ফের বন্ধ ডুয়ার্সের চা বাগান, কর্মহীন প্রায় ১২০০ শ্রমিক

ফের বন্ধের নোটিস ডুয়ার্সের চা বাগানে। কর্মহীন হয়ে পড়লেন প্রায় ১২০০ শ্রমিক। ডুয়ার্সের বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানের ঘটনা। এই নিয়ে গত চার বছরে তিনবার বন্ধ হলো এই চা বাগান। খবর পেয়ে চা বাগানে আসেন তৃণমূলের শ্রমিক সংগঠন জেলা সভাপতি রাজেশ লাকড়া। তিনি বলেন, বাগান খোলার জন্য শ্রমিকদের সঙ্গে লাগাতার আন্দোলনে নামা হবে। শ্রমিকদের জন্য যা করার দরকার তাই করবে সংগঠন।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই বাগানে সমস্যা চলছিল। বাগান ঠিকমতো পরিচর্যা করা হচ্ছিল না। প্রতিদিনের মতোই শনিবারও বাগানে কাজে যোগ দিবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন শ্রমিকরা। কিন্তু শনিবার বাগান থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে শ্রমিকরা কারখানায় গিয়ে দেখেন সেখানে কেউ নেই। স্বাভাবিকভাবে শ্রমিকরা বুঝতে পারেন চা বাগান বন্ধ করে চলে গিয়েছে মালিক কর্তৃপক্ষ।
সূত্র- সিএন নিউজ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
মেলেনি বকেয়া বেতন, দুর্গাপুরে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের

বারবার খবরের শিরোনামে উঠে এসেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা এলাকার সুপার আইরন ফাউন্ডারি লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থার নাম। নিত্যদিন এই কারখানায় লেগেই থাকে শ্রমিক বিক্ষোভ। কখনও এলাকায় দূষণ ছড়ানোর জন্য কারখানা বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা, আবার কখনও এলাকার বেকার যুবকরা এই কারখানায় কাজ থেকে বঞ্চিত বহিরাগতরা কাজ পাচ্ছেন, এই দাবিতে কারখানায় বিক্ষোভ হয়।
শনিবার সকাল থেকেই কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট কারখানারই প্রায় ৩০০ জন ঠিকা শ্রমিক।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
এলাহি পার্টির আয়োজন, তারপরেই একধাক্কায় ব্যাপক কর্মী ছাঁটাই

বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই প্রক্রিয়া যেন থামছেই না। গতবছর অর্থাৎ ২০২২ সালের শেষভাগ থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সম্প্রতি একটি সংস্থার কর্মী ছাঁটাইয়ের এমন অদ্ভুত পদ্ধতির কথা প্রকাশ্যে এসেছে যা শুনে অবাক সকলেই। শোনা গিয়েছে, সম্প্রতি একটি সাইবার সিকিউরিটি কোম্পানি Bishop Fox একসঙ্গে প্রায় ৫০ জন কর্মীকে ছাঁটাই করেছে। এর ফলে সংস্থার ওয়ার্ক ফোর্স একধাক্কায় ১৩ শতাংশ কমে গিয়েছে।
TechCrunch- এর রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে। তবে কর্মী ছাঁটাই তো অনেক সংস্থাতেই হচ্ছে, কিন্তু তাতে চমকপ্রদ কী রয়েছে? জানা গিয়েছে, Bishop Fox সংস্থা সম্প্রতি কর্মীদের জন্য একটি বিলাসবহুল পার্টির আয়োজন করেছিল। সেখানে সব আয়োজনই ছিল এলাহি। আর এই পার্টির পরেই কর্মীদের ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, কর্মী ছাঁটাইয়ে ভারতীয়ও রয়েছে।
সূত্র- এবিপি আনন্দ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
শ্রমিকদের সামাজিক সুরক্ষার ভাতা দেওয়ার দাবি ঝাড়গ্রামের মিছিলে

নিজস্ব সংবাদদাতা: রুটি রুজির সঙ্কট, মিলছে না শ্রমিক কল্যাণ ভাণ্ডারের প্রাপ্য সহ সামাজিক সুরক্ষার ভাতা। প্রতিকার সহ সাত দ্য লবিতে ঝাড়গ্রাম শহরে সিআইটিইউ বিক্ষোভ মিছিল ও সভা করল। সভায় শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান শ্রমিকনেতা সোমনাথ ভট্টাচার্য।
গত ১২ বছরে জঙ্গলমহলে উল্লেখযোগ্য ভাবে মজুরি কমেছে। কাজের আকালে বাধ্য হচ্ছেন মজুরিতে কাজ করতে। মূল মজুরি থেকে ৭০- টাকা কমে গিয়ে এখন ১৫০ থেকে ১৫০ টাকায় কাজ করতে হচ্ছে। অসংগঠিত শ্রমিক, নির্মাণকর্মীদের সামাজিক সুরক্ষার উন্নয়ন তহবিলের মজুত টাকা রাজ্য সরকার অন্য হাতে সরিয়ে নেওয়ায় শ্রমিকদের চিকিৎসা, বাড়ির পড়ুয়াদের ভাঙা, নির্মাণ কাজের যন্ত্রপাতি সহ সাইকেল, নির্মাণ ও বিড়ি শিল্পের শ্রমিকদের আবাস প্রকল্প থেকে বছরের পর বছর বঞ্চিত করে রাখার তথ্য দিয়ে শ্রমজীবী মানুষ, খেতমজুর মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল করার আহ্বান জানান শ্রমিক নেতৃবৃন্দ।
শ্রমিক-বিরোধী পদক্ষেপে নীরব রাজ্যের সাংসদরা

নিজস্ব সংবাদদাতা: শ্রমকোড শুধু শ্রমিকদের – ব্যাপার নয়। গোটা সমাজব্যবস্থাটাকে মালিকদের অধীন করে দেওয়ার উদ্দেশ্যে যাবতীয় ব্যবস্থা সংসদ মারফত নথিভুক্ত আকারে দেশের ওপর চাপাচ্ছে কেন্দ্রীয় সরকার। আর রাজ্য থেকে যাওয়া সাংসদরা সেগুলি দেখেও চুপ করে নীরব সমর্থন জানাচ্ছেন। রবিবার যাদবপুর আই ব্লকে আয়োজিত এক আলোচনাসভায় শ্রম কোডকে ব্যাখ্যা করে একথা বলেন সিআইটিইউ নেতা দেবাঞ্জন চক্রবর্তী।
“শ্রম কোড’র ব্যাখ্যা আর ভারতের শ্রমিকদের ওপর তার প্রভাব’, এই বিষয় নিয়ে এদিন সিআইটিইউ যাদবপুর আঞ্চলিক সমন্বয় কমিটি বাঘাযতীন আই ব্লকের শচীমাতা ভবনে আয়োজন এক করে। আলোচনাসভার এখানে কোডের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে, তার ভয়াবহ দিকগুলিকেও তুলে ধরেন দেবাঞ্জন চক্রবর্তী। কর্মক্ষেত্রে শ্রমিক ও কর্মচারীদের নানা অধিকার, তাদের আইনি প্রাপ্য, ওয়ার্কিং আওয়ার, ধর্মঘট বা কর্মবিরতির অধিকার, ওভারটাইম, ইউনিয়ন করার অধিকার, মালিকের বিরুদ্ধে দরকারমতো আইনের সাহায্য নেওয়ার অধিকার সম্পর্কিত বিষয়গুলি তাঁর বক্তব্যে তুলে ধরেন দেবাঞ্জন চক্রবর্তী। এলাকার ট্রেড ইউনিয়ন কর্মীরা ছাড়াও অনেক উৎসাহী মানুষজন উপস্থিত ছিলেন এই সভায়।