নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলের অভিযোগের ভিত্তিতে শুক্রবার হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকে ইডি আধিকারিকরা দু’টি দলে ভাগ হয়ে কুন্তলের দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালান। নিউ টাউনের চিনার পার্ক এলাকায় বিলাসবহুল আবাসনে জোড়া ফ্ল্যাটে তল্লাশি হয়েছে বলে সূত্রের খবর।
শনিবার তৃণমূল যুব নেতাকে গ্রেফতার করা হয়। তার আগে কুন্তল ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তদন্তকারী আধিকারিকদের তদন্তে সাহায্য করছিলেন না বলেই ইডি সূত্রে খবর। উল্লেখ্য, কুন্তল ঘোষের বাড়ি থেকে শিক্ষা দফতরের বেশ কিছু নথি উদ্ধার করে ইডি। যদিও তিনি সে ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। এরপরেই তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় ইডি।
সূত্র- নিউজ ১৮ বাংলা
বিশদে জানতে ভিডিওটি দেখুন
কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ সল্টলেকে

শুক্রবার কনস্টেবল পদের চাকরিপ্রার্থীরা সল্টলেকের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অবিলম্বে চাকরির পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এদিন প্রথমে তাঁরা জড়ো হন করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে। সেখানে বিক্ষোভ দানা বাঁধার আগেই চাকরিপ্রার্থীদের আটক করা হয়। পরে আরও একদল চাকরিপ্রার্থী বিক্ষোভ দেখানো শুরু করলে তাঁদেরও আটক করে পুলিশ।
প্রসঙ্গত, আজকে আরক্ষা ভবনে কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ করার কথা ছিল। ২০২০ সালে কনস্টেবল পদের জন্য পরীক্ষা হলেও এখনও পর্যন্ত ফল প্রকাশ হয়নি। মূলত, কনস্টেবল পদে চাকরির পরীক্ষার অবিলম্বে ফল প্রকাশের দাবিতেই চাকরিপ্রার্থীদের এই বিক্ষোভ।
সূত্র- এবিপি আনন্দ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
হরিয়ানায় চাকরির দাবিতে খেলোয়াড়দের বিক্ষোভ

হরিয়ানার পঞ্চকুলায় খেলোয়াড়রা সোমবার একটি বিক্ষোভ সংগঠিত করেন। তাঁদের দাবি, সব বিভাগে খেলোয়াড়দের ৩ শতাংশ চাকরির কোটা সরকারকে নিশ্চিত করতে হবে। খেলোয়াড়রা সেক্টর ৫-এ জড়ো হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে তাঁদের পদযাত্রা শুরু করেন। তবে চণ্ডীগড় সীমান্তে পুলিশ তাঁদের বাধা দেয়। এরপর ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে দেখা করতে খেলোয়াড়দের একটি প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীরা বলেন যে হরিয়ানা সরকার গ্রুপ-সি নিয়োগে ৩ শতাংশ যোগ্য ক্রীড়া কোটা শুধুমাত্র তিনটি বিভাগে সীমাবদ্ধ করেছে।
এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ নভেম্বর মুখ্যসচিবের তরফে একটি চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে বলা হয়েছে, সিইটির মাধ্যমে নিয়োগ হবে এবং স্পোর্টস কোটার গ্রুপ-সি-তে কোনো পদ থাকবে না। পরোক্ষভাবে ক্রীড়া কোটা উচ্ছেদ করার জন্য তা শুধুমাত্র তিনটি বিভাগে সীমাবদ্ধ ছিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খেলোয়াড়রা সব বিভাগে ৩ শতাংশ কোটা কার্যকর করার দাবি জানান। ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে খেলোয়াড়দের প্রতিনিধি দলের বৈঠকে তাঁদের আশ্বস্ত করার পরে তাঁরা বিক্ষোভ প্রত্যাহার করেন।
সূত্র- দ্য ট্রিবিউন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
স্থায়ী চাকরির অভাবের কারণে গিগ অর্থনীতিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে

জবস অ্যান্ড প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, আপনা দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে গিগ অর্থনীতিতে মহিলাদের অংশগ্রহণ ৩৪ শতাংশ বেড়েছে। বাজারে স্থায়ী চাকরির অভাবেই মহিলারা গিগ কর্মী হিসেবে কাজ বেছে নিচ্ছেন।
প্রতিবেদনে দেখা গেছে যে গিগ প্ল্যাটফর্মে মহিলাদের সংখ্যা সামগ্রিকভাবে ৩৬ শতাংশ (বছরে) বৃদ্ধি পেয়েছে। প্ল্যাটফর্মে ৩৪ শতাংশ মহিলা ড্রাইভার, ডেলিভারি পার্টনার হিসাবে কাজ নিয়েছেন। এছাড়াও ল্যাব টেকনিশিয়ান, কারখানার কর্মী ইত্যাদি হিসেবেও মহিলাদের অংশগ্রহণ নজরে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের ইউনিয়ন সরকারের ‘জন-বিরোধী’ নীতি এবং লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা পুঁজিপতিদের কাছে বেচে দেওয়ার কারণে চাকরির বাজার সঙ্কুচিত হয়ে আছে। এর ফলেই মহিলারা গিগ কর্মী হিসেবে যোগ দিচ্ছেন বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
সূত্র – বিজনেস ওয়ার্ল্ড
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
গুগলে বারো হাজার কর্মী ছাঁটাই

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিছুদিন আগে এক সমীক্ষা প্রকাশ করে জানায় বিশ্ব জুড়েই মন্দা আসছে। ইতিমধ্যেই সারা বিশ্বে দেদার ছাঁটাই শুরু হয়ে গিয়েছে। ৩০টি বহুজাতিক কোম্পানিতে ছাঁটাই হয়ে গিয়েছেন ৩০ হাজার ৬১১ জন কর্মী। শুধু জানুয়ারিতে এক সপ্তাহে প্রচুর কর্মী কাজ হারিয়েছেন। শুক্রবার গুগলে প্রায় বারো হাজার কর্মী ছাঁটাই হয়েছেন। সংস্থার সিইও সুন্দর পিচাই জানান, “ছাঁটাইয়ের জন্য দুঃখিত”।
এই ছাঁটাইয়ের ফলে ভারতের তথ্যপ্রযুক্তি বাজারেও ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। দেশে বেকারত্বের হার আতঙ্কিত হওয়ার মতো। এর মধ্যে গুগলে ছাঁটাইয়ের খবরে হতাশ হয়ে পড়েছেন দেশের যুবসমাজ।
সূত্র- এনডিটিভি
বিশদে পড়তে এখানে ক্লিক করুন