সল্টলেকে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ

সল্টলেকে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে পুলিশি নির্যাতন। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ চাকরিপ্রার্থীদের। আচার্য ভবনের সামনে বসে পড়ে বিক্ষোভ করলেন চাকরিপ্রার্থীরা। পুলিশ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে। উল্লেখ্য, আপার প্রাইমারির বিক্ষোভকারীরা মিছিল করে সেক্টর ৫ থেকে যাচ্ছিলেন করুণাময়ীর দিকে। আচার্য ভবনের সামনে বিক্ষোভকারীরা বেশ কয়েকজন বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ মাইকিং করে জানাতে থাকে যে এখানে ১৪৪ ধারা জারি আছে। তারপরেও বিক্ষোভকারীরা তাঁদের দাবিতে অনড় থাকেন। তারপরেই রণক্ষেত্রের চেহারা নেয় ঐ অঞ্চল।
সূত্র – এবিপি আনন্দ
বিশদে জানতে ভিডিওটি দেখুন
উইপ্রোতে চলছে দেদার ছাঁটাই

বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোতে নবনিযুক্ত ৪৫২ জন কর্মীকে ছাঁটাই করা হল। সংস্থাটি থেকে ছাঁটাইয়ের কারণ হিসেবে কর্মীদের কাজের মানের অভাব বলে জানানো হয়েছে। উইপ্রো ছাড়াও সাম্প্রতিক সময়ে গুগল, অ্যামাজন এবং ভারতীয় পরিষেবা সংস্থা সুইগিতেও এই নতুন নিয়োগে ছাঁটাই পর্ব চলছে। ভারতীয় সংস্থাগুলি ছাড়াও বহুজাতিক সংস্থাগুলিতে ছাঁটাইয়ের প্রভাব ভারতে ব্যাপকভাবে পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
ইউনিয়ন সরকারের ‘জন-বিরোধী’ নীতির ফলে এমনিতেই দেশের আমজনতা বিপাকে পড়েছেন। চাকরির বাজার সঙ্কুচিত হয়ে আছে। তার মধ্যে এই ছাঁটাইয়ের খবরে স্বাভাবিকভাবেই দেশের যুবসমাজ তীব্রভাবে হতাশ হবেন এ কথা বলা বাহুল্য।
সূত্র- মানি কন্ট্রোল
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
নামমাত্র মজুরিতে কাজ করা শ্রমিকদের সংখ্যা বাড়ছে

নিজস্ব প্রতিনিধি: ভালো বেতনের ভালো চাকরির অভাব বিশ্ব জুড়েই কমছে। নামমাত্র বেতনে কাজ করা শ্রমিকের সংখ্যা প্রতিদিন বাড়ছে। আন্তর্জাতিক শ্রমিক সংস্থা প্রকাশিত ‘ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোসাল আউটলুক’ রিপোর্টে একথা জানানো হয়েছে। রিপোর্টে প্রকাশ, বিশ্বের মোট শ্রমিকের ৫০ শতাংশ শ্রমিক কর্মচারীর আয় হল বিশ্বের মোট শ্রমিকের আয়ের মাত্র ৮ শতাংশ। যার ফলে দেখা যাচ্ছে এই ৫০ শতাংশ শ্রমিকের বড় অংশের আয় দৈনিক ২ ডলারের কম।
আয়ের এই বিপুল বৈষম্যের ফলে দারিদ্র্যের গতি ঊর্ধ্বমুখী। নিম্ন ও মাঝারি আয়ের দেশে দারিদ্র্য চড়া হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ভালো বেতনে ভালো মানের স্থায়ী চাকরি কমে গিয়েছে। দৈনিক বা সাপ্তাহিক মেয়াদি চুক্তিতে চাকরিতে নিয়োগ চলছে। দেশের যুবসমাজের কাছে যা যথেষ্ট হতাশার এবং কষ্টের।
গুগলে ছাঁটাই অব্যাহত

গুগল সংস্থা একটি ইমেলের মাধ্যমে তাদের বিদেশি কর্মীদের জানিয়েছে টেক জায়ান্টের নতুন ফাইলিং গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীরা চরম অচলাবস্থায় পড়তে চলেছেন। গুগলে এর এক কর্মী মেলটি পোস্ট করেন তাঁদের টিম ব্লাইন্ডে। গুগল জানিয়েছে তাদের নিয়োগকর্তাদের দেখাতে হবে যে যোগ্য মার্কিন কর্মীরা নির্দিষ্ট এই পদগুলিতে নেই। ফলে গুগলের কর্মীরা এক কঠিন অবস্থার মুখোমুখি হয়েছেন। এছাড়াও গুগল জানিয়েছে তাদের বেশ কিছু কর্মচারীকে তারা ছাঁটাই করেছে।
সূত্র- দি ইকোনমিক টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার শিক্ষক

শিলিগুড়িতে চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ মোট দুই শিক্ষকের বিরুদ্ধে। ১৭ লক্ষ টাকা হাতিয়েও চাকরি না দেওয়ার অভিযোগে আরও এক স্কুল শিক্ষককে গ্রেফতার করা হল। ধৃতের নাম পঙ্কজ বর্মন। বাপ্পা মালাকার নামে এক যুবককে চাকরির টোপ দিয়ে ধৃত শিক্ষক ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এর আগে একই মামলায় গ্রেফতার হন সন্তোষ বর্মন। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে পঙ্কজ বর্মনের নাম। এরপরেই পঙ্কজ বর্মনকে গ্রেফতার করে পুলিশ। পঙ্কজ বর্মনের বিপুল সম্পত্তিরও হদিশ পেয়েছে পুলিশ।
সূত্র- টিভি ৯ বাংলা
বিশদে জানতে ভিডিওটি দেখুন