পদ ৭৯৩, কলকাতায় অধ্যাপক অর্ধেকেরও কম

নিজস্ব সংবাদদাতা: পদ ৭৯৩। আছেন ৩৯৫ জন অধ্যাপক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের ৫৫ টি বিভাগের এই হাল। তৃণমূল সরকার গুরুত্ব দেয়নি নিয়োগে। তাই এই দুর্দশা নিয়েই পঠনপাঠন চলছে ঐতিহাসিক এই বিশ্ববিদ্যালয়ে।
সম্প্রতি রাজ্য সরকার জাতীয় শিক্ষা নীতি অনুসারে স্নাতক পর্যায়ে পড়াশোনা শুরু করতে নির্দেশ দিয়েছে কলেজগুলোতে। কেন্দ্রের বিজেপি সরকারের জাতীয় শিক্ষা নীতি নিয়ে প্রতিবাদ হচ্ছে দেশের অনেক জায়গাতেই।
এসএফএই-সহ বিভিন্ন সংগঠন এর তীব্র বিরোধিতা করছে। প্রধানত আরএসএস-এর তৈরি এই শিক্ষানীতি তৃণমূল সরকার মেনে নিয়েছে। তবে এই নতুন পাঠ্যক্রম শুরু করতে প্রয়োজন পর্যাপ্ত অধ্যাপক। কিছু ক্ষেত্রে অতিথি অধ্যাপক দিয়ে কাজ চালানো হলেও নিয়োগের অভাবে ফাঁকাই পড়ে রয়েছে একাধিক শূন্যপদ।
৫ এপ্রিল অভিযানে শামিল হবেন বিএসএনএল কর্মীরাও

নিজস্ব সংবাদদাতা: ‘মজদুর কিষাণ সংঘর্ষ’ অভিযানে শামিল হবেন বিএসএনএল কর্মীরাও। জোর কদমে চলছে তার প্রস্তুতি। এবার চতুর্থ পর্যায়ের প্রচার কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন বিএসএনএল কর্মী আন্দোলনের নেতৃবৃন্দ।
আগামী ৫ এপ্রিল দিল্লির ‘মজদুর কিষাণ সংঘর্ষ’ অভিযান। শ্রমিক কৃষকদের এই সংসদ অভিযানে বিএসএনএল কর্মীদের অংশগ্রহণকে ঘিরে ৪র্থ পর্যায়ের প্রচার কর্মসূচি শুরু করতে চলেছে বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি। এই পর্যায়ে পথসভা করে সাধারণ মানুষের কাছে তাঁদের দাবিগুলি তুলে ধরবেন নেতৃবৃন্দ ও কর্মীরা। বৃহস্পতিবার সংগঠনের তরফে একথা জানিয়েছেন ক্যালকাটা টেলিফোনস সার্কেলের আহ্বায়ক শিশিরকুমার রায়।
রাষ্ট্রায়ত্ত বিমা বাঁচাতে ধরনায়, বিক্ষোভে কর্মী-আধিকারিকরা

নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার সঙ্কোচন ও বেসরকারিকরণের চক্রান্তের প্রতিবাদে গোটা দেশ জুড়ে অর্ধদিবস ধরনা অবস্থান কর্মসূচিতে শামিল হলেন বিমা কর্মচারী ও আধিকারিকরা।
রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থার কর্মী ও আধিকারিকদের যৌথ মঞ্চ জেএফটিইউ-পিএসজিআইসিএস’র নেতৃত্বে বৃহস্পতিবার সমস্ত আঞ্চলিক কেন্দ্র ও প্রধান কার্যালয়ের সামনে ধরনা দেন তাঁরা। এর পাশাপাশি সমস্ত বিমা কেন্দ্রে টিফিনের বিরতির সময়ে বিক্ষোভও দেখানো হয় এদিন। কলকাতার মূল বিক্ষোভসভা হয় মিডলটন স্ট্রিটে বিমা সংস্থার ন্যাশনাল ইন্সিওরেন্স কর্পোরেশনের হেড অফিস চত্বরে।
সংগঠনের পক্ষ থেকে সঞ্জয় ঝাঁ বলেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে পুনর্বিন্যাসের নামে জিপসা কর্তৃপক্ষ একতরফাভাবে বিমা অফিসগুলি বন্ধ করে সংযুক্তিকরণের পরিকল্পনায় নেমেছে। কর্মচারীদের যত্রতত্র বদলি করে দেওয়া হচ্ছে।
পুলিশের হয়রানি, নদীতে মিছিলের ডাক নৌকাজীবীদের

নিজস্ব সংবাদদাতা: নৌকাজীবী শ্রমিকদের উপর প্রশাসনিক জুলুমের প্রতিবাদে আগামী ২৮ মার্চ নদীবক্ষে প্রতিবাদ মিছিলের ডাক দিল সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ নৌকাজীবী শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পশ্চিমবঙ্গ নৌকাজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি দীপক দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরি বলেছেন, যুগ যুগ ধরে বংশপরম্পরায় নদী তীরবর্তী পিছিয়ে থাকা অংশের মানুষরা নৌকাকে জীবনসঙ্গী করে নদীর মধ্যবর্তী অংশ থেকে সাদা বালি তুলে জীবিকা নির্বাহ করে আসছেন।
পরাধীন ভারতে ব্রিটিশরা এবং স্বাধীন ভারতে কোনও সরকার এই নৌকাজীবী শ্রমিকদের উপর আক্রমণ নামিয়ে আনেনি। বর্তমান রাজ্যের তৃণমূল সরকার নদীগুলিকে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য গরিব নৌকাজীবী শ্রমিকদের পুলিশ দিয়ে হাজতে ঢোকাচ্ছে ও মোটা অঙ্কের কর্পোরেট সংস্থার হাতে নৌকাজীবী শ্রমিকদের হাজতে টাকা জরিমানা করছে।
উচ্চ প্রাথমিকে নিয়োগ চাই! আদালতের দ্বারস্থ হল এসএসসি

উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে আদালতের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। ২০১৬-র বিজ্ঞপ্তি অনুসারে, চলতি বছরেই ১২ হাজার শূন্যপদে তারা নিয়োগ করতে চায়। সেজন্য মেধাতালিকা তৈরি করা হয়েছে। এবার প্রয়োজন আদালতের অনুমতি। আগামী সপ্তাহে এই নিয়েই শুনানি হবে হাইকোর্টে।
উল্লেখ্য, শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে বিপর্যস্ত রাজ্যের শাসক দল। রাজ্য সরকারি দফতরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে ৬০ হাজার নিয়োগ হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মাত্র ৫ হাজার ৬২২ জনকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে। বাকিদের নিয়োগ না করে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডকে তুলে দেওয়া হয়েছে। এদিকে যাঁদের নিয়োগ করা হয়েছে তাঁদের বেশিরভাগই বেআইনি ভাবে কাজ পেয়েছেন।
সূত্র- এবিপি আনন্দ
বিশদে জানতে ভিডিওটি দেখুন