গঙ্গার চরে বালি তুলতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক

গঙ্গার চর থেকে বালি তুলতে গিয়ে গত সোমবার কালবৈশাখী ঝড়ে নৌকা উল্টে ডুবে গিয়েছিলেন ন’জন শ্রমিক। তাঁদের মধ্যে ছ’জন কোনও মতে পাড়ে উঠলেও ভেসে যান তিন জন। যাঁদের মধ্যে এক জনের মৃতদেহ মিললেও বাকি দু’জন এখনও নিখোঁজ। ঘটনাটি ঘটেছে হাওড়ার নাজিরগঞ্জের কাছে মানিকপুর চরে। ঘটনার এখানেই শেষ নয়।
অভিযোগ, সামান্য পারিশ্রমিকের আশায় জীবনের ঝুঁকি নিয়ে গঙ্গা থেকে বালি তুলতে যাওয়া ওই শ্রমিকদের আত্মীয়েরা নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নেয়নি, উল্টে অবৈধ বালি খাদানের মাফিয়ারা দলবল বেঁধে মাথায় রিভলভার ঠেকিয়ে তাঁদের এলাকাছাড়া করেছে। নিখোঁজ শ্রমিকদের খোঁজার চেষ্টা হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই তাঁদের আত্মীয়েরা এখন নিজেরাই প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। হুগলির খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
পাঁচ ঘণ্টা পার, তমলুকে সেতু ভেঙে চাপা পড়ে শ্রমিক! দেওয়া হচ্ছে অক্সিজেন, চলছে উদ্ধারকাজ

পূর্ব মেদিনীপুরের তমলুকে ব্রিজ মেরামতি করতে গিয়ে বিপত্তি৷ মেরামতি কাজ চলাকালীন পুরনো সেতু ভেঙে পড়ে তারই নীচে চাপা পড়লেন দুই শ্রমিক৷ একজন শ্রমিককে দুর্ঘটনার পর উদ্ধার করা সম্ভব হলেও দুর্ঘটনার বেশ কয়েক ঘণ্টা পরেও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা দ্বিতীয় শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি৷ কংক্রিটের ধ্বংস্তূপের নীচে ওই শ্রমিকের শরীরের অর্ধেক অংশ চাপা পড়ে রয়েছে৷ বাইরে থেকে তাঁকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে৷
ধ্বংসস্তূপ সরিয়ে ওই শ্রমিককে উদ্ধার করার চেষ্টা করছে দমকল এবং পুলিশ কর্মীরা৷ ঘটনাস্থলে এসেছে তমলুক পুরসভার মেডিক্যাল টিমও৷ ঘটনাটি ঘটেছে তমলুক পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে৷
সূত্র- নিউজ ১৮ বাংলা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কয়েক হাজার শূন্যপদ, নিয়োগ চেয়ে মিছিল চাকরি প্রার্থীদের

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীরা যখন একটা স্থায়ী চাকরির জন্য হাহাকার করছেন, তখন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দীর্ঘ দিন ধরে হাজার হাজার শূন্যপদ পূরণ না হয়ে পড়ে আছে। এই শূন্যপদগুলি পূরণের ব্যাপারে কোনও হেলদোল দেখা যাচ্ছে না রাজ্য সরকারের। এমনকী বিভিন্ন দপ্তরে নিয়োগের পরীক্ষা নিয়েও বছরের পর বছর ফল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে বিশেষ করে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের কনস্টেবল, সাব-ইনস্পেক্টর পদ সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততার সঙ্গে বেকার যুবক-যুবতীদের জীবিকার বন্দোবস্তের দাবিতে বুধবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন চাকরিপ্রার্থীরা।
পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী যৌথ মঞ্চের আহ্বানে এদিন চাকরির দাবিতে বহু বেকার যুবক-যুবতী এই মিছিলে পথ হেঁটেছেন। উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ ঘোষ, দীপক সিনহা, বিজয় ঘোড়াই, শিখা বসাক, মৌসুমি দাস, কুণাল ঘোষ, অনির্বাণ চৌধুরী সহ চাকরিপ্রার্থী যৌথ মঞ্চের প্রতিনিধিরা।
হকারদের ওপর পুলিশি জুলুমের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা: হকারদের জীবন-জীবিকার দাবি নিয়ে বৃহস্পতিবার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল উত্তর ২৪ পরগনা জেলা সিআইটিইউ। ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় হকার আইন রাজ্যে লাগু করতে হবে, উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না, এলাকায় হকারদের ওপর পুলিশি জুলুম বন্ধ করা ইত্যাদি। এইসব দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলেছে সিআইটিইউ অনুমোদিত হকার সংগঠন। সেই আন্দোলনের – অঙ্গ হিসাবে এদিনের জেলা শাসক দপ্তর অভিযান হয়।
এদিন জেলা শাসকের অফিসের বাইরে এক জমায়েতে বক্তব্য রাখেন সিআইটিইউ জেলা সম্পাদক গার্গী চাটার্জী, সমীরণ দাস, আকাশ ঠাকুর, পার্থ ভট্টাচার্য, অজয় নন্দী, বরুণ ভট্টাচার্য ও রামপদ দাস।
ইউটিউবে কর্মরত চুক্তি ভিত্তিক কর্মী ছাঁটাই করছে গুগল

আবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল গুগল। সূত্রের খবর, YouTube TV ও YouTube-এর মতো সোশ্যাল মিডিয়ার জন্য কর্মরত চুক্তি ভিত্তিক কর্মীদের বরখাস্ত করছে সুন্দর পিচাইয়ের নেতৃত্বাধীন গুগল।
এক প্রতিবেদনে বিজনেস ইনসাইডার জানিয়েছে, ‘এই পর্যায়ে সেই সমস্ত চুক্তি ভিত্তিক কর্মীদের বরখাস্ত করছে গুগল, যারা বেশিরভাগই গুগলের জন্য Cognizant এবং Accenture-এ কাজ করতেন। এই চাকরি ছাঁটাইয়ে সেই সকল চুক্তি ভিত্তিক কর্মীরা প্রভাবিত হবেন, যারা মূলত YouTube TV ও YouTube-র মতো সোশ্যাল মিডিয়াকে সাপোর্ট দেওয়ার কাজ করে এসেছে।’
জানা যাচ্ছে, Google-এর এই ছাঁটাই সবথেকে বেশি প্রভাবিত করবে অস্টিনের চুক্তি ভিত্তিক কর্মীদের। রিপোর্টে বলা হয়েছে, গুগলে কর্মী ছাঁটাই হবে, এই সম্পর্কিত বিষয়ে মাসের শুরুতে জানতে পেরেছিলেন কগনিজেন্ট কর্মীরা। কগনিজেন্ট থেকে কতজন কর্মীকে ছাঁটাই করবে গুগল, তা এখনও স্পষ্ট নয়। তবে, রিপোর্টে দাবি করা হয়েছে, এই পর্যায়ে Accenture-এ কর্মরত প্রায় ১২০-১৫০ জন কর্মী চাকরী হারাতে পারেন।
সূত্র- পিপলস রিপোর্টার
বিশদে পড়তে এখানে ক্লিক করুন