যৌনতাকে শ্রমের স্বীকৃতি! রায় মেলার এক বছর পরেও সুখ নেই সোনাগাছিতে

যৌনকর্মকে পেশার স্বীকৃতি দিতে হবে। এমন দাবি দীর্ঘ দিনের। এক বছর আগে ২০২২ সালের মে মাসে সেই স্বীকৃতি মিলেছিল সুপ্রিম কোর্টের রায়ে। সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছিল, আর পাঁচটা পেশার মানুষের মতো যৌনকর্মীদেরও সমমর্যাদা ও সমান অধিকার রয়েছে। একই সঙ্গে এই পেশায় আসা কর্মীদের কাজে অহরহ পুলিশি হস্তক্ষেপ এবং ফৌজদারি মামলা দায়েরের প্রবণতাতেও লাগাম পরিয়েছিল আদালত।
খুশিতে ফেটে পড়েছিল এশিয়ার বৃহত্তম যৌনকর্মীদের পাড়া সোনাগাছি। গোটা রাজ্যেই আবির খেলেছিলেন যৌনকর্মীরা। কিন্তু এক বছর পরে তাঁরা বুঝেছেন, ওই রায়ে দিন বদলায়নি। কলকাতায় কিছুটা কম হলেও এখনও যৌনকর্মীদের সামাজিক ও প্রশাসনিক লাঞ্ছনার মুখে পড়তে হচ্ছে। আর অনেক দিন ধরে তোলা শ্রমিকের মর্যাদা পাওয়ার দাবি এখনও অধরাই রয়ে গিয়েছে। ১ মে, শ্রমিক দিবসের দিনেও সেই অধরা স্বপ্নের কথা কলকাতার যৌনকর্মীদের মুখে।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
৫ বছরে কমবে ২২% চাকরি! শ্রমিক দিবসে আশঙ্কার রিপোর্ট

আন্তর্জাতিক শ্রমিক দিবসেই আশঙ্কার রিপোর্ট প্রকাশ করল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আগামী পাঁচ বছরে চাকরি পাওয়ার তুলনায় কাজ হারানোর সংখ্যা অনেক বাড়বে, এমনটাই দাবি করা হয়েছে সংস্থার রিপোর্টে। তার অন্যতম প্রধান কারণ হল এআইয়ের মতো প্রযুক্তির উত্থান। যান্ত্রিক প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়ার ফলেই মানুষকে নিয়োগের প্রবণতা কমবে বলেই দাবি রিপোর্টে।
বিশ্বজুড়ে মোট ৮০৩টি সংস্থার উপর সমীক্ষার ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সেখানে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বজুড়ে ৬ কোটি ৯০ লক্ষ নতুন চাকরি তৈরি হবে। এই একই সময়ের মধ্যে ৮ কোটি ৩০ লক্ষ চাকরি বাতিল হয়ে যাবে। অর্থাৎ, চাকরির সংখ্যা ২৩ শতাংশ কমে যাবে। কারণ মানুষের কাজগুলি যন্ত্রই করে দিতে পারবে।
সূত্র- সংবাদ প্রতিদিন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
বাড়িতে বসেই কাজ! প্রলোভন দেখিয়ে বেকার যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা

অনলাইনের ব্যবহার যত বাড়ছে ততই সাইবার প্রতারণাও বেড়ে চলেছে। কখনও ঋণ পাইয়ে দেওয়ার নামে, কখনও বা টিকিট বুকিংয়ের নামে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। এবার বেকার যুবক যুবতীদের কাজ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসছে।
সম্প্রতি পুলিশ এই ধরনের বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে, যেখানে প্রতারকরা এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে বাড়িতে বসেই কাজের প্রলোভন দিচ্ছে। আর সেই ফাঁদে পা দিয়ে অনেকেই হারাচ্ছেন টাকা। বিধাননগর পুলিশ এই ধরনের অভিযোগের তদন্তে নেমে একটি গ্যাং-এর হদিশ পেয়েছে। ওই গ্যাং মূলত শিক্ষিত বেকার যুবকদের টার্গেট করে প্রতারণা করছে বলে অভিযোগ।
সূত্র- হিন্দুস্তান টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
মজুরি কমিয়ে দেওয়ার অভিযোগে শ্রমিক বিক্ষোভ চুঁচুড়ায়

৩০ দিনের জায়গায় ২৬ দিন। গোটা মাসে কর্ম দিনের সংখ্যা কমিয়ে শ্রমিকদের মজুরি কমিয়ে দেওয়ার অভিযোগ। বিক্ষোভ চুঁচুড়া পুরসভায়। তবে পুরসভার বক্তব্য, অস্থায়ী কর্মীদের পাওনা ছুটি বলে কিছু নেই। এমনকি মজুরি নিয়ে কোনও সরকারিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানান চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান।
শনিবার সকাল থেকে কাজের দিন কমিয়ে মজুরি কমানোর প্রতিবাদ দেখান অস্থায়ী কর্মীরা। হুগলি চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ দেখানো হয় অস্থায়ী কর্মীদের তরফে। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। চুঁচুড়া পুরসভা চত্বরে কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ভিনদেশে কাজে গিয়ে বিপদে ছেলে! আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাবার

মালয়েশিয়ায় কাজে গিয়ে বিপদে পড়েছেন মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক। আর সেই ভিডিয়ো বার্তা শুনেই মুর্শিদাবাদে বসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই তিন পরিযায়ী শ্রমিকের মধ্যে এক শ্রমিকের পিতার। জানা গিয়েছে, মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বাসস্ট্যান্ড এলাকা থেকে তিন মাস আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কাজে গিয়ে বিপদে পড়েন তিন যুবক। সেখানে ‘বন্দি’ অবস্থায় দিন কাটাচ্ছেন ৩ যুবক হাসিরুল শেখ (২৭), লুত্ফার শেখ (৩২) এবং শিফন শেখ (২৫)।
জানা গিয়েছে, মুর্শিদাবাদেরই দুই এজেন্টের পাল্লায় পড়ে ‘জাল’ ভিসা নিয়ে ওই তিন যুবক কুয়ালালামপুর শহরে ঢোকেন। কিন্তু রাস্তায় নামলেই পুলিশ ধরে জেলে নিয়ে যাবে এই ভয়ে, আশঙ্কায় এক বাড়িতে প্রায় ‘বন্দি’ অবস্থায় দিন কাটাচ্ছেন তাঁরা। ভিডিয়ো বার্তার মাধ্যমে প্রশাসনের কাছে সাহায্য চেয়ে জানিয়েছেন তাঁরা।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন