দুই পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল

নিজস্ব সংবাদদাতা: পূর্বস্থলীর মুকসীমপাড়া গ্রাম পঞ্চায়েতের বারোরপারা গ্রামে দুই পরিযায়ী শ্রমিক নুরুদ্দিন শেখ (৩৩) ও নিয়ামত শেখের (২৭) মৃতদেহ বাড়ি ফেরে। তাঁরা কয়েকদিন’ আগে কেরালার মাল্লাপুরমে অন্যান্যদের সাথে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিল। গত মঙ্গলবার কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁরা দু’জন দুর্ঘটনার মধ্যে পড়েন। একজন নির্মীয়মাণ দেওয়াল চাপা পড়েন, অন্যজন ভাড়া থেকে পড়া গিয়ে আহত হন। সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবারই মৃত্যু হয় নুরুদ্দিন শেখের। চিকিৎসারত অবস্থায় বুধবার মৃত্যু হয় নিয়ামত শেখের।
ময়নাতদন্তের পর তাঁদের মৃতদেহ বিমানে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। নুরুদ্দিন শেখের মৃতদেহ বৃহস্পতিবার এবং নিয়ামত শেখের মৃতদেহ শুক্রবার গ্রামে ফিরে আসে। মৃতদেহ গ্রামে পৌঁছালে স্বজন হারানো মানুষজনের আর্তনাদে আকাশ ভারী হয়ে ওঠে।
আত্মঘাতী পান ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা: বর্ধমান শহরের বড়নীলপুরের শান্তিপাড়া এলাকায় এক পানের দোকানের মালিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘরে সিলিং ফ্যানের হুকে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। দড়ি কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃতের নাম স্বপন দাস (৬৬)। নীলপুর বাজারে তাঁর একটি পানের দোকান রয়েছে। মৃতের ছেলে সন্দীপ দাস বলেন, ব্যবসায় মন্দা চলছিল। এতে বাবা মানসিকভাবে ভেঙে পড়ে। মানসিক অবসাদে তিনি। আত্মঘাতী হয়েছেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জনস্বাস্থ্য বিভাগে স্থায়ীকরণের দাবি

নিজস্ব সংবাদদাতা: উত্তরপাড়া জনস্বাস্থ্য বিভাগে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, ইপিএফ, ইএসআই, নিয়মিত বেতন, বকেয়া ডিএ, ষাট বছর উত্তীর্ণ অস্থায়ী কর্মচারীদের অর্থনৈতিক সাম্মানিক ইত্যাদির দাবিতে শুক্রবার গেট সভা হয়।
সভা পরিচালনা করেন শঙ্কর মুখার্জি, সম্পাদক দিলীপ ধর। এছাড়াও বক্তব্য রাখেন অনীক ভট্টাচার্য, দিলীপ দাস। উপস্থিত ছিলেন নয়ন মুখার্জি, বিশ্বজিৎ -মজুমদার প্রমুখ।
ঠিকাদারের কাজ রেগার, পঞ্চায়েতের বোর্ড অন্য প্রকল্পের

নিজস্ব সংবাদদাতা: কাজ না করেই মাথাভাঙা-১ ব্লকের বৈরাগীহাট পঞ্চায়েতের প্রধান শম্পা রায় চৌধুরি, পঞ্চায়েতের সচিব নিত্যানন্দ বর্মণ ও নির্মাণ সহায়ক সত্যেন্দ্র নাথ বর্মণ তুলে নিয়েছেন পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ করা (২১-২২) প্রায় ৮৬ লক্ষ টাকা!
২১ মার্চ এই অভিযোগ লিখিত ভাবে জমা পড়ে মাথাভাঙার মহকুমা শাসকের কাছে। ওই অভিযোগ পত্রে ১৫ জনের স্বাক্ষর রয়েছে। মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল বৈরাগীহাট পঞ্চায়েত এলাকায় নাকি ৪ বার সরেজমিনে তদন্তে এসে সব কিছু ঠিক আছে বলে গেছে এমনটাই দাবি গ্রাম পঞ্চায়েতের প্রধানের।
এদিকে যে ১৫ জন উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন তাঁরাও ফের মহকুমা শাসককে চিঠি দিয়ে জানায় তাঁরা অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছে! দাবি পঞ্চায়েত প্রধানের অভিযোগকারিরা তাদের ভুল বুঝতে পেরেই অভিযোগ তুলে নিয়েছে।
শ্রমিকের ক্ষতিপূরনের দাবি, কারখানার গেট আটকে বিক্ষোভ

মৃত শ্রমিকের ক্ষতিপূরনের দাবির পাশাপাশি আরও বেশ কিছু দাবিকে সামনে রেখে শিল্পতালুকের এক বেসরকারি ইস্পাত কারখানার গেট আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। আন্দোলনলরীদের বোঝাতে এলে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁরা ক্ষোভ প্রকাশ করেন পুলিসকে ঘিরে।
প্রায় এগারো মাস আগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার গোপালপুর শিল্পতালুকে একটি কারখানা থেকে তারেশ মন্ডল নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। কথা ছিল মৃতের পরিবারকে নির্দিষ্ট অংকের একটা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিছু টাকা দেওয়া হলেও ক্ষতিপূরনের বাকি বেশ কয়েক লক্ষ টাকা দেওয়ার প্রশ্নে বারবার ঘোরাচ্ছিল কর্তৃপক্ষ। প্রতিশ্রুতি ছিল পরিবারের একজনের চাকরি মিলবে। অভিযোগ সেই প্রতিশ্রুতিও রক্ষা হয়নি।
সূত্র- জি ২৪ ঘণ্টা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন