বস্ তাঁর সৎভাই! ডিএনএ পরীক্ষায় ধরা পড়তেই চাকরি গেল তরুণীর

পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষার জন্য শখ করে একটি টেস্ট কিট এনেছিলেন বাবা। তবে সেই পরীক্ষার ফল প্রকাশ্যে আসতেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন আমেরিকার এক কর্পোরেট সংস্থায় কর্মরত তরুণী। কেন এমন হল? এ নিয়ে ওই তরুণীকে কোনও যুক্তিগ্রাহ্য কারণ জানাতে পারেনি তাঁর সংস্থা।
তরুণীর দাবি, সংস্থার চিফ এগ্জ়িকিউটিভ অফিসার (সিইও)-এর সঙ্গে তাঁর জিনগত সম্পর্কের কথা জানাজানি হতেই চাকরি খুইয়েছেন তিনি। সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে এই তরুণীর কাহিনি। ভাইরাল হওয়া সে কাহিনিই ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর কাছে জানিয়েছেন ওই কর্মী। তবে এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি তাঁর সংস্থা কর্তৃপক্ষ।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কাজ নেই, রাজ্য ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা

পঞ্চায়েত ভোটের আগেই জেলা ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা। অভিযোগ ১০০ দিনের কাজ করেও ভাতা পান নি। জেলার বেশ কয়েকটি ব্লক থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ জন শ্রমিক ভিন রাজ্যে কাজের খোঁজে জেলা ছাড়ছে। এর আগে গত ২৩ মে জেলা প্রশাসনের কাছে কাজের দাবিতে পরিযায়ী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়া জেলার কয়েকটি ব্লক থেকে কাজের খোঁজে পাড়ি দিচ্ছেন কয়েকশো পরিযায়ী শ্রমিক।
সকাল থেকেই পুরুলিয়া রেল ষ্টেশনে তাঁরা জড়ো হয়। অভিযোগ জবকার্ড রয়েছে। কাজ করেও মজুরি পায়নি তাই পেটের দায়ে সংসার চালাতে ঘর সংসার ছেড়ে কেউ কেউ আবার পরিবার নিয়ে জেলা ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা।
সূত্র- কলকাতা টিভি
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কাজের দাবিতে বেসরকারি কারখানায় বিক্ষোভ স্থানীয়দের

কাজের দাবিতে কারখানার সামনে স্থানীয় যুবকদের বিক্ষোভের জেরে সোমবার উত্তেজনা ছড়াল রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুক এলাকায়। এদিন এলাকার বেসরকারি শ্যাম সেল কারখানার সামনে বিক্ষোভে শামিল হয় মঙ্গলপুর গ্রামের বেকার যুবকদের একাংশ। তাদের অভিযোগ শিল্প তালুক ও কারখানা গড়ে ওঠার আগে এলাকার মানুষকে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা আদপে পূরণ হচ্ছে না। শ্যাম সেল সংস্থা সম্প্রতি একটি নতুন প্ল্যান্ট চালু করলেও মঙ্গলপুর গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান মেলেনি। বরং বহিরাগতদের নিয়ে এসে কাজ করানো হচ্ছে। পাশাপাশি গ্রামেও যে পরিকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে তাও পূরণ হয়নি।
অন্যদিকে এদিনের বিক্ষোভ নিয়ে শ্যাম সেল সংস্থার সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার উজ্জ্বল চ্যাটার্জির সাথে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তার দাবি তাদের সংস্থায় কাজের জন্য স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হয়। বহিরাগতদের দিয়ে তাদের সংস্থায় কাজ করানো হয় না বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন সম্প্রতি কারখানায় কোনো নিয়োগ পক্রিয়া হয়নি। আগামী দিনে নিয়োগের প্রয়োজন হলে স্থানীয়দেরই সেই সুযোগ দেওয়া হবে।
সূত্র- এই বাংলায়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
আন্দোলনের ৮০০ দিন, বেকারত্বের জ্বালা বুকে কালীঘাটের মন্দিরে ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীরা

হকের চাকরির দাবিতে আজও রাস্তায় বসে রয়েছেন ওঁরা। আজ ৮০০ দিন অতিক্রান্ত। ঘর-সংসার, পরিবার সব ফেলে রেখে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএলএসটি নবম-দশম ও একাদশ-দ্বাদশের চাকরিপ্রার্থীরা। বেকারত্বের জ্বালা, যন্ত্রণা, কান্না আর একরাশ দুঃখ বুকে নিয়ে ঠাঁয় রাস্তার ধারে বসে তাঁরা। সেই ২০১৬ সালের বিজ্ঞপ্তি। পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর নাম যে প্যানেলে ঢোকানো হয়েছিল, সেই প্যানেলেরও চাকরিপ্রার্থী ওঁরা। বঞ্চনার অভিযোগ বার বার উঠেছে, কিন্তু চাকরি মেলেনি আজও। এমন অবস্থায় আন্দোলনের ৮০০ দিনের মাথায় তাঁরা পুজো দিলেন কালীঘাটের মা কালীর কাছে। আশা, ঠাকুর হয়ত এবার একটু মুখ তুলে চাইবে।
সূত্র- টিভি নাইন বাংলা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
চাকরির দাবিতে উপমুখ্যমন্ত্রীর বাসভবনে চাকরিপ্রার্থীরা

চাকরিপ্রার্থীরা কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে চাকরির আর্জি জানিয়েছেন। রাজ্যে কাজের অভাব, তাই চাকরির দাবিতে ১৫০০ -এরও বেশি চাকরিপ্রার্থী কর্ণাটক পাওয়ার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি নিয়ে কর্ণাটকের ডেপুটি সিএম ডি কে শিবকুমারের সঙ্গে দেখা করলেন তাঁর বাসভবনে গিয়ে।
উল্লখ্য, গত ১৪ মে বেঙ্গালুরুতে ডি কে শিবকুমারের বাসভবনের সামনে পোস্টার পড়ে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দাবিতে। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার একদিন পরে এটি ঘটে৷ এর আগে সিদ্দারামাইয়াকে পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দাবিতে একই রকম পোস্টার দেখা গিয়েছিল।
সূত্র- লেটেস্টলি
বিশদে পড়তে এখানে ক্লিক করুন