গিগ কর্মীদের নিরাপত্তায় ধোয়াঁশা রাখছে কেন্দ্রীয় সরকার

ভারত তথা সারা বিশ্বেই গিগ কর্মীদের অবস্থা সংকটজনক। সংসদে বিরোধী দলের প্রতিনিধিরা গিগ কর্মীদের চাকরি এবং সামাজিক নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করতে বলেন। বৃহস্পতিবার শ্রমমন্ত্রী রামেশ্বর তেলিকে এ বিষয়ে একটি প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।
সুইগি, জোমাটো এবং অ্যামাজনের মতো খাদ্য এবং গৃহস্থালির পণ্য সরবরাহকারী সংস্থাগুলি এবং আরবান কোম্পানি এবং উবারের মতো পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি লোকেদের কাজ করার জন্য তাদের প্ল্যাটফর্মগুলি অফার করে। কিন্তু গিগ কর্মীরা কোম্পানির কর্মচারীদের মর্যাদা পান না এবং পারিশ্রমিক যুক্ত থাকে তাঁরা কতটা অ্যাসাইনমেন্ট বা ডেলিভারি সম্পন্ন করেন তার সঙ্গে। গিগ কর্মীদের জন্য কোনো বেতনের ছুটি বা প্রভিডেন্ট ফান্ড বা পেনশন নেই। সম্প্রতি কিছু কোম্পানি চিকিৎসা ও দুর্ঘটনা বিমা চালু করলেও দেশের সরকার গিগ কর্মীদের চাকরির নিরাপত্তা নিয়ে এখনও উদাসীন।
সূত্র- দ্য টেলিগ্রাফ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
মনরেগা তহবিল হ্রাসের বিরুদ্ধে আদিবাসীদের প্রতিবাদ

ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সোনুয়া ব্লকের ১০০ জনেরও বেশি আদিবাসী গ্রামবাসী কেন্দ্রীয় বাজেটে মনরেগা তহবিল হ্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবাদপত্রও পাঠিয়েছেন।
মনরেগা তহবিল হ্রাসের ফলে বেশ কয়েকজন মানবাধিকার কর্মী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সরকার গ্রামীণ কাজের গ্যারান্টি প্রকল্পটি বন্ধ করার চেষ্টা করছে। যা কোভিড মহামারী চলাকালীন গ্রামে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের উপার্জনের মূল ভিত্তি ছিল।
পশ্চিম সিংভূমের আদিবাসী শ্রমিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্বোধন করে একটি চিঠি তৈরি করেন এবং ঝাড়খণ্ড এনআরইজিএ ওয়াচ এবং এনআরইজিএ সংঘর্ষ মোর্চার নেতৃত্বে সোনুয়া ব্লক অফিসে গিয়ে সোনুয়া ব্লক উন্নয়ন অফিসারের কাছে জমা দেন।
সূত্র- দ্য টেলিগ্রাফ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ডিএ ধর্নার অষ্টম দিনে যোগ দিল আরও ৪টি সংগঠন

পশ্চিমবঙ্গে ডিএ ইস্যুতে বাড়ল জটিলতা। অষ্টম দিনে ধর্নায় যোগ আরও বেশ কিছু সংগঠনের। আগেই ২৮ সংগঠন যোগ দিয়েছিল ধর্নায়। এখনও পর্যন্ত মোট ৩২টি সংগঠন যোগ দিল এই ধর্নায়। স্বচ্ছ নিয়োগ এবং বকেয়া ডিএ’র দাবিতে এই আন্দোলন চলছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার দুপুর ১ টা থেকে রবিবার দুপুর ১ টা পর্যন্ত তাঁরা প্রতীকী অনশন করছেন।
এক আন্দোলনকারী জানান, “সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বিধায়ক, সাংসদ, রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হবে”। আন্দোলনকারীরদে সাফ কথা তাঁদের দাবি সরকার না মানলে ভবিষ্যতে আন্দোলন আরও তীব্র হবে।
সূত্র- টিভি ৯ বাংলা
বিশদে জানতে ভিডিওটি দেখুন
কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থানের কোনো দিশা নেই। এই বলে পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “বাজেটে বেকারদের জন্য একটি কথাও নেই। ভোট এলে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়। আর ভোট গেলে ৪ কোটি চাকরি খেয়ে নেবে। সব শিল্প বন্ধ”।
সূত্র – বিশ্ববাংলা সংবাদ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন