শ্রমিক আবাসে হাতির হানা

নিজস্ব সংবাদদাতা: রান্নাঘরের উনুন থেকে শুরু করে টিভি, আলমারি-সহ শ্রমিক আবাসের সব কিছুই গুঁড়িয়ে দিল বুনো হাতি। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা-বাগানের হিন্দুপাড়া ডিভিশনের শ্রমিক মহল্লায়। জানা গেছে, শনিবার গভীর রাতে পার্শ্ববর্তী মোরাঘাট রেঞ্জের জঙ্গল থেকে বেরিয়ে আসে বায়া গণেশ নামে কুখ্যাত একটি দাঁতাল। খাবারের খোঁজে চা-বাগানের শ্রমিক মহল্লায় হানা দেয় হাতিটি। শ্রমিক মহল্লায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। রয়লা পাইক ও পেরতুস মিন্জ নামে দুই শ্রমিকের ঘরবাড়ি ভেঙে তছনছ করে দেয়। রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর ভেঙে গুঁড়িয়ে দেয় দাঁতালটি।
তবে হাতির হামলার সময় কোনওরকমে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক মহল্লার নির্দিষ্ট ওই দু’টি বাড়িতে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছিল বুনো হাতি। সকালেই গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে তাঁদের ত্রিপল ও কম্বল দেওয়া হয়েছে। শ্রমিক মহল্লার বাসিন্দারা হাতির হানার ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে সাড়ে ৬ লাখ টাকা প্রতারণার অভিযোগে এক মহিলাকে নিজেদের হেফাজতে নিল নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম ইচ্ছা সিনহা দাস। মহিলা আগেও অন্য একটি মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে অভিযোগ, সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পারচেজ ম্যানেজার পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় সে। তাঁর কাছ থেকে মোটা টাকাও নেয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত।
তদন্তে নেমে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। আগেও মহিলার বিরুদ্ধে মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়া ও সরকারি নথি জালের অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। বর্তমানে নরেন্দ্রপুর থানার পুলিশ চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগের তদন্ত শুরু করেছে।
চাকরির টোপ দিয়ে প্রতারণা

নিজস্ব সংবাদদাতা: প্রাইমারি স্কুলে শিক্ষকের চাকরির টোপ দিয়ে ১২ লক্ষ টাকা প্রতারণা। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্ত ষষ্ঠী পাড়ুইকে। ষষ্ঠী কাটোয়ার পাঁচঘড়া গ্রামের বাসিন্দা। ষষ্ঠীকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক।
‘প্রতারিত’ কাটোয়ার রাধাকৃষ্ণপুরের বাসিন্দা অলোক প্রামাণিক জানান, ‘ষষ্ঠী আমার আত্মীয়। বলেছিল মন্ত্রী-আমলাদের সঙ্গে আমার দহরম-মহরম। বিশ্বাস করেছিলাম। ঠকব ভাবিনি।’
৩৬,০০০ কর্মী ছাঁটাইয়ের মুখে

নিজস্ব সংবাদদাতা: ১৬৭ বছরের পুরনো ব্যাঙ্ক ক্রেডিট সুইসকে সঙ্কট থেকে উদ্ধার করতে এগিয়ে এসেছিল ইওরোপের আরেকটি বৃহৎ ব্যাঙ্ক ইউবিএস। ইউবিএস ক্রেডিট সুইস কিনে নেওয়ায় আপাতত এড়ানো গেছে ইওরোপের ব্যাঙ্কিং ক্ষেত্রের সমস্যা। তবে এবার সঙ্কট ঘনাচ্ছে অন্য দিক থেকে। দুই ব্যাঙ্ক মিলে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে বিশ্বজুড়ে এই দুই ব্যাঙ্কের ৩৬ হাজার কর্মীর ভবিষ্যৎ। আগামী দিনে এই সব কর্মীকে ছাঁটাই করা হতে পারে বলে রবিবার জানিয়েছে সুইস সাপ্তাহিক সোনট্যাগং জাইটুং।
ক্রেডিট সুইসকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে তড়িঘড়ি এগিয়ে এসেছিল সুইৎজারল্যান্ডের সরকার। বিশ্বজুড়ে ত বটেই ভারতেও প্রভাব ফেলতে পারে ক্রেডিট সুইসের সঙ্কট, এই আশঙ্কায় ইউবিএস যাতে ক্রেডিট সুইস কিনে নেয় তার ব্যবস্থা করা হয়। রবিবারই নাম প্রকাশ না করে ব্যাঙ্কের একটি সূত্র জানায়, এখন ইউবিএসের ২০ থেকে ৩০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা ভাবা হচ্ছে। যার মানে ২৫ থেকে ৩৬ হাজার কর্মীর চাকরি অনিশ্চিত।
ছাঁটাইয়ের প্রতিবাদে তুমুল বিক্ষোভ মেদিনীপুর মেডিক্যালে

নিজস্ব সংবাদদাতা: ছাঁটাইয়ের প্রতিবাদ জানিয়ে কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখালেন জিডিএ এবং সাফাই কর্মীরা। রবিবার এই ঠিকা কর্মীরা ওয়ার্ড মাস্টারের ঘর ঘেরাও করে বিক্ষোভ অবস্থান করে প্রতিকার চান। পরে তাঁরা জেলাশাসকের সঙ্গে দেখা করে সমস্যার সমাধানের দাবি তোলেন। শনিবার রাতেই নোটিস ঝুলিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সকালে কাজে এসে কর্মীরা দেখেন তাঁদের অধিকাংশেরই কাজ বাতিল করা হয়েছে।
দীর্ঘ ১০-১১ বছর ধরে স্বল্প পারিশ্রমিকে কাজ করেও হঠাৎ করে শতাধিক কর্মরত কর্মীদের ছাঁটাই করে নতুন তালিকা প্রকাশ করা হয়। কী কারণে ছাঁটাই তা নিয়ে প্রশ্ন তোলেন কর্মীরা।