বেকারত্বে দেশের শীর্ষে হরিয়ানা, জানাল সিএমআইই

নভেম্বর মাসে ভারতের সবকটি রাজ্যের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব ছিল হরিয়ানায়। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)-এর সাম্প্রতিক প্রতিবেদনে এমন তথ্যই সামনে এসেছে।
সিএমআইই-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত মাসে বিজেপি শাসিত এই রাজ্যে বেকারত্বের হার ছিল ৩০.৬ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে রাজস্থান। যেখানে বেকারত্বের হার ২৪.৫ শতাংশ। তারপর যথাক্রমে জম্মু ও কাশ্মীর (২৩.৯%), বিহার (১৭.৩%) এবং ত্রিপুরা (১৪.৫%)। পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ৫.৪ শতাংশ।
বেকারত্বের হার সবথেকে কম ছত্তিশগড় রাজ্যে (০.১%)। এরপর রয়েছে উত্তরাখণ্ড (১.২%), ওড়িশা (১.৬%), কর্ণাটক (১.৮%) এবং মেঘালয় (২.১%)।
সূত্র – সিএমআইই
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ইসিএল-এর নোটিশে এক দফায় চাকরি গেল ১৭৩ জন অস্থায়ী কর্মীর

বৃহস্পতিবার সকালে সালানপু্রের অস্থায়ী নিরাপত্তারক্ষীদের কোনোরকম সতর্কতা ছাড়াই ইসিএল কর্তৃপক্ষ বরখাস্তের চিঠি পাঠায়। এই খবর ছড়িয়ে পড়তেই সমস্ত কয়লা খনি বন্ধ করে বিক্ষোভে নামেন অস্থায়ী কর্মীরা। যদিও কিছুটা সময় উৎপাদন বন্ধ রাখা হলেও পরে তা খুলে দেওয়া হয়। ইসিএল-এর বক্তব্য, অতিরিক্ত কর্মী হয়ে যাওয়ার দরুণ এই ছাঁটাই। নিরাপত্তা রক্ষীদের দাবি, ইসিএল ম্যানেজমেন্ট চুরি করার জন্যই টানা কুড়ি থেকে ত্রিশ বছর কাজের পরেও তাদের বসিয়ে দিচ্ছে। প্রসঙ্গত, এর আগে গত জুলাই মাসে ইসিএল-এর মোট ১১টি ইউনিটের অস্থায়ী নিরাপত্তারক্ষীদের বরখাস্ত করেছিল ইসিএল।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
অরুণাচলের পাবলিক সার্ভিস কমিশনে দুর্নীতি, গ্রেফতার আরও ২

অরুণাচল প্রদেশের পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা ২০১৭ এবং অন্য একটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সুপারিনটেনডেন্ট, এসআইসি, অনন্ত মিত্তাল মঙ্গলবার বলেন, আর্থিক দুর্নীতির এই মামলায় এসআইসি এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করেছে।
পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি নিয়ে উত্তাল অরুণাচল প্রদেশের রাজনীতি। ২০১৪ সাল থেকে কমিশনের প্রত্যেকটি পরীক্ষায় অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। তারই তদন্ত করছে এসআইসি। এছাড়া সহকারী ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলার অনুসন্ধান চালাচ্ছে সিবিআই।
সূত্র – দ্য সেনটিনেল
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
হরিয়ানায় এমবিবিএস পড়ুয়াদের বিক্ষোভ

হরিয়ানা রাজ্য সরকারের বন্ড নীতির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চালাচ্ছে এমবিবিএস ছাত্র-ছাত্রীরা। গত বুধবার রাজ্য সরকার নির্দেশ দেয় বন্ড অ্যামাউন্ট ৪০ লাখ থেকে কমিয়ে ৩০ লাখ করার। এছাড়াও আবশ্যিক সরকারি চুক্তি সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়। বিক্ষোভকারীরা হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারর সঙ্গে বৈঠক করে তাদের দাবি হিসেবে জানায়, বন্ড মূল্য সর্বাধিক পাঁচ লাখের বেশি হবে না এবং আবশ্যিক সরকারি চাকরির মেয়াদ এক বছরের বেশি করা যাবে না। সরকার দাবি না মানা পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকবে বলে দাবি করেছেন ছাত্রছাত্রীরা।
সূত্র- টাইমস নাও নিউজ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
সরকারি চাকরিতে নিয়োগের নামে প্রতারণা

সুখেন মাঝি নামে এক ব্যক্তির বিরুদ্ধে লাখ লাখ টাকার প্রতারণা করে গা ঢাকা দিল এক যুবক। জানা গেছে, উত্তর ২৪ পরগনার সোদপুর ঘোলা নিবাসী শেখর হেলা নামের এক যুবককে বেশ কয়েক লাখ টাকার বিনিময়ের স্বাস্থ্যদফতরের বভহুয়ো নিয়োগপত্র দেওয়া হয়। ওই চিঠি নিয়ে চাকরিতে যোগ দিতে গিয়ে বুঝতে পারে আসল ঘটনা। শেখর হেলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক। যদিও অভিযুক্ত পলাতক। পুলিশ তল্লাশি শুরু করেছে।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন