পাটনায় চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

সোমবার বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের অফিসের বাইরে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। বিহার সরকারের জুনিয়ার ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা অনেকদিন আগে হয়ে গেলেও চূড়ান্ত ফল ঘোষণায় দেরির কারণে এদিন চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সোমবার প্রায় ৫০০ জন চাকরিপ্রার্থী বিজেপি, আরজেডি, জেডি(ইউ)-এর অফিস ঘেরাও করে সরকার-বিরোধী স্লোগান দিতে থাকেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আন্দোলন শান্তিপূর্ণভাবে হলেও পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করেছে। দীর্ঘদিনের বকেয়া ফলাফল অবিলম্বে প্রকাশ করার দাবিও তোলেন তাঁরা।
সূত্র – দ্য টাইমস অফ ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
স্থায়ী চাকরির দাবিতে চুক্তিভিত্তিক কর্মীদের পদযাত্রা

বিভিন্ন পদে চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্টের প্রচুর চুক্তিভিত্তিক কর্মী বারাণসী থেকে দিল্লির দিকে যাত্রা করেছেন। বাইশ দিন ধরে একটানা ৮৭০ কিলোমিটার পথ অতিক্রম করবেন তাঁরা। তাঁদের দাবি, চাকরিতে স্থায়ীকরণের পাশাপাশি মজুরি বৃদ্ধি করতে হবে।
পদযাত্রাটি ৯ জানুয়ারি শুরু হয়েছিল। পয়লা ফেব্রুয়ারি শেষ হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিজেপি সরকারের কাছে তাঁদের প্রাপ্য দাবি গুলোকে সামনে তুলে ধরা হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হবে।
সূত্র- নিউজ ক্লিক
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
নিউ জলপাইগুড়ি স্টেশনে ব্রাত্য স্থানীয় ঠিকা শ্রমিকেরা

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনকে আমূল বদলে দিতে কাজে হাত দিয়েছে রেল মন্ত্রক। সেখানে ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে। অথচ সেই কাজে স্থানীয় ঠিকা শ্রমিকদের জায়গা মেলেনি। বিশ্বমানের এই স্টেশনকে সাজাতে নিয়ে আসা হয়েছে বাইরের শ্রমিকদের। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তাঁরা আশায় ছিলেন নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পুনরুন্নয়ন প্রকল্পে তাঁদের কাজ মিলবে। কিন্তু স্থানীয় ঠিকা শ্রমিকদের সেই আশা এখন হতাশায় পরিণত হয়েছে।
এমনিতেই রাজ্যে এবং গোটা দেশে অসংগঠিত শ্রমিকদের কাজের বাজার ক্রমশ সংকুচিত হচ্ছে। তার মধ্যে কেন্দ্রের রেলমন্ত্রকের এই হঠকারী সিদ্ধান্ত কেন্দ্র-রাজ্য সংঘাত যে আরও বাড়াবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সোমবার স্থানীয় শ্রমিকদের নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় এনজিপি জাতীয়তাবাদী রেলওয়ে ঠিকা শ্রমিক ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে মিছিল করে প্রকল্পের জায়গায় গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁরা দাবি করেন অবিলম্বে স্থানীয় ঠিকা শ্রমিকদের কাজে নিয়োগ করতে হবে। শ্রমিক সংগঠনটি দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
চাকরি দুর্নীতি মামলায় তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারিতে অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। এবার জানা গেল, চাকরিপ্রার্থীরা দফায় দফায় ৬ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষকে । কিন্তু চাকরি তো মেলেইনি, উল্টে একটা টাকাও ফেরত পাননি কেউ।
ইডি-র হাতে ধৃত যুব তৃণমূল নেতা সম্পর্কে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বলাগড়ের বাসিন্দা পিয়ালি চৌধুরী। বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর ২০১৪-র টেট উত্তীর্ণ বলে নিজেকে দাবি করেছেন তিনি।তাঁর অভিযোগ, স্কুলে চাকরি পাইয়ে দিতে ৮ লক্ষ টাকা চেয়েছিলেন কুন্তল ঘোষ। তার মধ্যে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। চাকরি না মেলায়, আড়াই লক্ষ টাকা ফেরত দিলেও, বাউন্স করে ২ লক্ষ টাকার চেক।
ধৃত যুব তৃণমূল নেতার সম্পর্কে সংবাদ মাধ্যমের কাছে একই রকম দাবি করেছেন এক প্রতারিত চাকরিপ্রার্থীর বাবা।
সূত্র- এবিপি আনন্দ
বিশদে জানতে ভিডিওটি দেখুন
চাকরিতে নিরাপত্তার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি পাঞ্জাবে

পাঞ্জাবে আউটসোর্সের ভিত্তিতে নিয়োজিত কর্মীদের অভিযোগ, তাঁদের উপযুক্ত সুযোগ-সুবিধা সঠিকভাবে পাচ্ছেন না। সরকার নিয়মিতভাবে যে প্রতিশ্রুতিগুলি দেবার কথা বলে, সেটা সঠিকভাবে পূরণ করা হয়নি। তাই সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে আউটসোর্সড কর্মীদের। উল্লেখ্য, পাঞ্জাবে এই ধরনের কর্মচারীর সংখ্যা এক লাখের বেশি।
এই কর্মীদের স্থায়ী চাকরি-সহ নানা দাবিতে খুব শীঘ্রই রাস্তায় নামবেন বলে জানালেন থেকা মুলাজিম সংগ্রাম মোর্চার প্রধান গুরবিন্দর সিং। আউটসোর্সের ভিত্তিতে নিয়োজিত কর্মীদের মধ্যে ক্রমশ অসন্তোষ বাড়ছে। গুরবিন্দর বলেন, সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হতে পারে।
সূত্র- দ্য ট্রিবিউন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন