ডিপিএল কর্মীদের বদলি রুখতে প্রতিবাদ

২০১৫ সালে বন্ধ হওয়া পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ডিপিএল-এর কোকআভেন প্ল্যান্টের কর্মীদের অন্যান্য সরকারি দফতরে বদলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, এভাবে একটি সরকারি সংস্থাকে কার্যত পঙ্গু করার চক্রান্ত করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বুধবার ডিপিএলে বিক্ষোভ দেখায় সিটু-সহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ডিপিএলের মালিকানা যায় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের হাতে। শুরু হয় উদ্বৃত্ত কর্মী কমানোর উদ্যোগ। বন্ধ কোকআভেন প্ল্যান্টের প্রায় ২৫৯ জন কর্মীকে অন্যত্র বদলির উদ্যোগ শুরু হলেও, তা সে ভাবে কার্যকর হয়নি। ২০২১-এর নভেম্বরে অর্থ দফতরের অনুমোদন নিয়ে বিদ্যুৎ দফতরের তরফে নির্দেশিকা দেওয়া হয় ওই কর্মীদের অন্য সরকারি দফতরে বদলি করা হবে। এর বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছেন ডিপিএল-এর কর্মীরা।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ত্রিপুরায় ফার্মাসিস্ট পদে অবিলম্বে নিয়োগের দাবি তুললেন চাকরিপ্রার্থীরা

ত্রিপুরায় বিজেপির শাসনে স্বাস্থ্য বিভাগে নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। যোগ্য ফার্মাসিস্ট চাকরিপ্রার্থীরা আবারও আগরতলার গোর্খাবস্তি অফিসে স্বাস্থ্য সেবা পরিচালকের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন। চাকরিপ্রার্থীরা সাংবাদিকদের বলেন, “এই নিয়ে অষ্টমবার আমরা নিয়োগের দাবিতে স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিচ্ছি”।
২০২১ সালের ৮ ডিসেম্বর ২৫ জন আয়ুর্বেদিক এবং ২২ জন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্ত নেয় ত্রিপুরা মন্ত্রীসভা। কিন্তু ঘোষণার পর ১ বছর কেটে গেলেও নিয়োগ প্রক্রিয়ার কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের কাছে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
সূত্র – ত্রিপুরা টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, হরিদ্বারে গ্রেফতার ৪

বেকারদের সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্রের হদিশ মিলল হরিদ্বারে। বৃহস্পতিবার পুলিশ জানায়, এই ঘটনায় এক মহিলা-সহ মোট চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারকদের নাম বিজয় নটিয়াল, রেণু, নীতিন এবং সিদ্ধার্থ। পুলিশ আধিকারিকরা জানান, তাঁরা হরিদ্বার এবং দেশের অন্যান্য অংশ থেকে ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছেন, যার ভিত্তিতে একটি অভিযান চালানো হয় এবং চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশ সূত্রে জানা গেছে একজন অভিযুক্ত পলাতক। অভিযুক্তের নামে ১০০০০ টাকার নগদ পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, একজন ভুক্তভোগী প্রতারণার কথা জানতে পেরে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করার ফলে প্রতারণা চক্রটির কার্যকলাপ সামনে আসে। এই চক্রটি রুরকি, বহদারাবাদ, ম্যাঙ্গালোর, কালিয়ার এবং হরিদ্বার-সহ দেশের বিভিন্ন অংশ থেকে লোকেদের প্রতারণা করেছে বলে অভিযোগ। হরিদ্বারের এসএসপি অজয় সিং বলেন, “পুলিশ তাদের কাছ থেকে জাল নিয়োগ শংসাপত্র, জাল মার্কশিট, ৯০০০০ টাকা নগদ, এক ডজন মোবাইল, সেনাবাহিনী ও পুলিশের ইউনিফর্ম উদ্ধার করেছে।”
সূত্র- দ্য প্রিন্ট
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
পোলট্রি ফার্ম ভেঙে দেওয়ায় পথে নামলেন মহিলারা

নদিয়ার তেহট্টের ধাওড়াপাড়ায় বৃহস্পতিবার পোলট্রি ফার্ম ভেঙে দেওয়ার অভিযোগে আদিবাসী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁরা দাবি করেন, ধাওড়াপাড়ায় ২০২৮ সাল পর্যন্ত লিজ নিয়ে পোলট্রি ফার্মে তাঁরা দীর্ঘ কয়েক বছর ধরেই ব্যবসা করে আসছেন। কিন্তু ২০২৮ সাল পর্যন্ত জমি লিজ নেওয়া থাকলেও মালিকপক্ষ এখনই সেই জমি দখল করতে চাইছে।
বুধবার রাতে মালিকপক্ষের দুষ্কৃতিরা আদিবাসী স্বনির্ভর গোষ্ঠীর পোলট্রি ফার্মে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই হামলার প্রতিবাদেই তাঁরা রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
সূত্র – পাবলিক অ্যাপ
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
লাদাখে দ্রুত নিয়োগ-সহ নানা দাবিতে বিক্ষোভ

রোজগার, জমি, গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাংবিধানিক সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করেন লাদাখের বাসিন্দারা। লাদাখকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করার পরে সেখানকার বহু অধিবাসী বুঝতে পেরেছেন যে তাঁরা নানা ক্ষেত্রে সাংবিধানিক সুরক্ষা হারিয়েছেন। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোট বাঁধতে দেখা যায় বৌদ্ধ এবং মুসলমান নাগরিকদের ।
দেশে বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বেশি। এছাড়াও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করায় সেখানকার বিপুল সংখ্যক মানুষ খুশি নয়। লাদাখের মানুষের বেকারত্ব ও অন্যান্য সমস্যাগুলি নিয়ে কেন্দ্রীয় সরকার উদাসীন। তারা কর্মসংস্থানের সুযোগ তৈরি করা তো দূর, ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতিতে ব্যস্ত। লাদাখের যুবসমাজের বড় অংশ কর্মসংস্থানের সুযোগ না পেয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন।
সূত্র- নিউজ লন্ড্রি
বিশদে পড়তে এখানে ক্লিক করুন