বেকারত্ব ইস্যুতে সিপিএমের দেশজোড়া আন্দোলন

দেশব্যাপী বেকারত্ব, দারিদ্র্য ও সাধারণ মানুষের জীবিকায় অনিশ্চয়তার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি সিপিএম প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে। দেশের সর্বত্র গণসংগঠনগুলো কর্মসূচির আয়োজন করবে।
এর মধ্যে কৃষক ও শ্রমিকদের সংসদ অভিযানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বাজেট নিয়েও একাধিক দাবিতে সিপিএম নেতারা সরব হবেন।
সূত্র: ইটিভি ভারত
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
পাঞ্জাবের সাঙ্গরুরে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

চাকরির দাবিতে উত্তাল হয়ে উঠল পাঞ্জাবের সাঙ্গরুর। পাঞ্জাব পুলিশের ২০২১ সালের সমস্ত নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক ভাবে শেষ করার দাবি ওঠে বিক্ষোভ থেকে। আন্দোলনকারীদের বক্তব্য, সরকার ৩২৭০ জন প্রার্থীকে ডিউটিতে যোগদানের অনুমতি দিয়েছে। বাকি ১১০০ জন এখনও অপেক্ষা করছেন।
চাকরিপ্রার্থীরা রবিবার মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা জানান, সরকার চাকরি দিতে ব্যর্থ। এরপর আন্দোলন আরও তীব্র হবে। সরকারের অবিলম্বে উচিত যোগদানের তারিখ ঘোষণা করা।
সূত্র- দ্য ট্রিবিউন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
খনিগর্ভে দুর্ঘটনা, মৃতদেহ আটকে শ্রমিকদের বিক্ষোভ

বাঁকোলোর কয়লাখনিতে খনিগর্ভে দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। উচ্চপদস্থ কর্তৃপক্ষকে এর জন্য দায়ী করলেন শ্রমিকরা। দেহ আটকে তাঁদের বিক্ষোভ চলে পাঁচ ঘণ্টা ধরে।
শ্রমিকের এই দুর্ঘটনার পর কয়লাখনিতে কোনও চিকিৎসক না থাকার ফলে চিকিৎসা সম্ভব হয়নি। এরপর উত্তেজিত হয়ে পড়েন শ্রমিকরা। কয়লাখনির শ্রমিক সংঘটনের নেতা আনারুল ইসলাম বলেন, খনিগর্ভে কর্তৃপক্ষের যে নিয়মগুলো মানার কথা সেগুলো তারা নিজেরাই মানেন না।
সূত্র – ইটিভি ভারত
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
চাকরিপ্রার্থীদের মামলার নামে টাকা তোলা হয়েছে, নজর ইডির

শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা চলছে। এবারে সেই মামলায় নয়া তথ্য সামনে এল।
মামলা করার নামে কোটি কোটি টাকা শিক্ষাকর্মীদের থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ। মামলাতে ধৃত কুন্তল ঘোষকে জেরা করে ইডি তদন্তকারীদের কাছে এই তথ্য সামনে এসেছে।
ইডির সন্দেহ, প্রাথমিক প্রার্থীদের পাশাপাশি এসএসসি চাকরিপ্রার্থীরাও জড়িত আছেন এর মধ্যে। আশঙ্কা করা হচ্ছে কুন্তল ঘোষ চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতে পারেন।
সূত্র – এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন