বিশ্ববিদ্যালয়ে সরকারি হস্তক্ষেপ, প্রতিবাদে কলকাতার শিক্ষাকর্মীরা

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করেছে সরকার। যার ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের গরিমা নষ্ট হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বাধিকারে সরকারি হস্তক্ষেপের ফলে শিক্ষার পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর তাই প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে আক্রান্ত হচ্ছেন ছাত্র, শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা। আন্দোলনের মধ্যে দিয়ে যেভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেভাবেই আন্দোলনের মধ্যে দিয়ে সমস্ত দাবি ছিনিয়ে আনতে হবে।
সোমবার কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (সিইউইএ)’র বার্ষিক সম্মেলনের প্রকাশ্য সমাবেশে। এই আহ্বান জানালেন নেতৃবৃন্দ। রবিবার এই সম্মেলনের প্রতিনিধি অধিবেশন অনুষ্ঠিত হয় রাজাবাজার ক্যাম্পাসে।
সেপটিক ট্যাঙ্কে নেমে প্রাণ গেল ৩ শ্রমিকের

নিজস্ব সংবাদদাতা: একটি নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে নেমে ঢালাইয়ের কাঠ খুলতে গিয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হলো নদীয়ার ভীমপুর থানার নতুনপাড়ায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকদের নাম শুভেন্দু দে (২৮), সুমন বিশ্বাস (৩০) এবং অমৃত বিশ্বাস (৩১)।
দমকলের তরফে জানানো হয়েছে, ভীমপুরের নতুনপাড়ায় দিলীপ বিশ্বাস নামে এক ব্যক্তি বাড়ি তৈরি করছেন। সেখানেই শ্রমিকরা সেপটিক ট্যাঙ্ক তৈরি করেছিলেন রাজমিস্ত্রীরা। এদিন সেপটিক ট্যাঙ্কের ঢালাইয়ের কাঠ খোলার জন্য প্রথমে একজন শ্রমিক নামেন। দীর্ঘক্ষণ তাঁদের সাড়া শব্দ না পেয়ে আরও দু’জন পরপর নামেন। তাদেরও সাড়া শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। খবর যায় দমকলে।
ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে ওই ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে।
খড়গপুর ডিআরএম অফিসে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সরকারের কর্পোরেট স্বার্থরক্ষার দালালির পদক্ষেপে অমৃত ভারত প্রকল্পে দুই শতাধিক দোকানদারকে পুনর্বাসন না দিয়ে নোটিস ধরানো হয়েছে খড়্গপুরে। এর জোরালো প্রতিবাদ জানিয়ে প্রতিকারের দাবিতে আন্দোলনের সূচনা করল দুই শ্রমিক সংগঠন সিআইটিইউ এবং এআইটিইউসি।
কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরের এমন অমানবিক পদক্ষেপকে ধিক্কার জানিয়ে পুনর্বাসন সহ রেল ঠিকা শ্রমিকদের ন্যায্য মজুরি, রেল দপ্তর দ্বারা রেলনগরীর জনজীবনের সমস্যা তৈরির প্রতিবাদ-সহ সাত দফা দাবিতে খড়্গপুর ডিআরএমও দপ্তর অভিযান হয়। সেখানে বিক্ষোভ অবস্থান সহকারে ডেপুটেশন দেওয়া হয়।
সিআইটিইউ জেলা সম্পাদক গোপাল প্রামানিক, এআইটিইউসি জেলা সম্পাদক বিপ্লব ভট্ট-সহ শ্রমিক নেতারা এমন ঘটনার তীব্র সমালোচনা সহ প্রতিকারের দাবিতে আপসহীন লড়াইতে সমস্ত ধরনের মানুষের জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পাঁচ ফেডারেশনের ডাকে হলদিয়া বন্দরে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: ন্যাশনাল কো-অডিনেশন কমিটির সিদ্ধান্তক্রমে মঙ্গলবার হলদিয়া বন্দরের পাঁচ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক কর্মচারীরা প্রতিবাদ মিছিল করেন ও কর্তৃপক্ষকে ডেপুটেশন দেন।
কেন্দ্রীয় সরকার বেতন কাঠামো সংশোধন ও বোনাসের সমস্যা সমাধানে আগ্রহী না থাকা, বন্দরে লাভজনক অপারেশন ক্ষেত্রগুলি ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের মাধ্যমে ব্যক্তি মালিকদের হাতে তুলে দেওয়া, বন্দরের শিল্প পরিষেবা থেকে ল্যান্ড-লর্ড প্রথা চালু করা, নিজস্ব হাসপাতালকে পিপিপি মডেলে বেসরকারি মালিকদের দিয়ে চালানোর উদ্যোগের বিরুদ্ধে, শূন্যপদে স্থায়ী কর্মচারী নিয়োগ, পেনশনার্সদের স্থায়ী শ্রমিকদের মতো সম্পূর্ণ চিকিৎসা সহ অন্যান্য দাবিতে কয়েকশো শ্রমিক-কর্মচারী মিছিল করে টাউনশিপের জহর টাওয়ারে কদরের প্রশাসনিক কার্যালয়ে পৌঁছান।
নিয়োগ টালবাহানায় আত্মঘাতী টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে টালবাহানায় হতাশ হয়ে আত্মঘাতী হলেন এক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী। সোমবার বিকেলে সাগরপাড়ার দেবীপুরের বাড়িতে নিজের ঘরের ভেতর আত্মঘাতী হন বছর তেত্রিশের অমিত মণ্ডল। বিকেলে ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ায় আত্মঘাতী হয়েছেন যুবক, এমনটাই দাবি পরিবারের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
অমিত মণ্ডলের বাবা অচিন্ত্য মণ্ডল জানান, ২০১৭ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ হয়েছিল ছেলে। কিন্তু দীর্ঘদিন চাকরি না হওয়ার হতাশায় ভুগছিলেন তিনি। অমিতের বাল্য বন্ধু তপন সরকারও জানান, বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন অমিত। এড়িয়ে চলছিলেন বন্ধুদের। গ্রামবাসীরা জানান, ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন অমিত। দীর্ঘ প্রস্তুতি নিয়ে, পড়াশোনা করে পাশ করেছিলেন ২০১৭ সালের প্রাথমিক টেট পরীক্ষা। কিন্তু চাকরি না হওয়ায় অবসাদ গ্রাস করেছিল অমিতকে।