জম্মুতে সরকারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিপ্রার্থীরা বুধবার জম্মুতে পরীক্ষা পরিচালনার জন্য নিয়োগকারী এজেন্সি পরিবর্তন করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন। আন্দোলনকারীরা এদিন রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। কিন্তু সরকার এ বিষয়ে উদাসীন। নিয়োগ বন্ধ রয়েছে”। এছাড়াও তাঁদের অভিযোগ, প্রতিবার পরীক্ষা নেওয়ার জন্য কালো তালিকাভুক্ত এজেন্সিগুলিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সরকার জেনেবুঝেই তরুণদের হতাশ করছে।
সূত্র- এক্সেলসিওর নিউজ
বিশদে জানতে ভিডিওটি দেখুন
জিএসটি অভিযানের প্রতিবাদ জানালেন ব্যবসায়ীরা

জলন্ধরের বস্তি নাউ এলাকায় জিএসটি দল একটি খেলনার দোকান পরিদর্শন করে। বেশ কয়েকজন উদ্যোগপতি ও ব্যবসায়ীরা এর প্রতিবাদ জানান। দোকানের বাইরে তাঁরা বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীদের দাবি, দলটি দোকানের মালিককে হুমকি দেয়। তাঁদের সঙ্গে জিএসটি দল খারাপভাবে ব্যবহার করে। যদিও উদ্যোগপতি ও ব্যবসায়ীরা জিএসটি দলটির সঙ্গে সহযোগিতা করেছেন বলে জানান।
দোকানের মালিক বলেন, সরকারের উচিত এই ধরণের অপ্রয়োজনীয় অভিযান বন্ধ রাখা।
সূত্র- দ্য ট্রিবিউন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কেন্দ্রীয় সরকারের চাকরিতে বিপুল শূন্যপদ

নিজস্ব সংবাদদাতা: দেশে বেকারত্বের হার ঊর্দ্ধমুখী। যুবসমাজ চাকরি না পেয়ে হতাশ। এর মধ্যে খবরে প্রকাশ প্রায় ১০ লক্ষ শূন্যপদ রয়েছে কেন্দ্রীয় সরকারি চাকরিতে, অথচ নিয়োগ হচ্ছে না। উল্লেখ্য, এই ১০ লক্ষ শূন্যপদের মধ্যে প্রায় ২.৯৩ লক্ষ পদ খালি পড়ে রয়েছে রেলে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে কর্মসংস্থানের প্রশ্নে কেন্দ্র বিশেষ কোনওভাবে উদ্যোগী না হওয়ায় যুব সমাজ বিজেপি’র ওপর ক্ষুব্ধ। যুব সমাজের নজর ঘোরাতে তাই দেশের বিভিন্ন প্রান্তে গত বছর থেকে রোজগার মেলা শুরু করেছে মোদি সরকার। কিন্তু তা সত্ত্বেও দেশের যুব সমাজের বেকারত্ব মিটবে কিনা এ প্রশ্ন থেকেই যায়।
বাজেট ইস্যুতে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে নিশানা করলেন রাহুল গান্ধি

কংগ্রেস নেতা রাহুল গান্ধি ট্যুইটারে ২০২৩-এর কেন্দ্রীয় বাজেট নিয়ে আক্রমণ করলেন ইউনিয়ন সরকারকে। এই বাজেটের নিন্দা করে তিনি বলেন, এটিকে অমৃত কাল বাজেটের পরিবর্তে মৃত কাল বাজেট বলা উচিত।
রাহুল গান্ধি বলেন যে এই বাজেটের ফলে দেশে বেকারত্বের হার বাড়বে। বর্তমানে ইতিমধ্যে যুবসমাজের ৪২% চাকরিহীন।
তিনি আরও বলেন, এই বাজেট জনগণের চাহিদা মেটাতে পারবে না। বিশেষ করে দরিদ্র ও যুবকদের উপেক্ষা করা হয়েছে। রাহুল গান্ধির এই ট্যুইট সোশাল মিডিয়াতে খুবই সাড়া ফেলেছে।
সূত্র – নিউজ হেড
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
সিবিআই-এর কাজে অসন্তোষ প্রকাশ করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

“নিয়োগ দুর্নীতির তদন্তে কোথাও না কোথাও ঘাটতি রয়েছে সিবিআইয়ের। তাই, বিচারপতির ক্ষোভ সঙ্গত”। তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সহমত পোষণ করলেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য।
তিনি বৃহস্পতিবার বাম শরিক ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্মেলন উপলক্ষ্যে একটি আলোচনা সভায় যোগ দিয়ে বলেন, “দেশের অন্যতম প্রধান তদন্তকারী সংস্থা সিবিআই। অথচ যে দায়িত্ব বা যোগ্যতা পালন করা উচিত তাদের, তা তারা দেখাতে পারেনি। নারদা সারদা মামলাতেও সিবিআই-এর ভূমিকা ছিল শ্লথ। নারদা-সারদা দুর্নীতিতে রাজ্যের প্রভাবশালী নেতা-মন্ত্রীরা যুক্ত ছিলেন। তা সত্ত্বেও গতি পায়নি সিবিআই তদন্ত। বরং তদন্তকারীরা প্রভাবিত হয়েছেন রাজনৈতিক নেতাদের দ্বারা”। এটা খুবই দুঃখের এবং লজ্জার বলেও বলেন তিনি।
সূত্র- ইটিভি ভারত
বিশদে পড়তে এখানে ক্লিক করুন