বসিরহাটে কাজের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: সোমবার বসিরহাটে কাজের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। আন্দোলনকারীদের দাবি সমস্ত গরিব মানুষকে খাদ্য সুরক্ষার রেশন কার্ড দেওয়া, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পরিশোধ করা এবং পুনরায় কাজ চালু করা, ৬০ বছরের ঊর্দ্ধে সমস্ত গরিব মানুষকে কমপক্ষে মাসিক ৬০০০ টাকা ভাতা এবং অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার দাবি জানানো হয়। এই দাবিগুলি নিয়ে সিপি(আই)এম সন্দেশখালি-১ এরিয়া কমিটির উদ্যোগে সোমবার গণডেপুটেশন দেওয়া হয়।
উল্লেখ্য, কর্পোরেট পুঁজির স্বার্থে নির্লজ্জভাবে ১০০ দিনের বরাদ্দ কমিয়েছে সরকার। কাজের দাবিতে তাই সোমবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হল। বিক্ষোভ থেকে ১০০ দিনের কাজের দাবি জানানো হল। ১০০ দিনের কাজ স্বচ্ছভাবে বণ্টন হলে শ্রমিকদের আর ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন পড়বে না বলেও জানান বিক্ষোভকারীরা।
বেকারত্ব ইস্যুতে অভিনব প্রতিবাদ রাজস্থানের বিধায়কের

আলওয়ারে বেহরোর নির্বাচনী এলাকা থেকে বিধায়ক বলজিত যাদব সোমবার জয়পুরের সেন্ট্রাল পার্ক থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। যুবক ও কৃষক শ্রমিকদের ওপর অন্যায় অবিচারের প্রতিবাদে তিনি আন্দোলনে নেমেছেন।
সেন্ট্রাল পার্ক থেকে তিনি দৌড় শুরু করে ৯১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারের বিরুদ্ধে এই দৌড়ের মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হয়। তিনি সরকারকে নিশানা করে সাংবাদিকদের বলেন সরকার দাবিগুলি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। শুধু আশ্বাস দিলেই হবেনা।
সূত্র – ফার্স্ট ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
বাজেট ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন সোনিয়া গান্ধি

২০২৪ এর লোকসভা ভোটের আগে নতুন বাজেটে মূল্যবৃদ্ধি, আয়ের পরিমাণ হ্রাস ও বেকারত্বের মতো সমস্যাগুলো সামনে এসেছে। এতে ভারতীয়রা চরম দুর্ভোগে। নানা ধরনের সংকট দেখা দিচ্ছে। সম্প্রতি ভারত জোড়ো যাত্রা শেষ হয়েছে। এই যাত্রার মধ্যে দিয়ে ভারতের আর্থিক দূরাবস্থার কথা উঠে এসেছে।
সোনিয়া গান্ধি জানিয়েছেন মোদি সরকারের এ যেন গরিব মানুষের ওপর নীরব ধর্মঘট। শ্রমজীবী মানুষেরা তাঁদের ন্যায্য বেতন পেতে লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রকল্পগুলির অধীনে থাকা কর্মীরা সঠিক সময়ে বেতন পাচ্ছেন না।
সূত্র – ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
প্রাথমিক নিয়োগে দুর্নীতি, নেওয়া হয়নি অ্যাপটিটিউড পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি: নিয়োগের আগে চাকরিপ্রার্থীদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা। কিন্তু সেই পরীক্ষা না হয়েই হয়েছে নিয়োগ। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন কয়েকজন চাকরিপ্রার্থী। এদিন সেই মামলায় সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি তা স্পষ্ট।
তিনি এদিন নির্দেশ দেন বিভিন্ন জেলায় যারা ইন্টারভিউ নিয়েছেন তাঁদের মধ্যে ১০ জনকে আদালতে হাজিরা দিতে হবে।
আদালতের নির্দেশে কিছু চাকরিপ্রার্থী সুপারিশ পত্র পেলেও, বাকিরা সেই তিমিরেই

আদালতের নির্দেশে দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কয়েকজন চাকরিপ্রার্থী সুপারিশ পত্র পেলেন। যদিও কয়েকজন চাকরি পেলেও অনেকেই সেই তিমিরেই রয়ে গেছেন। এখনও তাঁরা ফুটপাথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, এর আগে আদালতের নির্দেশে ৫১ জনকে চাকরি দেওয়া হয়।
নতুন যে ১৪ জনকে চাকরির সুপারিশ পত্র দেয়া হয় তাঁদের মধ্যে রয়েছেন আন্দোলনের নেতা ইলিয়াস বিশ্বাস। ইলিয়াসের দাবি আন্দোলনকারী সকলকেই চাকরি দিতে হবে।
সূত্র- টিভি৯ বাংলা