বিহারে লক্ষাধিক কলেজ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত

দুর্নীতি এবং ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার জন্য বিহারের বিশ্ববিদ্যালয়গুলির লক্ষাধিক পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রায় পাঁচ লাখ কলেজ ছাত্রছাত্রী এর ফলে বিপাকে পড়েছেন। পরীক্ষা সঠিক সময়ে হচ্ছে না। এছাড়াও যারা তাদের কোর্স শেষ করেছেন তারা এখনও অবধি ডিগ্রি হাতে পাননি। এর ফলে তারা সরকারি এবং বেসরকারি কোনো চাকরির জন্যই আবেদন করতে পারছেন না। এছাড়াও উচ্চ শিক্ষার জন্যও তাদের আবেদন স্থগিত রাখতে হয়েছে।
এই বিষয়ে বিহারের এক ছাত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আমি ২০১৭ থেকে ২০২০ সালের পড়ুয়া। ঠিকমতো চললে আমার কোর্স শেষ হওয়ার কথা ২০২০তে। কিন্তু ৭ বছর অতিক্রান্ত, আমার ডিগ্রি কোর্স এখনও সম্পূর্ণ হয়নি। এর ফলে উচ্চশিক্ষা এবং চাকরি কোনোটিরই আমি আবেদন করতে পারছি না”। বহু পড়ুয়া বুধবার বিক্ষোভ-অবস্থানে যোগ দেন। তাঁরা বিহার সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
সূত্র – সিএনএন-নিউজ১৮
বিশদে জানতে ভিডিওটি দেখুন
মুদ্রাস্ফীতি, বেকারত্বের ফলে মানুষ বিপাকে পড়ছে: প্রতিভা সিং

হিমাচল প্রদেশ রাজ্য কংগ্রেসের সভাপতি এবং সাংসদ প্রতিভা সিং শুক্রবার হিমাচলের জোগিন্দরনগর থেকে ‘হাত সে হাত জোড়ো যাত্রা’ শুরু করেন। এআইসিসি সদস্য ও প্রাক্তন সাংসদ রঘুবীর সিং মিনা এই যাত্রায় অংশ নেন।
প্রতিভা সিং বলেন দেশে ক্রমাগত মূল্যবৃদ্ধি ও বেকারত্বের কারণে মানুষ উদ্বিগ্ন। দেশের অর্থনীতি অবস্থা ভয়াবহ। দেশে কাজের সুযোগ নেই। তিনি দলের কর্মীদের ঐক্যবদ্ধ হবার কথা বলেন। রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাকে প্রতিটি ঘরে ঘরে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কংগ্রেস জনগণের প্রতিশ্রুতি পূরণ করবে।
সূত্র- দ্য ট্রিবিউন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
পড়ুয়াদের আসন কমতে চলেছে কলকাতার ডেন্টাল কলেজে

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আর আহমেদ ডেন্টাল কলেজে আসন হ্রাসের সুপারিশ করল ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া। ডিসিআই-এর পরিদর্শনে ডেন্টাল কলেজটির ১৯ দফা খামতি ধরা পড়েছে। আগামী শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ১২৫টি আসনের বদলে মাত্র ৬৩টিতে ছাত্রছাত্রী ভর্তি করা যাবে। পরিকাঠামো ও লোকবলের অভাবেই পড়ুয়া ভর্তিতে রাশ টানা হচ্ছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
আচমকা এমন ঘটনায় অস্বস্তি বেড়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের। যদিও ঐ ডেন্টাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। স্বাস্থ্য দফতরও মুখে কুলুপ এঁটেছে। ডেন্টাল কলেজে আসন হ্রাস করার খবরে স্বাস্থ্য ভবনে তোলপাড় শুরু হয়েছে। স্বাস্থ্য-শিক্ষা বিভাগের কর্তারা ঐ কলেজের অধ্যক্ষকে তলব করে শুক্রবার দফায় দফায় বৈঠক করেন। স্বাস্থ্যকর্তারা ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন যে শতবর্ষ পেরোনো ঐতিহ্যবাহী কলেজে ছাত্র ভর্তি কমিয়ে দেওয়ার কেন্দ্রীয় সুপারিশ রীতিমতো লজ্জার।
ডিএ’র দাবিতে শিক্ষক ও সরকারি কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: বকেয়া ডিএ’র দাবিতে শুক্রবার পথে নামলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একাংশ। মিছিলে শিক্ষক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও অংশগ্রহণ করেন। সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের ২৮ টি সংগঠন একসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত মিছিল করেন।
মিছিল শেষে সেখানে সরকারি কর্মচারীদের একাংশ অবস্থান বিক্ষোভ করেন। বিক্ষোভ সভায় রাজ্য সরকারি কর্মচারীদের কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশজিৎ গুপ্ত চৌধুরি-সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
দিল্লিতে বিক্ষোভের হুঁশিয়ারি দিল এমএসপিপি

মণিপুর রাজ্য পঞ্চায়েত পরিষদ দিল্লিতে একটি বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে অভিযোগপত্র জমা দেওয়ার হুঁশিয়ারিও তাঁরা দেন। তাঁদের দাবি জবকার্ড রয়েছে এমন সকলকে অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। সরকারের উচিত কমিটি গঠন করে বিষয়টিকে দেখা। কমিটিতে একজন প্রশাসক থাকা দরকার। সরকারের কাছে মোট ৭০০ কোটি টাকার মজুরি শীঘ্রই দেবার কথা দাবি ওঠে।
৩১ জানুয়ারির মধ্যে রাজ্য সরকার যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তবে জাতীয় পঞ্চায়েত পরিষদের সহযোগিতায় দিল্লিতে বিক্ষোভ সংঘটিত করা হবে বলেও জানান তাঁরা।
সূত্র – ই-পাও
বিশদে পড়তে এখানে ক্লিক করুন