বিএড উত্তীর্ণদের আটকালো পুলিশ, তুলল প্রিজন ভ্যানে

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ সাত বছর শিক্ষক নিয়োগের জন্য নতুন কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এসএসসি কর্তৃপক্ষ। নতুন শিক্ষক নিয়োগের দাবিতে বৃহস্পতিবার এসএসসি ভবন অভিযান করেন বিএড উত্তীর্ণ ছেলেমেয়েরা। এদিন করুণাময়ীতে তাঁরা জড়ো হতেই পুলিশ তাঁদের আটক করে। পুলিশের বাধা টপকে এগতে গেলে বিএড উত্তীর্ণ ছেলেমেয়েদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশ ২২ জনকে জোর করে প্রিজন ভ্যানে তুলে বিধাননগর থানায় নিয়ে যায়। তবে রাতে তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আন্দোলনকারী বিএড উত্তীর্ণ ছেলেমেয়েদের বক্তব্য, দীর্ঘ সাত বছর এসএসসি কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগের নতুন কোনও বিজ্ঞপ্তি দেয়নি। এর জন্য রাজ্যের প্রায় ১০ লক্ষ বিএড উত্তীর্ণ ছেলেমেয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ পাননি। বিএড এমন এক ডিগ্রি, যার সূত্রে শিক্ষক নিয়োগ ছাড়া অন্য কোনও পরীক্ষায় বসার সুযোগ থাকে না। রাজ্যে সরকারি বিএড কলেজের সংখ্যা নামমাত্র। সিংহভাগ কলেজ বেসরকারি। ফলে সেখানে কয়েক হাজার টাকা খরচ করে বিএড ডিগ্রি পেতে হয়েছে। সেই ডিগ্রিকে কাজে লাগানোর সুযোগ দেবে না সরকার? নতুন করে যদি প্রাথমিকের টেট হতে পারে, তাহলে এসএসসি কেন নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে না?
ঘর থেকে অস্থায়ী শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার, কলেজের চাকরি হারিয়ে অবসাদ!

সদ্যই চাকরি খুইয়েছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের সেই অস্থায়ী অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার। দিল্লির রানিবাগে নিজের বাড়িতেই মিলেছে দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমরবীর। বয়স ৩৩ বছর। আদতে রাজস্থানের বারান জেলার মোলকি গ্রামের বাসিন্দা। দিল্লির রানিবাগে একটি বাড়িতে ভাড়া থাকেন এক তুতো ভাইয়ের সঙ্গে। ঘটনার সময় সেই তুতো ভাই কাজে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। তবে তুতো ভাই জানিয়েছেন, চাকরি হারিয়ে সমরবীর অবসাদে ভুগছিলেন। এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কলেজের অধ্যক্ষ অঞ্জু শ্রীবাস্তব।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে থানায় ফোন আসে। বলা হয়, রানিবাগ এলাকার একটি বাড়িতে এক যুবক গলায় দড়ি দিয়েছেন। ঘর ভিতর থেকে বন্ধ করা ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার (আউটার) হরেন্দ্র সিংহ।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
টি ট্যুরিজম নীতি বাতিলের দাবি, জলপাইগুড়িতে বিক্ষোভ চা শ্রমিকদের

টি ট্যুরিজমের নামে চা বাগানের জমির আইন পরিবর্তন করে জমির একটি অংশ বৃহৎ শিল্প গোষ্ঠীর হাতে তুলে দিতে চাইছে সরকার। এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। জোরালো দাবি নিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন চা শ্রমিকদের একাংশ। এদিন ভূমি সংস্কার দফতরে একটি ডেপুটেশনও জমা দেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতর সামনে মিছিল করে হাজির হয় চা শ্রমিকদের জয়েন্ট ফোরামের সদস্যরা। চা বাগানের জমির আইন পরিবর্তন নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন তাঁরা। একইসঙ্গে চা সুন্দরী প্রকল্পের নামে দেড় কাঠা জমিতে বাড়ি নির্মাণের কাজেও সন্তুষ্ট নয় জয়েন্ট ফোরামের চা শ্রমিক সদস্যরা। তাঁদের দাবি, যুগ যুগ ধরে যেই সব চা শ্রমিকদের বসত ভিটায় যার দখলে যতখানি জমি রয়েছে সেই জমির পাট্টা দিতে হবে।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
স্কুলে ক্লাস না করিয়ে মাইনে নেওয়ার অভিযোগ

পেশায় সরকারি স্কুলের প্রাথমিক শিক্ষক হলেও ডাকসাইডে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ধ্রুবজ্যোতি সেন । তার বিরুদ্ধে অভিযোগ দলীয় প্রভাব খাটিয়ে স্কুলে সই করেই তিনি বেরিয়ে যান, স্কুলে ক্লাস করানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না তিনি। এমন অভিযোগ করে ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের বিক্ষোভ |
ঘটনাটি হাওড়া ডোমজুড় ব্লকের নিবড়া কনভার্টেড প্রাথমিক স্কুলে | স্কুলের সামনে অশান্তির খবর পেয়ে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ আধিকারিকরা। তাঁরা এসে ওই শিক্ষককে ওই স্থান থেকে নিয়ে চলে যান।
সূত্র- এশিয়া নেট
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
বকেয়া রয়েছে বেতন, CDPO অফিস ঘেরাও করে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের

অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বিতর্ক থামার নাম নেই রাজ্যে। কখনও বিতর্ক দানা বাঁধে মিড ডে মিলে ভালো মানের খাবার না পরিবেশন করাকে ঘিরে, আবার এক সময় এই অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষাকে ঘিরে। আর সব কিছু ছাপিয়ে এবার প্রতিবাদে নামলেন অঙ্গনওয়াড়ি কর্মীরাই। বকেয়া বেতন প্রদানের দাবিতে এবার CDPO অফিস ঘিরে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
মঙ্গলবার বাঁকুড়া-২ ব্লকের CDPO অফিস ঘিরে বিক্ষোভ দেখান ওই ব্লক এলাকার ৭ টি গ্রাম পঞ্চায়েতের ২০০-র বেশী অঙ্গনওয়াড়ি কর্মী। এমনকি এই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে তাঁরা উপস্থিত সংবাদমাধ্যমের কর্মীদের ‘ক্যামেরা বন্ধ’ করার হুমকি দেন। বিক্ষোভকারী অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, অন্যান্য ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা বেতন পেলেও তারা এখনও পাননি।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন