কর্ণাটকে ভেট পড়ুয়াদের বিক্ষোভ

কর্ণাটকে ২০০০ জনের অধিক পশু চিকিৎসা পড়ুয়ারা সারা রাজ্য ব্যাপী ধর্মঘটে অংশ নিয়েছেন। ভেট ছাত্রছাত্রীরা জানান, তাঁরা গত ছয় মাস ধরে একাধিকবার পশুপালন দপ্তর ও মন্ত্রী প্রভু চৌহানকে বৃত্তি বাড়ানোর জন্য চিঠি পাঠিয়েছেন। যদিও এ ব্যাপারে সরকার নীরব ও উদাসীন রয়েছে বলে অভিযোগ তাঁদের।
কর্মীদের দৈনিক মজুরির তুলনায় তাঁরা কম বেতন পাচ্ছেন। শিক্ষার্থীরা গত দুই বছর ধরে বৃত্তি বাড়িয়ে অন্তত ৩০,০০০ টাকা করার আবেদন জানিয়ে আসছিলেন। কিন্তু তাঁদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়নি।
সূত্র – ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
আসামে হকারদের দোকান সিল করল রেল

নিজস্ব প্রতিনিধি: বিজেপি’র চূড়ান্ত স্বৈরাচারী শাসন চলছে আসামে। পুঁজিপতিদের ব্যবসার স্বার্থে এবার বিনা নোটিসে আসামের ২২ টি রেলস্টেশনে হকারদের দোকানে তালা ঝুলিয়ে দিল মোদি সরকার। গৌহাটি হাইকোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করে মোট ১৮৮টি দোকান চিরতরে বন্ধ করে দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এরমধ্যে সবচেয়ে বেশি লামডিং জংশনে; ৪৩টি দোকান সিল করে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই একাধিক ট্রেন, প্ল্যাটফর্ম, রেলের জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে বিজেপি সরকার। গত বছর গুয়াহাটি স্টেশন সংলগ্ন রেলের ৫৮ বিঘা জমি ৯৯ বছরের জন্য বেসরকারি সংস্থার হাতে লিজ দিয়েছে সীমান্ত রেল। এবার প্ল্যাটফর্মে হোটেল, রেস্টুরেন্টের ব্যবসার ভার বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে হকারদের উচ্ছেদ করতে শুরু করল মোদি সরকার।
বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন ব্যাঙ্ককর্মীরা

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্কক্ষেত্রে সাধারণ কর্মচারীদের ওপর কর্তৃপক্ষের আক্রমণ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে শেষ হল সেন্ট্রাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার একাদশ সর্বভারতীয় সম্মেলন। রবিবার কলকাতার অজিত সেন ভবনে কমরেড গিয়াসুদ্দিন আহমেদ-এর নামাঙ্কিত মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বিইএফ, পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক জয়দেব দাশগুপ্ত। এদিনের সম্মেলনে সেন্ট্রাল ব্যাঙ্ক কর্মচারী আন্দোলনের পুরোধা তিন বর্ষীয়ান নেতা ও উপদেষ্টা রমেন্দ্রমোহন রায়, জহর মুখার্জি এবং সিয়াবুদ্দিনকে সম্বর্ধনা দেওয়া দেওয়া হয়। সম্মেলন থেকে কর্মী নিয়োগের দাবি-সহ তিনটি বিষয়ে প্রস্তাব গৃহীত হয়।
জম্মুতে চা বিক্রেতাদের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ

জম্মুর নারওয়াল মান্ডিতে চা বিক্রেতারা মঙ্গলবার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন পিডিপি কর্মীরা। আন্দোলনকারীরা জম্মু প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “১৫ দিন ধরে এই চা বিক্রেতারা প্রতিবাদ করছেন। কিন্তু প্রশাসন নির্বিকার। চা বিক্রেতাদের কথা জম্মু প্রশাসন শুনছে না। জম্মু-কাশ্মীরের মানুষের এই দুর্দশার জন্য বিজেপি দায়ী। কর্পোরেট এবং পুঁজিপতিদের কাছে জমি বিক্রি করছে মোদি সরকার। যেখানে অস্থায়ী চা বিক্রেতারা বসেন সেখানে ধনী লোকদের ক্যান্টিন করা হবে বলে গরিব চা বিক্রেতাদের উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন”।
সূত্র – এক্সেলসিওর নিউজ
বিশদে জানতে ভিডিওটি দেখুন
পার্থ চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন হাইকোর্টের বিচারপতি

“চাকরি কি পার্থ চট্টোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি! কীভাবে বেছে বেছে চাকরির সুপারিশ দেওয়া হয়?” এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এমনই প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এক শিক্ষিকা মেনে নেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্দেশে তার চাকরি হয়েছিল। নিয়ম বহির্ভূতভাবে তাঁর চাকরি হয় একথা স্বীকার করেন স্কুল সার্ভিস কমিশন।
এমন ঘটনা আরো রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি বসু। উল্লেখ্য, নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকার ওয়েটিং লিস্টে আগে নাম থাকলেও চাকরি দেওয়া হয়নি।
সূত্র – বংনিউজ ২৪x৭
বিশদে পড়তে এখানে ক্লিক করুন