জিও মার্টের ১০০০ কর্মীকে ছাঁটাই, আরও ১৫ হাজারের চাকরি সঙ্কটে

ইকনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি জিও মার্ট থেকে ১০০০ জন কর্মীকে ছাঁটাই করেছে রিলায়েন্স। সদ্য মেট্রো ক্যাশ অ্যান ক্যারি কিনেছে রিলায়েন্স। এই আবহে জিও-র রিটেল ব্যবসার সঙ্গে পাইকারি ব্যবসাকে জুড়তে চলেছে তারা। এর আগে সংস্থার খরচের ওপর লাগাম পড়াতে চাইছে তারা। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, মেট্রোর সঙ্গে যুক্ত স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে ১৫ হাজার কর্মীকেও আগামী দিনে ছেঁটে ফেলতে চলেছে রিলায়েন্স।
জানা গিয়েছে, গত কয়েকদিনে মোট ৫০০ জন এক্সিকিউটিভ সহ ১০০০ জনকে পদত্যাগ করতে বলেছে রিলায়েন্স। আগামী দিনে নিজেদের সংস্থার আরও কর্মীদেরও ছাঁটাই করার পরিকল্পনা করছে রিলায়েন্স। ইতিমধ্যেই কর্মীদের কাজের পারফর্ম্যান্সের ওপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয় কর্মীদের বেতন কাঠামোতেও বদল আনতে চলেছে রিলায়েন্স।
সূত্র- হিন্দুস্তান টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাউন্ড ক্লাউড থেকে চাকরি যাচ্ছে ৮%-এর

ফের কর্মী ছাঁটাইয়ের খবর। এবার স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাউন্ড ক্লাউডের তরফে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হয়। সাউন্ড ক্লাউডের তরফে জানানো হয়, সংশ্লিষ্ট কোম্পানিতে যতজন কর্মী রয়েছেন, তাঁদের মধ্যে থেকে ৮ শতাংশকে ছাঁটাই করা হবে। কোম্পানির সিইও এলিয়া সেটনের সঙ্গে বৈঠকের পরই ৮ শতাংশ কর্মী ছাঁটাইয়ের বিষয়ে নেওয়া হয় সিদ্ধান্ত।
রিপোর্টে প্রকাশ, মার্কিন মুলুকের এই কোম্পানির তরফে ইতিমধ্যেই ৪০ জনকে ছাঁটাই করা হচ্ছে। কোম্পানির লাভের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র- লেটেস্টলি
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
শ্রমিক বঞ্চনার প্রতিবাদে খোয়াইয়ে সড়ক অবরোধ ক্ষুব্ধ জনতার

স্থানীয় শ্রমিকদের বঞ্চিত করে বহিরাগত শ্রমিকদের দিয়ে ওএনজিসি কর্তৃপক্ষ খনন কার্য করানোর প্রতিবাদ জানিয়ে রবিবার খোয়াই লেম্বছড়া সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা৷ সদর উত্তরাঞ্চলের লেম্বুছড়ার সিপাহি পাড়া এডিসি ভিলেজ এলাকায় শুরু হয়েছে ওএনজিসির উদ্যোগে খনন কার্য৷ এই খননের কাজে ওএনজিসি স্থানীয় শ্রমিকদের কাজে না নিয়ে অন্যত্র থেকে শ্রমিক নিয়ে এই কাজ করছে৷ এতে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে৷তাদের দাবি এখানে কাজের জন্য স্থানীয় শ্রমিক নিয়োগ করতে হবে৷
এই দাবি তুলে রবিবার সকালে স্থানীয়রা সড়ক অবরোধ করে এবং ওএনজিসির লোকজনদের ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে৷তাদের একটাই দাবি এখানে চলা নির্মাণ কাজে স্থানীয়দের সুযোগ দিতে হবে৷ এলাকাবাসীর অভিযোগ কর্তৃপক্ষ কথা দিয়েও কথা রাখেনি৷ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কোন নির্মাণ কাজে স্থানীয় শ্রমিক নিয়োগ করা হবে৷ কিন্তু ওএনজি সি কর্তৃপক্ষ সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি৷
সূত্র- জাগরণ ত্রিপুরা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের

বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গিয়ে সাব্রুম মহকুমায় দক্ষিণ শ্রীনগর সীমান্ত এলাকায় এক শ্রমিকের মর্নান্তিক মৃত্যু হয়েছে। এলাকাবাসী জনিয়েছেন, সোমবার বিকেলে বহিঃরাজ্যের বেসরকারী সংস্থা ফিডকোর অধীনে শ্রীনগর করিমাটিলার হতদরিদ্র শ্রমিক তাপস দে(৪২) বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পরে যান তিনি। অন্য শ্রমিকরা সঙ্গে সঙ্গে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর প্রাথমিক হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে দক্ষিণ জেলার শান্তিবাজার হাসপাতালে স্থানান্তর করেন। পরে আগরতলায় জিবি হাসপাতালে পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি। জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্র- জাগরণ ত্রিপুরা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কেরলে গণপ্রহারে মৃত্যু বিহারের পরিযায়ী শ্রমিকের

কেরলের মালাপ্পুরমে চুরির অভিযোগে গণপ্রহারে মৃত্যু হল বিহারের বাসিন্দার। যিনি কাজের জন্য বিহার থেকে গিয়েছিলেন কেরলে। মৃত ব্যক্তি ভাগলপুরের বাসিন্দা রাজেশ মাঞ্চি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হল কিঝিসেরির স্থানীয় বাসিন্দা মুহম্মদ আফসাল, ফাজিল, শরাফুদ্দিন যারা ভাই তখন মেহাবুব, আবদুসামাদ, নাসার, হাবীব, আইয়ুব। থাভানুরের আদিবাসী জয়নুল আবিদ হেফাজতে থাকলেও তাকে গ্রেপ্তার করা হয়নি।
সূত্র-এশিয়া নেট
বিশদে পড়তে এখানে ক্লিক করুন