বেকার ভাতার নামে ভুয়ো একাউন্ট খোলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা: মের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৫০০ টাকা বেকার ভাতা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে সমস্ত নথিপত্রসহ ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ ওঠে এগরা দু’নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শিলামপুর গ্রামে। এই ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে জানা যায় অভিযুক্ত চার ব্যক্তি বিজেপি কর্মী।
তদন্ত নেমে জানা যায়, কয়েকদিন ধরেই গ্রামে বিজেপি ১৮ থেকে ৪০ বছর বয়সী বেকারদের প্রতি মাসে ৫০০ টাকা ভাতা দেওয়ার কথা প্রচার করতে থাকে। এরপর শনিবার চার যুবক কম্পিউটার নিয়ে এসে গ্রামবাসীদের নথিপত্র সহ আঙুলের ছাপ নেওয়া হয়। গোটা ঘটনার তদারকি করছিল বিজেপির একজন স্থানীয় নেত্রী ও আরেকজন বুথ সভাপতি। এরপর গ্রামবাসীদের জানানো হয় তাদের ভাতা নয় ৫০০ টাকা করে লোন দেওয়ার জন্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। জানতে পেরে গ্রামবাসীরা বিজেপি নেত্রীকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে ওই চার যুবককে থানায় নিয়ে গেলেও বিজেপি নেত্রীকে ছেড়ে দেওয়া হয়
কর্মক্ষেত্রে ধর্ষণের শিকার নার্স

কোচির ত্রিপুনিথুরার এক আয়ুরবেদিক হাসপাতালের নার্সকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল বছর ৩৮-র সৃজিত নামের একজন ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি ওই হাসপাতালেই ইলেক্ট্রিকের কাজ করত, বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ ডাক্তারের ফাঁকা ঘরে মহিলা বিশ্রাম নিচ্ছিলেন, এমন অবস্থায় সৃজিত ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে তাঁকে ধর্ষণ করে।
অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, গাড়িতে রাখা তলোয়ার ও বন্দুকের ছবি দেখিয়ে ও মুখ বন্ধ রাখতে বলে তাঁকে। পরে নির্যাতিতা তাঁর স্বামীকে গোটা ঘটনা খুলে বললে তিনিই অভিযোগ দায়ের করেন থানায়।
সূত্র- দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কর্পোরেশনের মালিরা দাবিতে আজ বিক্ষোভে

নিজস্ব সংবাদদাতা: কলকাতা কর্পোরেশনের চুক্তিভিত্তিক মালিরা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। বারংবার এই দাবিতে কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোন সুরাহা মেলেনি। আজ সোমবার কর্পোরেশনের প্রায় ৩০০ চুক্তিভিত্তিক মালি এই দাবিতেই বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন।
গত ২০ মার্চ অসংগঠিত ক্ষেত্রে সমস্ত কর্মীদের ২৬ হাজার টাকার নূন্যতম মজুরি, পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি সহ স্বাস্থ্য ও অন্যান্য সুরক্ষার দাবিতে কর্পোরেশন অভিযান করেছিলেন সিআইটিইউ অনুমোদিত কলকাতা কন্ট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন এবং কলকাতা জেলা সিকিউরিটি অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস ওয়ার্কম্যানস ইউনিয়ন। সেদিনও এই মালিরা বেতনের দাবিতে অংশগ্রহণ করেছিলেন।
শ্রমিক কনভেনশন থেকে ধর্মঘটের অধিকার রক্ষার ডাক

নিজস্ব সংবাদদাতা: গত রবিবার ২৬ মার্চ হলদিয়ার শ্রমিক ভবনে ঠিকা শ্রমিক কনভেনশন থেকে সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক জানান, যে কোন মূল্যে শ্রমিকদের ধর্মঘটের অধিকার রক্ষা করতে হবে। লকডাউনের সময় আইন সংশোধন করে চারটি শ্রমকোড আইন মালিকদের সাথে পাশ করে নিয়েছিল কেন্দ্রীয় বিজেপি সরকার। দুনিয়া জুড়ে অর্থনীতির পরিণতিতে কন্ট্রাকচুয়াল শ্রমিক নিয়োগ ক্রমশ বাড়ছে।
সিআইটিইউ -এর নেতা দেবাঞ্জন চক্রবর্তী জানান পূর্ব মেদিনীপুর সহ সারা দেশে ঠিকা শ্রমিকদের দুর্দশা বাড়ছে। মালিকপক্ষ ১২-১৪ ঘন্টা কাজের পরিবর্তে বেতন হিসেবে ৮-১০ হাজার টাকা দিচ্ছে। শুধু তাই নয়, ৬০-৭০ শতাংশ কন্ট্রাকচুয়াল শ্রমিক নিয়োগ হচ্ছে। এটা মানুষের রুটি রুজিতে সমস্যা তৈরি করছে।