২৭ এপ্রিল চা শ্রমিকদের আন্দোলনের ডাক

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৭ এপ্রিল বে এল আর ও দপ্তরের সামনে ঐক্যবদ্ধ চা শ্রমিকদের নিয়ে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে চা শ্রমিক সংগঠনের যৌথ জয়েন্ট ফোরাম। সোমবার হিলকোর্টের সিআইটিইউ জেলা দপ্তরে সাংবাদিক বৈঠকে জানানো হল।
সিআইটিইউ নেতা জিয়াউল আলম জানিয়েছেন, ‘শ্রমিকদের ন্যুনতম মজুরি ও ন্যায্য জমির অধীকার প্রদান করতে হবে সরকারকে।’ ‘পুঁজিপতিদের হাতে জমি ছেড়ে দেওয়া হবে না,’ বলে জানানো হয়েছে এই মঞ্চ থেকে।
বিধানসভায় পশ্চিমবঙ্গের লিজ হোল্ড ল্যান্ডকে ফ্রি হোল্ড ল্যান্ডে পরিনত করে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে এই আনন্দোলন। চা শ্রমিক নেতা সমন পাঠক উপস্থীত ছিলেন এই বৈঠকে। আগামী ১২ এপ্রিল শিলিগুরিতে শ্রম দপ্তরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে অংশগ্রহন করবে জয়েন্ট ফোরাম।
জয়েন্ট ফোরাম জানিয়েছে, স্বাধীনতার ৭৫ বছর পরেও চা শ্রমিকরা জমির অধীকার থেকে বঞ্চিত, মাসিক ৭ হাজার টাকা মজুরিতে শ্রমিকদের সাধারন জীবন যাপন, চিকিৎসা ও তাঁদের ছেলে মেয়েদের পড়াশুনো করান ও অসম্ভব হয়ে পড়ে তাঁদের কাছে। শ্রমিক বিরোধী চা বাগানের এই অবস্থানের বিরুদ্ধে জোড় কদমে আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয় এই বৈঠকে।
পুলিশি জুলুমের প্রতিবাদে নৌকা মিছিল

নিজস্ব সংবাদদাতা: নৌকাযীবী শ্রমিকদের ওপর প্রশাসনিক জুলুমবাজি ও আক্রমণের প্রতিবাদে অভিনব নৌকা মিছিল করলো শ্রমিকরা। মঙ্গলবার সি আই টি ইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই মিছিল সংগঠিত করা হয়। রূপনারায়ণ ও হুগলি নদীর সংযোগস্থল হাওড়া জেলার গাদিয়াড়া থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি, নারনপুর, মায়াচর, হাওড়ার ডিহিমন্ডল ঘাট হয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকে গিয়ে এই মিছিল শেষ হয়।
নৌকা মিছিলে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ নৌকাজীবি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী। শ্যামপুরের পাঁচসেরা গ্রামের কয়েকশো পরিবার বংশপরম্পরায় রূপনারায়ণ নদী থেকে সাদা বালি তোলার কাজে যুক্ত। কিন্তু বেশ কয়েক মাস ধরে পুলিশ প্রশাসন তাদের বিভিন্নভাবে হেনস্থা করে সাদা বালি তোলা বন্ধ করে দিয়েছে। ফলত তাদের জীবন জীবিকা এই মুহূর্তে সংকটের মুখে। এই দিনের নৌকা মিছিলের দাবি ছিল, অবিলম্বে তাদের থেকে রয়ালিটি নিয়ে নদী থেকে সাদা পালে তুলতে দেওয়া হোক।
ডিজনিতে ছাঁটাই, প্রভাবের অশঙ্কায় ভারতে

এন্টারটেইনমেন্ট জায়েন্ট সংস্থা ডিজনির সিইও বব ইগের ফেব্রুয়ারিতেই জানিয়েছিলেন, খুব শিগগিরই সংস্থার ৭০০০ কর্মীকে ছাঁটাই করা হবে। তিন পর্যায়ের এই পরিকল্পনায় প্রথম ধাপ শুরু হতে চলেছে চলতি সপ্তাহেই। জানা গেছে, এই পর্বে চাকরিতে কোপ পড়বে মূলত ডিজনির মিডিয়া, সরবরাহ, ইএসপিএন, পার্ক এবং রিসর্ট বিভাগের কর্মীদের।
আমেরিকান কোম্পানির ডিজনির এই ছাঁটাই-এ ভারতে কতটা প্রভাব পড়বে তা নিয়ে চিন্তায় দেশবাসী। কোম্পানি সূত্রে জানা গেছে, খরচ বাঁচাতে এবং কোম্পানির কৌশলগত পুনর্গঠন এর জন্যই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র- দ্য টাইমস অফ ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
সিভিক শিক্ষকের নামে অধ্যাপক নিয়োগে দূর্নীতি

ক্লাস পিছু ৩০০ টাকা হিসাবে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। নাম দেওয়া হয়েছে ‘সিভিক শিক্ষক’। ২৪ মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সৌরভ দত্ত অস্থায়ী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি দেন। ‘ওয়াক ইন ইন্টারভিউ’ মর্মে এই নিয়োগ করা হবে। ২০১৯ সালে ইউজিসি জানিয়েছিল অতিথি অধ্যাপকদের ক্লাস পিছু ১৫০০ টাকা দিতে হবে।
‘সিভিক শিক্ষক’-এর নিয়োগের যোগ্যতা হিসাবে বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি করা হয়েছে স্নাতকোত্তর ডিগ্রি এবং নেট অথবা পিএইচডি থাকা বাধ্যতামূলক। পারিশ্রমিক হিসেবে ধার্য হয়েছে প্রতি মাসে ৪৮০০ টাকা।
প্রতি ক্লাসে ৩০০ টাকা করে সপ্তাহে ৪টে ক্লাস হলে এক সপ্তাহে ১২০০ টাকা, মাসে এই হিসেব অনুযায়ী পারিশ্রমিক দাঁড়াচ্ছে ৪৮০০ টাকা। অথচ, পশ্চিমবঙ্গ সরকার নির্ধারণ করেছে একজন প্যাথলজিস্টের দৈনিক মজুরি ৫০০ টাকা। এদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সৌরভ দত্তকে বারবার ফোন করে বিষয়টি জানতে চাওয়া হলে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র- টিভি ৯ বাংলা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
বহুতল থেকে পড়ে পরিযায়ী শ্রমিক আহত

নিজস্ব সংবাদদাতা: ৪ পরিযায়ী শ্রমিক দিল্লির পাঁচতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোয়েব আক্তার, আনিসুল শেখ, আবেদ আলি, ওসমান আলি নামের ৪ যুবক উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের ভুলকাই গ্রামের বাসিন্দা। প্রশাসনের তরফ থেকে কেউ সৌজন্যমূলক সাক্ষাৎ পর্যন্ত করতে আসেনি বলে জানান আহত যুবকদের পরিবার।দৈনিক ৬০০ টাকা হাজিরাতে দিল্লিতে বড় বিল্ডিং -এর কাজ করতে গিয়ে মাচা ভেঙে পড়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছেন এই চার যুবক।
গ্রামবাসীদের কথায় জানা যায়, তাঁদের এক বড় অংশ পায়নি আবাস যোজনার ঘর, মেলেনি লক্ষ্মীর ভান্ডার। গ্রামেও কাজ না থাকায় রোজগারের তাগিদে গ্রামের যুবকদের এক বড় অংশ ভিন্ রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। ‘পথশ্রী’ উদ্বোধনে পঞ্চায়েত সদস্য থেকে প্রশাসনের কর্তারা ব্যস্ত থাকায় কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করেনি।