজস্থানে বেকারত্ব বাড়ছে, সেই বিষয়ে সরকার এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
সূত্র – ফার্স্ট ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
পাঞ্জাবের দমকল বাহিনীতে স্থায়ী চাকরির দাবিতে বিক্ষোভ

মঙ্গলবার লুধিয়ানা শহরে দমকল বাহিনীর একদল অস্থায়ী কর্মী বিক্ষোভ দেখান। গোটা শহর জুড়ে দমকল বিভাগে নতুন কর্মীদের নিয়োগ হবে, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার আউটসোর্সের মাধ্যমে নিযুক্ত হওয়া দমকল কর্মীরা কিছু দাবি নিয়ে পৌরসংস্থার কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করে।
আউটসোর্সের মাধ্যমে নিযুক্ত কর্মীরা কাজ হারানোর আশঙ্কা করছেন। তাঁরা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে তাঁদের স্থায়ী করবার দাবি জানিয়ে আসছিলেন।
সূত্র – দ্য টাইমস অব ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৬ জন গ্রেফতার

টেট নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন বাগদার চন্দন মণ্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকদিন ধরেই উঠে আসছিল তাঁর নাম। চন্দন মণ্ডল ওরফে সৎ রঞ্জনের গ্রেফতারিতে নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় আসতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার এই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, “সৎ রঞ্জনের গ্রেফতারে কি হবে? আরও অনেকে আছে।”
প্রসঙ্গত, প্রসন্ন রায়কে জেরা করেও উঠে এসেছিল চন্দন মণ্ডল প্রসঙ্গ। যদিও প্রসন্নর সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল বলেও জানিয়েছিলেন এই তৃণমূল নেতা। সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে চন্দন ওরফে সৎ রঞ্জনের বিরুদ্ধে। শুক্রবার বিকেলেই তাঁকে আলিপুর আদালতে তোলা হতে পারে। উল্লেখ্য, উপেন ‘সৎ রঞ্জন’ নামক একটি ইউটিউব ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানেই তিনি অভিযোগ করেছিলেন উত্তর ২৪ পরগনার এক রঞ্জন টাকা দিয়ে অনেককে চাকরি করে দিয়েছেন।
সূত্র – এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
জম্মুতে সংরক্ষণের আওতায় থাকা কর্মীদের প্রতিবাদ

সোমবার জম্মুতে সংরক্ষণের আওতায় থাকা সরকারি কর্মচারীরা বদলি নীতির বিরোধিতায় এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ঐ বিক্ষোভে আন্দোলনকারীদের সরকার বিরোধী স্লোগান দিতে দেখা যায়।
এক বিক্ষোভকারী জানান, “২৫৮ দিনের বেশি আমরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। কিন্তু সরকার সে ব্যাপারে উদাসীন। নাগরিক সমাজ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ আমাদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন। সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে নি। ২০২২ চলে গিয়ে ২০২৩ চলে এল কিন্তু আমাদের সমস্যার সুরাহা হল না। এই আন্দোলন ঐতিহাসিক হবে। সত্যের জয় হবে”।
আন্দোলনকারীদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে তাঁদের দাবি না মেটা পর্যন্ত এই আন্দোলন চলবে।
সূত্র- জেকে নিউজ টুডে
বিশদে জানতে ভিডিওটি দেখুন
বকেয়া ডিএ’র দাবিতে সরকারি কর্মীদের বিশাল মিছিল

নিজস্ব প্রতিনিধি: বকেয়া ডিএ–সহ শূন্যপদে নিয়োগ, অস্থায়ীদের স্থায়ী করার দাবিতে শুক্রবার মিছিলে উত্তাল হল রাজপথ। এই মিছিলে ছিলেন শিক্ষক, শিক্ষাকর্মী পৌরকর্মী, পঞ্চায়েত কর্মীরা। সমাজের সকল স্তরের মানুষের উপস্থিতিতে এই মিছিল ছিল প্রাণবন্ত।
এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে রাজভবন অভিযান ছিল কর্মসূচিতে। কিন্তু পুলিশ কলকাতা কর্পোরেশনের সামনে মিছিল আটকে দেয়। সেখানেই বিক্ষোভকারীরা রাস্তার মধ্যে বসে পরে প্রতিবাদ জানাতে থাকেন। সেখানেই সভা করেন আন্দোলনকারীরা। সভায় কর্মচারীদের নেতৃত্ব জানান, ৩ শতাংশ ডিএ ঘোষণাকে তাঁরা ভিক্ষা দান বলেই মনে করছেন। সরকার কর্মচারীদের অপমান করতে পারে না। কেন্দ্রীয় হারে ডিএ কর্মচারীদের প্রাপ্য। এদিনের সভা থেকে ২১ ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করা হবে বলে সিদ্ধান্ত হয়।