মুম্বইতে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থার বেসরকারীকরণের বিরুদ্ধে ধর্মঘট

মহারাষ্ট্রের রাজধানী মুম্বই শহরে বিদ্যুৎ সংস্থা বেসরকারিকরণের বিরুদ্ধে সোচ্চার হতে মঙ্গলবার রাত থেকে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন তিন রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানির প্রায় ১ লাখ ২৫ হাজার ইঞ্জিনিয়ার এবং কর্মচারী।
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বুধবার বিকেলে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে এই সমস্যাটি নিয়ে আলোচনা করতে এবং ধর্মঘট প্রত্যাহার করার প্রস্তাব দিয়ে একটি বৈঠক ডেকেছেন।
মহারাষ্ট্র স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডের হোল্ডিং কোম্পানির পরিচালক বিশ্বাস পাঠক বলেন, “আমরা ইউনিয়নগুলোকে অনুরোধ করছি ধর্মঘটে না যাওয়ার জন্য। সরকার আলোচনার জন্য প্রস্তুত। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ফড়নবিস ইউনিয়ন নেতাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন”।
সূত্র- হিন্দুস্তান টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
সাঁওতালি মাধ্যমের স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যোগ্য চাকরিপ্রার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের এক বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করল আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল।
বিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ, ২০১৮ সাল থেকে এই বিদ্যালয় সাঁওতালি মাধ্যমে পঠন-পাঠন শুরু হলেও এই মাধ্যমে স্থায়ী কোনও শিক্ষক নিয়োগ হয়নি। আর তার ফলে ব্যাহত হচ্ছে পঠন-পাঠন। বঞ্চিত হচ্ছে সাঁওতালি মাধ্যমের পড়ুয়ারা। আর তাই মঙ্গলবার সকাল থেকে বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে শুরু হয় বিক্ষোভ আন্দোলন কর্মসূচি। ঘটনাস্থলে উপস্থিত হয় দাঁতন থানার বিশাল পুলিশ বাহিনী।
সূত্র- টিভি ৯ বাংলা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
বেকারত্ব ইস্যু থেকে নজর ঘোরাচ্ছে বিজেপি: শরদ পাওয়ার

এনসিপি প্রধান শরদ পাওয়ার মঙ্গলবার বেকারত্ব ও মুদ্রাস্ফীতির প্রশ্নে বিজেপি-কে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি মূল আর্থিক ইস্যু থেকে নজর ঘোরাচ্ছে। পুনের বারমতিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন বিজেপি ‘লাভ জেহাদ’-এর মতো বিতর্কিত ইস্যুকে সামনে এনে মানুষের রোজকার যন্ত্রণাকে আড়াল করতে চাইছে। পাওয়ার উল্লেখ করেন যে বিজেপি কেন্দ্র এবং মহারাষ্ট্র রাজ্য দু’জায়গাতেই ক্ষমতায় রয়েছে। কিন্তু তাদের জনবিরোধী নীতির ফলে বেকারত্ব বাড়ছে। ফলে যুবসমাজ অবসাদগ্রস্ত হয়ে পড়ছে।
সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
তামিলনাড়ুতে স্থায়ী কাজের দাবিতে নার্সদের বিক্ষোভ

তামিলনাড়ু মেডিকেল রিক্রুটমেন্ট বোর্ড (এমআরবি) থেকে নিয়োজিত চুক্তিভিত্তিক নার্সদের সংগঠন স্টাফ নার্সেস এমপাওয়ারমেন্ট অ্যাসোসিয়েশন সোমবার মাদুরাই জেলা কালেক্টরেটে বিক্ষোভ প্রদর্শন করে। দাবি তোলে, তাঁদের চাকরিতে স্থায়ী করতে হবে এবং চাকরির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ২০২০ সালে অতিমারীর সময় চুক্তির ভিত্তিতে এই নার্সদের নিয়োগ করা হয়েছিল।
স্টাফ নার্সেস এমপাওয়ারমেন্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি টি রাজি এবং রাজ্য যুগ্ম সম্পাদক এস কে সুজাতার নেতৃত্বে প্রায় ৫০ জন মেডিকেল রিক্রুটমেন্ট বোর্ড (এমআরবি) নার্স বিক্ষোভের সময় ব্যানার নিয়ে স্লোগান দিতে থাকেন।
স্টাফ নার্সেস এমপাওয়ারমেন্ট অ্যাসোসিয়েশনের রাজ্য যুগ্ম সম্পাদক এস কে সুজাতা বলেন, “২০২০ সালে লিখিত পরীক্ষার পরে ছয় মাসের চুক্তিতে অস্থায়ী ভিত্তিতে ৩২০০ জন নার্স নিয়োগ করা হয়েছিল। তারপর অতিমারী পরিস্থিতি আরও খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে নার্সদের চাকরি ছয় মাসেরও বেশি বাড়ানো হয়েছিল। যদিও রাজ্য সরকার আশ্বস্ত করেছিল যে তারা নার্সদের শূন্যপদ পূরণ করার সময় অস্থায়ী এমআরবি নার্সদের অগ্রাধিকার দেবে। কিন্তু এখনও রাজ্য সরকার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।
সূত্র- দ্য টাইমস অফ ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ওড়িশার অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ সাময়িক স্থগিত

ওড়িশার অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং তাঁদের সহযোগীদের বিক্ষোভ-অবস্থান কর্মসূচি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। ওড়িশা সরকারের সঙ্গে আলাপ আলোচনার পর অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং তাঁদের সহযোগীরা এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
উল্লেখ্য, অঙ্গনওয়াড়ি কর্মীরা এর আগে প্রায় দেড় মাস ধরে চলা আন্দোলনে তাঁদের ৮ দফা দাবি রাজ্য সরকার না মানার জন্য ওড়িশার মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার সিদ্ধান্ত নেন। সেই মতো লোয়ার পিএমজি থেকে নবীন নিবাস অবধি একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। রাজমহল স্কোয়ারের কাছে পুলিশ তাঁদের রাস্তা আটকে দেয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি প্রতিনিধি দল ওড়িশার মুখ্যসচিব শরৎ মহাপাত্রের সঙ্গে দেখা করেন এবং তাঁদের দাবিগুলি নিয়ে আলোচনা করেন। রাজ্য সরকারের আশ্বাস পেয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং তাঁদের সহযোগীরা বিক্ষোভ-অবস্থান কর্মসূচি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত স্থগিত করার কথা ঘোষণা করেন।
সূত্র- কনক নিউজ