আগুনে ছাই কাগজকুড়ানির দেড় লক্ষ টাকা

নিজস্ব সংবাদদাতা: ঘরে রাখা ছিল জমানো ১ লক্ষ ৪৭ টাকা। আগুনে পুড়ে ছাই ঘর। সোমবার সেই ছাই হাতড়ে বেড়াচ্ছিলেন বিধাননগরের ফাল্গুনী বাজার লাগোয়া বস্তির বাসিন্দা বৃদ্ধা মমতা পাইক। যদি কিছু টাকা পাওয়া যায়। কাগজ কুড়িয়ে সংসার চলে বৃদ্ধার। সত্তরোর্ধ মমতা একাই রয়েছেন এই বস্তিতে। ছেলে কর্মসূত্রে তাঁর পরিবার নিয়ে থাকেন ওড়িশাতে।
পোড়া ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে এদিন বৃদ্ধা বলছিলেন, ‘৪০ বছর ধরে এখানে আছি। আগে লোকের বাড়িতে কাজ করতাম। এখন আর পারি না। রাস্তা থেকে কাগজ, ফেলে দেওয়া জিনিস কুড়োই । ১ লক্ষ ৪৭ হাজার টাকা অনেক কষ্ট করে জমিয়েছিলাম। কিন্তু আগুনে সব শেষ হয়ে গেল। আমার চলবে কী করে?” পোড়া ঘরবাড়ির সামনে দিশেহারা হয়ে ঘুরছিলেন পেশায় রিকশা চালক সুকুমার গারু। ৩ মে তাঁর মেয়ের বিয়ে। বিয়ের জন্য টাকা-পয়সা তিলে তিলে জমিয়েছিলেন তিনি। মেয়ের বিয়ের জন্য কেনাকাটাও অনেকটা হয়ে গিয়েছিল।
পৌর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত বহাল

নিজস্ব সংবাদদাতা: পৌর নিয়োগে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। পৌরসভায় নিয়োগে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত করতে পারবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের বিরোধিতা করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। এদিন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় হাইকোর্টের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ জারি করেননি। ফলে হাইকোর্টের নির্দেশই বহাল রইল।
গত শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে বলেছিলেন পৌরসভাগুলিতে নিয়োগ নিয়ে যে বেনিয়মের রিপোর্ট ইডি জমা দিয়েছে তা খতিয়ে দেখা উচিত। এব্যাপারে সিবিআই। প্রয়োজনে এফআইআর করে তদন্তের কাজ শুরু করতে পারবে। এদিকে সোমবারই এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) নথিভুক্ত করতে সিবিআই’র কাছ থেকে এফআইআর- এর কপি চেয়েছে ইডি।
‘সরকারের কাগজে’ বসে গেছে পাইপ, জলের জন্য গর্ত খোঁড়েন খাদান শ্রমিক

নিজস্ব সংবাদদাতা: ‘জলস্বপ্ন’ অধরাই। তবে জলকষ্ট এক সুতোয় বেঁধেছে গ্রামকে। মতি লেটের বাড়ির জল গোটা পাড়ার হাহাকার মেটাচ্ছে। যে জল বাড়ি বইয়ে জলের চাহিদা মেটাচ্ছেন কাকলি, ডলি, কার্তিক, নব লেটরা। গ্রামের নাম বলরামপুর। শীতলগ্রাম পঞ্চায়েত। ব্লক নলহাটি ২নং। বাড়ি বাড়ি জলের সংযোগ গাঁয়ের কাছে দিবাস্বপ্ন এখনও। গ্রামে যাও বা তিনটে টিউবওয়েল ছিল তা অকেজো হয়ে পড়ে রয়েছে। ডেকে ডেকেও সাড়া মেলে না পঞ্চায়েতের।
অগত্যা গ্রামের মানুষের ত্রাতা হয়ে উঠেছেন মতি লেট, পরেশ লেটদের মতো জনা পাঁচেক গৃহস্থ। তাঁরা কোনক্রমে খরচা করে বাড়িতে করেছেন বোরিং। তাঁদের ‘দানে’র জল তৃষ্ণা মেটাচ্ছে গ্রামের দিশাহারা পরিবারগুলোর। তাই প্রতিদিন সকাল হলেই মতি লেটের বাড়ির সামনে লাইন পড়ে মহিলা, পুরুষের। কারণ মতি লেটের বলাই আছে, ওই সময় তিনি পাম্প চালাবেন। বালতি হাতে ছেলেপুলে নিয়ে দাঁড়িয়ে যান গ্রামবাসীরা।
৪ মে যৌথ মঞ্চের নবান্ন অভিযান

নিজস্ব সংবাদদাতা: বকেয়া ৩৬ শতাংশ মহার্ঘভাতা, শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিল রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপক শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ। আগামী ৪ মে হাওড়া ফেরিঘাট থেকে দুপুর ৩টায় নবান্ন অভিযানে শামিল হতে চলেছে শ্রমিক কর্মচারীদের যৌথ মঞ্চ। নবান্ন অভিযানে বিভাজনের রাজনীতি ও এরাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও যুক্ত করা হয়েছে।
সোমবার কলকাতায় রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সদর দপ্তর কর্মচারী ভবনে রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপক শ্রমিক কর্মচারীদের যৌথ মঞ্চ বৈঠকে বসেছিল। ওই বৈঠক থেকেই নবান্ন অভিযানের এই কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের পক্ষে বিশ্বজিত গুপ্ত চৌধুরি জানিয়েছেন, “গত ২১ এপ্রিল নবান্নে রাজ্য সরকারের সচিব পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনরত সংগঠন ও মঞ্চগুলির নিষ্ফলা বৈঠকে রাজ্য সরকারের নেতিবাচক মনোভাবের প্রতিবাদেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।”
কারখানায় আগুন, নিহত ৩ শ্রমিক

নিজস্ব সংবাদদাতা: সোমবার সকালে মহারাষ্ট্রের নাগপুর জেলায় একটি কারখানায় আগুন লেগে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও তিনজন এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন।
এদিন সকাল ১১ টা নাগাদ এমআইডিসি এলাকার সোনেগাঁও নিপানি গ্রাম পঞ্চায়েতে কাটারিয়া অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডের কারখানায় আগুন লাগে। দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে নেমে পড়ে। যদিও তিনজন শ্রমিককে বাঁচানো যায়নি। অগ্নিদগ্ধ আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।