চাকরি বাঁচাতে এবার সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষকরা

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশ। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল গোটা বাংলায়। শোরগোল ফেলে দিয়েছিল এই নির্দেশ। তবে এবার চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে গেলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।
এদিকে এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিহারারা। কিন্তু সেখানেও গিয়েও পুরোপুরি স্বস্তি মিলেছিল এমনটা নয়। সেখানে একটি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ওই ৩২ হাজার শিক্ষককে অংশগ্রহণ করতে বলা হয়েছিল।
এদিকে এই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে একেবারেই রাজি নন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। এবার তাঁরা সুপ্রিম কোর্টে গেলেন।
সূত্র- হিন্দুস্তান টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
মাধ্য়মিক ও উচ্চ মাধ্যমিকে ফেল করেও প্রাথমিক শিক্ষক পদে চাকরি!

মাধ্য়মিক ও উচ্চ মাধ্যমিকে ফেল করেও প্রাথমিক শিক্ষক পদে চাকরি! কীভাবে? পর্ষদে নয়া তথ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। নিয়োগে সবচেয়ে বেশি গরমিল ধরা পড়েছে উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলায়। প্যানেল নিয়ে প্রশ্ন তুলেছেন যোগ্য ও বঞ্চিত মামলাকারীরা।
টেট পরীক্ষা নেওয়া হয়েছিল ২০১৪ সালে। সেই পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হয় ২০১৬ সালে। চাকরি পান ৪২ হাজার ৫০০ জন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এবার জেলাভিত্তিক কাট অফ মার্কস প্রকাশ করল প্রাথমিক শিক্ষা সংসদ।
তালিকায় দেখা যাচ্ছে, বহু প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রাপকেরই উচ্চমাধ্যমিকের স্কোর শূন্য। আবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে দশ শতাংশে নিচে নম্বর পেয়েও প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়ে গিয়েছেন অনেক প্রশিক্ষণহীন প্রার্থী!
সূত্র- জি ২৪ ঘণ্টা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
সাফাইকর্মী হলে ৪ লক্ষ! টাইপিস্ট হলে ৭ লক্ষ! পুর-চাকরির রেট চার্ট কত?

শুধু স্কুল নয়, দেদার চাকরি ‘বিক্রি’ হয়েছে পুরসভাতেও। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেই উঠে এসেছিল এমন তথ্য। উদ্ধার হয়েছিল নথি, ওএমআর শিট। তার পরেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশই বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। একদিকে এই তদন্ত নিয়ে যেমন আদালতে আইনি লড়াই চলেছে, তেমনই এতদিনের তদন্তে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, পুরসভার দেদার চাকরি বিক্রি হয়েছে। পুরসভার কোন পদে চাকরি তার উপর নির্ভর করত কত লক্ষ টাকায় বিক্রি হবে ওই চাকরি।
সূত্রের খবর, ওই রেট চার্ট অনুযায়ী,
পুরসভায় শ্রমিকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা
পুরসভায় গাড়ির চালকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা
পুরসভার সাফাইকর্মীর চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা
পুরসভার গ্রুপ ডি-র চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা
পুরসভার গ্রুপ সি-র চাকরির দাম ন্যূনতম ৭ লক্ষ টাকা
পুরসভার টাইপিস্টের চাকরির দাম ৭ লক্ষ টাকা থেকে শুরু
সূত্র- এবিপি আনন্দ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
মাটির ধসে মৃত্যু শ্রমিকের, কলকাতায় পাইপলাইনের কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা

খাস কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। কলকাতা পুরসভার পাইপলাইনে কাজ করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে খবর। কাজ চলাকালীন ধস নেমে যায়। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হল যুবক শ্রমিকের। পার্ক সার্কাসের এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনার খবর পৌঁছেছে কলকাতা পুরসভায়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখানে কয়েকদিন ধরে পাইপলাইনের কাজ চলছিল। এবার হঠাৎ এল বিপদ। যার জেরে প্রাণ গেল একজনের।
স্থানীয় সূত্রে খবর, এখানে পাইপলাইনের কাজ চলছিল। তখন সেখানে বালি তুলছিলেন ওই যুবক শ্রমিক। এমন সময় হঠাৎ মাটিতে ধস নামে। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় শ্রমিকের। যদিও ওই শ্রমিকের বিপদ হতেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। আর তদন্ত শুরু করেছে।
সূত্র- হিন্দুস্তান টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
প্রাথমিকে চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকার প্রতারণা, কাঠগড়ায় তৃণমূল নেতা

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়েছে রাজনীতি। এরমধ্যে ফের প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতা তথা উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে।
চাকরি না পাওয়ায় উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন প্রতারিত ব্যক্তি। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানার রানিহাটি এলাকার। তৃণমূল নেতার নাম সমীর বিশ্বাস।
সূত্র- হিন্দুস্তান টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন