গ্রুপ ডি কর্মীরা চাকরি হারিয়ে এবার শীর্ষ আদালতে গেলেন

নিয়োগ দুর্নীতিতে কড়া পদক্ষেপ নেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গ্রুপ ডি’র ১৯১১ জনের চাকরি চলে গিয়েছে।
চাকরি হারিয়ে গ্রুপ ডি কর্মীরা বিচারপতির নির্দেশ মানতে চাইছেন না। এই নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে গ্রুপ ডি কর্মীরা গেলেন সুপ্রিম কোর্টে। কর্মীরা ডিভিশন বেঞ্চেও আবেদন করেন। ৩ মার্চ চাকরি বাতিলের মামলা শুনানি হবার কথা।
সূত্র – উত্তরবঙ্গ সংবাদ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
নৈহাটিতে অপরিকল্পিত পুনর্বাসনের ফলে দুর্দশায় হকাররা

নিজস্ব সংবাদদাতা: নৈহাটিতে পথ হকাররা উপযুক্ত পুনর্বাসন পাননি। এই পুনর্বাসন রুটিরুজির সংস্থানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। এমনই অভিযোগ পথ হকারদের। তাঁদের জন্য অধিগৃহীত জমিতেও গড়ে ওঠেনি হকার্স মার্কেট। সেই জমিতে গড়ে উঠেছে শপিং মল।
এমনকী, হকারদের ঘর বিলি নিয়েও পক্ষপাতের অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে। এ নিয়ে বিরোধীরা সুর চড়িয়েছেন। প্রস্তাবিত হকার্স মার্কেটে গড়ে উঠেছে শপিং মল। নৈহাটির জর্জ রোড ও জান মহম্মদ ঘাট রোডের সবজি, মাছ বিক্রেতাদের নৈহাটি সুধীর সেন মার্কেটে পুনর্বাসন দেওয়া হয়েছে। কিন্তু সেখানে মানুষ বাজার করতে যায় না। বিক্রিও হয় না। অথচ এই জর্জ রোডে সন্ধ্যাবেলায় হকারদের দৈনিক ৩ হাজার টাকার সবজি বিক্রি হত। এখন যেখানে বাজার চলে গেছে সেখানে দৈনিক পাঁচশো টাকারও বিক্রি হয় না বলে হকাররা জানিয়েছেন।
বন্দর বেসরকারিকরণের প্রতিবাদে কর্মীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: দেশের বন্দরশিল্পকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে গোটা দেশে বন্দর শ্রমিক কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। দেশের শ্রমিক-কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের সম্পদ পুষ্ট করছেন। আর কেন্দ্র ও রাজ্য সরকার এইসব কর্পোরেট পুঁজিদের লুঠ করার জন্য দরজা জানলা খুলে দিয়েছে বলে বন্দর শ্রমিকদের অভিযোগ। তাঁদের বক্তব্য, ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন ছাড়া বিকল্প কোনও রাস্তা নেই এই কর্পোরেট লুঠ থেকে বাঁচবার।
রবিবার সিআইটিইউ নেতা রবীন দেব বলেন, “আগামী ১৫ মার্চ হলদিয়া জহর টাওয়ারে বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন অভিযান করবেন বন্দর শ্রমিক কর্মচারীরা। এদিন হলদিয়ার শ্রমিক ভবনে কলকাতা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক কনভেনশনে বক্তব্য রাখছিলেন রবীন দেব। এদিনের কনভেনশনে সভাপতিত্ব করেন ইউনিয়নের প্রবীণ নেতা অবিনাশ দাস। উল্লেখ্য, কনভেনশনে বন্দরের শ্রমিক-কর্মচারীদের উপস্থিতি ছিল নজরে পড়বার মতো।
ওড়িশায় জিপিএলএফ মিশন শক্তি কর্মী সংঘের বিক্ষোভ

অল ওড়িশা জিপিএলএফ (গ্রাম পঞ্চায়েত স্তরের ফেডারেশন) মিশন শক্তির হাজার হাজার সদস্য সোমবার ভুবনেশ্বরের মহাত্মা গান্ধি মার্গে তাঁদের নয় দফা দাবির জন্য চাপ দিতে একটি বিশাল বিক্ষোভ শুরু করেছেন। জিপিএলএফ গ্রাম পঞ্চায়েত স্তরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি নিয়ে গঠিত। এটি সদস্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে তাদের অভিযোগ জানাতে একটি সাধারণ প্ল্যাটফর্ম দেয়।
ফেডারেশনের সদস্যরা অভিযোগ করেছেন যে তাঁরা কম বেতন পাচ্ছেন এবং পঞ্চায়েত স্তরে তাঁদের কঠোর পরিশ্রম এবং পরিষেবার জন্য পর্যাপ্ত পাওনা পাচ্ছেন না। দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর করার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।
সূত্র – কনক নিউজ
বিশদে জানতে ভিডিওটি দেখুন
পাঞ্জাবে কম্পিউটার শিক্ষকদের আন্দোলন

পাঞ্জাবের জলন্ধর লোকসভার উপনির্বাচন শীঘ্রই হওয়ার কারণে, রাজ্য জুড়ে সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষকরা তাদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি নিয়ে আপ সরকারের বিরুদ্ধে রবিবার শহরে একটি বিশাল প্রতিবাদ মিছিল করলেন।
সমস্ত জেলা থেকে এক হাজারের বেশি কম্পিউটার শিক্ষক জেলা প্রশাসনিক কমপ্লেক্সের বাইরে জড়ো হয়ে শহর জুড়ে বিক্ষোভ মিছিল করলেন। তাঁদের বক্তব্য, গত পনেরো বছরে শতাধিক কম্পিউটার শিক্ষক মারা গেছেন। এর জন্য সরকার একমাত্র দায়ী। সরকার ফাঁপা প্রতিশ্রুতি দিয়ে গেছে।
সূত্র – দ্য ট্রিবিউন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন