মিলছে না বেতন, সাফাই কর্মীদের বিক্ষোভ দুর্গাপুর পুরসভায়

বেতন না মেলায় দুর্গাপুর পুরনিগমে সাফাই কর্মীদের বিক্ষোভ। সোমবার সকাল থেকে পুরনিগম দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাফাই কর্মীরা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরনিগম চত্বরে। ঠিকাদার সংস্থা বদল করার পরেই কর্মীদের বেতন হচ্ছে না বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি ঠিকাদার সংস্থা।
একদিকে দুর্গাপুর পুরনিগম চলছে প্রশাসক বোর্ডের মাধ্যমে। তার মাঝেই ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ তুললেন অস্থায়ী সাফাই কর্মীরা। নিয়মিত বেতন না মেলায় বিক্ষোভ পুরসভার সাফাই কর্মীদের।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
‘পুরসভায় শ্রমিকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা!’

বেকারত্বের বাজারে পর্যুদস্ত পশ্চিমবঙ্গ। একাধিক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসকদলের। এরই মধ্যে পুরসভায় দেদার চাকরি বিক্রি। ইডির হাতে ‘রেট কার্ড’।
‘পুরসভায় শ্রমিকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা’। ‘পুরসভায় গাড়ির চালকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা’। ‘পুরসভার সাফাইকর্মীর চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা’। ‘পুরসভার গ্রুপ ডি-র চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা’। ‘পুরসভার গ্রুপ সি-র চাকরির দাম ন্যূনতম ৭ লক্ষ টাকা’। ‘পুরসভার টাইপিস্টের চাকরির দাম ৭ লক্ষ টাকা থেকে শুরু’। চাকরি বিক্রির টাকা আসত শান্তনু-ঘনিষ্ঠ অয়নের কাছে। এমনই একাধিক বিস্ফোরক তথ্য হাতে এসেছে ইডির।
সূত্র- এবিপি আনন্দ
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আবার ছাঁটাই অ্যামাজ়নে, চাকরি খোয়াতে চলেছেন ৯০০০-এর বেশি কর্মী

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মী ছাঁটাই অব্যাহত। আবার কর্মী সঙ্কোচনের পথে হাঁটল অ্যামাজ়ন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ৯ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে।
সোমবার এই কথা ঘোষণা করেছেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি। এই নিয়ে চলতি বছরে দ্বিতীয় বার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল অ্যামাজ়ন। গত জানুয়ারি মাসে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল ওই সংস্থা। এর জেরে চাকরি হারান অ্যামাজ়নের বহু কর্মী। বিগত কয়েক মাসে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা। বেকারত্বের বাজারে ফের বহু ভারতীয় চাকরি হারাতে পারেন বলে মনে করা হচ্ছে।
সূত্র- আনন্দবাজার অনলাইন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ওলা-উবের চালকদের ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা: একজন রাইডারের আইডি বন্ধ হয়ে যাওয়া মানে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া। তারপর সে খাবে কী? ওলা-উবের কর্তৃপক্ষের দপ্তরে পোর্টার অফিসাররা এর কোনও উত্তর দিতে পারেনি। সোমবার অ্যাপ-ক্যাব ও অ্যাপ-বাইক চালকদের বেশ কিছু দাবি নিয়ে সিআইটিইউ অনুমোদিত কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের পক্ষ থেকে সল্টলেক সেক্টর ফাইভ ওলা- উবের কর্তৃপক্ষের পোর্টার অফিসে মিছিল করে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে ছিলেন সোহাগ খান, অভীক বণিক, রাজীব দেব, নিখিল মাইতি সহ নেতৃবৃন্দ।
ডেপুটেশনের পরে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা বলেছি, অভিযোগ প্রমাণ করতে হবে। প্রমাণ হলে ৩০দিন পর্যন্ত আইডি বন্ধ রাখা যাবে, তার একদিনও বেশি না। পার্সেলে কী পাঠাচ্ছে, সেটা রাইডারকে জানতে হবে। অনলাইনে থাকা অবস্থায় দুর্ঘটনায় পড়লে বাইকের মেরামতি সহ দাবির টাকা ৭ দিনের মধ্যে দিতে হবে। দুই কিলোমিটারের মধ্যে পিক-আপ দিতে হবে। কিলোমিটার পিছু ১৫ টাকা করে ভাড়া দিতে হবে’।
কলকাতা কর্পোরেশনে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: কলকাতা কর্পোরেশনে বর্তমানে বিভিন্ন বিভাগে প্রায় ৩০ হাজারের বেশি শূন্যপদ। অন্যদিকে, এই মূহূর্তে প্রায় ৩০ হাজার ঠিকা, অস্থায়ী, চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারী কর্মরত। তাঁদের মধ্যে মাত্র তিন হাজার জন ন্যূনতম মজুরির নিরিখে বেতন পান। বাকি বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী ন্যূনতম মজুরির সুবিধা থেকেও বঞ্চিত। অথচ, মেয়র ফিরহাদ হাকিম এ’বছর বাজেট পেশ করতে গিয়ে দাবি করেছেন, কলকাতা কর্পোরেশনের তহবিলের একটা বড় অংশই নাকি কর্মীদের বেতন বাবদ চলে যাচ্ছে। বর্তমান অর্থবর্ষের পেশ করা বাজেটে ঘাটতির অন্যতম কারণ নাকি সেটাই। সোমবার মেয়রের এই দাবিকে নস্যাৎ করে বাজেট অধিবেশন চলাকালীন কর্পোরেশনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে শামিল হলেন কর্পোরেশনের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ঠিকা, চুক্তিভিত্তিক ও স্থায়ী শ্রমিক-কর্মচারীরা।
শ্রমিকরা মেয়রের এই যুক্তিকে নস্যাৎ করে বলছেন, যেখানে দিনে আট-দশ ঘণ্টার বেশি কাজ করে নামমাত্র মজুরি মেলে, তাও আবার প্রতিমাসে সময়ে মেলে না। অন্যদিকে, দিন দিন কর্পোরেশনে কর্মীর সংখ্যাও তলানিতে ঠেকছে, তখন মেয়র কীভাবে বাজেট ঘাটতি নিয়ে এই যুক্তি খাড়া করছেন? এর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে এ’দিন কর্পোরেশনের সামনে দীর্ঘক্ষণ অবস্থান-বিক্ষোভ ও প্রতিবাদ দেখিয়েছেন শ্রমিক- কর্মচারীরা। তাঁরা দাবি তুলেছেন, মাসের ৭ তারিখের মধ্যে বেতন দিতে হবে। দাবি তুলেছেন, সমকাজে সমমজুরির ও বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা প্রদানের।