রাজ্য জুড়ে সরকারি কর্মীদের ধিক্কার সভা

নিজস্ব সংবাদদাতা: সরকারি কর্মীদের ওপর শাসকদলের দুষ্কৃতীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বুধবার ধিক্কার দিবস পালন করলেন তাঁরা। বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে বকেয়া ডিএ সহ একগুচ্ছ দাবি নিয়ে আগামী ১০ মার্চ রাজ্যের সর্বত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
পশ্চিম মেদিনীপুরে রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের দাবি নিয়ে সোচ্চার হলে তাঁদের ওপর নেমে আসে শারীরিক আক্রমণ। এই আন্দোলন ভাঙার চেষ্টা চলে। কর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে পিছিয়ে আসতে বাধ্য হয় শাসকদল। এই ঘটনায় মেদিনীপুর শহরের পাশাপাশি সারা রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালন করা হয়।
রেল বেসরকারিকরণের বিরুদ্ধে কর্মীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: বুধবার দেশজুড়ে রেলকর্মীরা বিক্ষোভে সামিল হন। ‘সেভ রেলওয়ে সেভ নেশন’ কমিটির ডাকে রেল শ্রমিক ও কর্মচারীদের চারটি গণসংগঠন সহ সিআইটিইউ, এআইটিইউসি, আইএনটিইউসি যৌথভাবে এই বিক্ষোভে অংশ নেয়। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা সহ দেশের সমস্ত রেল ইঞ্জিন ওয়াগন ও অন্যান্য যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্রগুলিকে সরাসরি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বর্তমান উৎপাদন বর্ষে রেল ইঞ্জিন কারখানা উৎপাদন যন্ত্রাংশের অভাবে ধুঁকছে। বেসরকারি সংস্থাগুলো প্রধান প্রধান যন্ত্রাংশ সরবরাহ না করায় ইঞ্জিন উৎপাদন সম্পূর্ণ করা যাচ্ছেনা।
শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মনে করছেন কর্পোরেট সংস্থাগুলোর এটা ষড়যন্ত্র। সংগঠনগুলির তরফ থেকে অভিযোগ করা হয় কেন্দ্রীয় সরকার এই কারখানাগুলিকে ভবিষ্যতে অন্ধকারের দিকে নিয়ে যেতে চাইছে।
ভাঙরে গার্লস স্কুলে ঢুকে ডিএ চাওয়া শিক্ষিকাদের ধমক, পড়ুয়ারা আতঙ্কে

রাজ্য জুড়ে মাত্র ৩ শতাংশ ডিএ বাড়ানোর প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা করেছে রাজ্যের সরকারি কর্মীদের একটি অংশ। ভাঙর হাই স্কুল ও ভাঙর বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও কর্মবিরতির ডাক দিয়েছিলেন। শুক্রবার কর্মবিরতি চলাকালীন স্কুলে আচমকাই ঢুকে পড়েন এলাকার দাপুটে তৃণমূল নেতা ও ভাঙর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সাবিরুল।
ভাঙর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা মন্ডল জানান বালিকা বিদ্যালয়ে ঢুকতে গেলে আগে থেকে জানাতে হয়। সাবিরুল তা না করে একদল অনুগামীকে নিয়ে বিনা অনুমতিতে বিদ্যালয়ে ঢুকে অসম্মানজনক কথা বলেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষিকা।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
নবনিযুক্তদের অর্ধেক বেতন দেবে উইপ্রো

নিজস্ব সংবাদদাতা: বহুজাতিক সংস্থা উইপ্রো নবনিযুক্ত কর্মীদের অর্ধেক বেতন দেবে। এই খবর ছড়িয়ে পড়ার পর নানা মহলে শোরগোল শুরু হয়েছে। এই সিদ্ধান্তটি সম্পূর্ণ অনৈতিক বলে মনে করা হচ্ছে।
আগে ফ্রেশারদের বার্ষিক সাড়ে ছয় লক্ষের প্যাকেজ কমিয়ে সাড়ে তিন লক্ষ করা হল। ছাঁটাইয়ের পথে বাধ্য হয়ে হেঁটেছে টুইটার, অ্যামাজন, গুগল, ফেসবুকের মতো বড়ো সংস্থাগুলো। সব কোম্পানি বলেছে অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে তাদের এই সিদ্ধান্ত। এবারে সেই পথেই হাঁটলো উইপ্রো।