বন সহায়কের ২,০০০ চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ

রাজ্যে বন সহায়ক পদে ২০০০ জনের চাকরি বাতিল ও নতুন নিয়োগপ্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে দায়ের আবেদনের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। প্যানেল থেকে শুধুমাত্র অযোগ্যদের বহিষ্কারের দাবি তুলেছিলেন বহিষ্কৃতদের একাংশ। তবে সেই আবেদনে কর্ণপাত করেনি আদালত।
সূত্র- হিন্দুস্তান টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
দেশের তথ্যপ্রযুক্তি বিভাগে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে চাকরি হারিয়েছেন প্রায় ৩৬০০ কর্মী

কোভিড সংক্রমণের প্রথম ধাপ থেকে শুরু হওয়া ছাঁটাইয়ের ধারা থামেনি চলতি বছরেও। ২০২৩ সালের শুরু থেকেই একাধিক শীর্ষ কোম্পানি তাদের বিপুল সংখ্যক কর্মীদের বরখাস্ত করেছে।
সম্প্রতি একটি নিয়োগ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মন্দা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের জেরে গত অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বরের তুলনায় জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ভারতের তথ্য প্রযুক্তি খাতে প্রায় ৬% চুক্তিভিত্তিক কর্মী চাকরি হারিয়েছেন।
সূত্র- ইকোনমিক টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
টাকা নিয়েও দেননি চাকরি! তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি দখল করলেন প্রতিবাদীরা

একজন বা দু’জন নয়, অন্তত নয়জনের থেকে মোটা অঙ্কের টাকা তুলেছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী। প্রত্যেককেই চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু, কারোর কপালেই জোটে নি চাকরি। তাই, প্রতারিতরা শেষমেশ পঞ্চায়েত প্রধানেরই বাড়ির একটা অংশে ইঁট গেঁথে নিলেন বলেই অভিযোগ উঠেছে।
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের চারঘাট পঞ্চায়েতের কয়েকজন যুবক জানান, ২০১৯ সালে তারা দফায় দফায় প্রায় ৫৩ লক্ষ টাকা তুলে দিয়েছেন চারঘাট পঞ্চায়েতের তৃণমূল প্রধান বাসন্তী বিশ্বাস ও তাঁর স্বামী নিখিলরঞ্জনকে। ‘চাকরি দেওয়ার’ নামে এই টাকা নেওয়া হলেও যুবকদের কাউকেই কোনও চাকরি দেওয়া হয়নি।
সূত্র- বাংলা হান্ট
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ফের চাকরি বিক্রি! গাইঘাটার তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

চাকরি বিক্রিতে এবার নাম জড়াল গাইগাটার এক তৃণমূল উপপ্রধানের স্বামীর। স্কুলে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন তাঁদেরই এক আত্মীয়।
ঘটনা ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে গাইঘাটা থানার ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই পঞ্চায়েত এলাকার উপপ্রধান আন্না বিশ্বাসের স্বামী সমীর বিশ্বাস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালে স্কুলে চাকরি দেওয়ার নাম করে এক দূরসম্পর্কের আত্মীয় রামকৃষ্ণ বালার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে ছিলেন।
সূত্র- দ্য ওয়াল
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
বন্ধ ১০০ দিনের কাজ, ফের ভিন রাজ্যে পাড়ি পুরুলিয়ার শ্রমিকদের

বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ। কাজ করেও টাকা পাননি অনেকেই। বর্তমানে জেলায় কাজ নেই। রোজগার না থাকায় পরিবারে দেখা দিয়েছে অভাব অনটন। তাই ফের ভিন রাজ্যে কাজের তাগিদে পাড়ি দিচ্ছেন পুরুলিয়ার শয়ে শয়ে শ্রমিক।
পুরুলিয়া জেলার পাড়া, কাশিপুর, হুড়া, পুঞ্চা সহ বিভিন্ন ব্লক থেকে শ্রমিকরা পুরুলিয়া স্টেশন থেকে রওনা দিচ্ছেন ভিন রাজ্যে। কেউ যাচ্ছে চেন্নাই, কেউ হায়দ্রাবাদ, কেউ বেঙ্গালুরু, কেউ আবার যাচ্ছেন বিশাখাপত্তনমে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পুরুলিয়ার শ্রমিকরা।
সূত্র- জি ২৪ ঘণ্টা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন