শ্যামনগরের ব্যাটারি কারখানায় ব্যাপক উত্তেজনা, পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি শ্রমিকদের

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শ্যামনগরে। শ্রমিকদের বিক্ষোভের জেরে উৎপাদন ব্যাহত শ্যামনগরের এক ব্যাটারি কারখানায়। পুলিশের সঙ্গে কারখানার শ্রমিকদের ব্য়াপক ধ্বস্তাধস্তির দৃশ্যও ধরা পড়ে এদিন। জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত হয় সপ্তাহখানেক আগে। কয়েক সপ্তাহে আগে ব্যাটারি কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ এবং পরিবারের একজনের চাকরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন কারখানার শ্রমিকরা। এর পাশাপাশি শ্রমিকদের বকেয়া টাকা-সহ আরও কিছু দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামেন এক্সাইড পার্মানেন্ট মোর্চা ইউনিয়নের সমর্থকরা।
সূত্র- টিভি নাইন বাংলা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
টাওয়ারে কাজ করছিলেন, আচমকাই নীচে পড়ে মৃত্যু বাংলার ২ শ্রমিকের

ভিনরাজ্যে কাজে গিয়ে আবারও মৃত্যু মালদার শ্রমিকের ৷ এবার টাওয়ারের কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল জেলার দুই শ্রমিকের৷ গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন৷ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির গুরুগ্রামে৷ মৃতদেহ ফিরিয়ে আনা নিয়ে আর্থিক সমস্যায় পড়েছে পরিবার৷ মৃতের পরিবার সূত্রে খবর, এলাকায় কাজ না পেয়ে গত ২৮ এপ্রিল গুরুগ্রামের উদ্দেশে রওনা দেন মালদার বেশ কিছু শ্রমিক ৷ বিভিন্ন ব্লক থেকে তাঁরা সেখানে গিয়েছিলেন ৷
গতকাল সেখানে টাওয়ারের উপর চেপে ইলেকট্রিক তার লাগানোর কাজ করছিলেন তিন শ্রমিক ৷ দুর্ঘটনাবশত তাঁরা তিনজনই উপর থেকে নীচে পড়ে যান ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। মৃতদের একজনের নাম আমিরুল শেখ (২৭)। তিনি রতুয়া-১ ব্লকের বাহারাল অঞ্চলের বাসিন্দা। অপরজনের নাম রহিম শেখ (২৯)। তিনি ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বাসিন্দা ৷
সূত্র- টিভি নাইন বাংলা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
পুর-নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ, ১২ মে রায় দেবেন বিচারপতি

পুর-নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ। ১২ মে রায় দেবেন বিচারপতি অমৃতা সিন্হা। তদন্তে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, জানালেন বিচারপতি। পুর-নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। ১ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। সেই মামলার শুনানি শেষ। ১২ মে রায়দান।
সূত্র- এবিপি আনন্দ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
‘স্কুলে ও পুরসভায় দুর্নীতি মিলেমিশে’

পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলায় তদন্তে কোনও স্থগিতাদেশ দিল না বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। আগের সিঙ্গল বেঞ্চের নির্দেশ রিভিউয়ের জন্যে রাজ্য সরকার এই এজলাসে আবেদন করেছিল। সোমবার সারাদিন শুনানি হয় বিচারপতি সিনহার বেঞ্চে। তবে রায়দান স্থগিত রেখেছে আদালত। ১২ মে, শুক্রবার রায় জানাবে আদালত। বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, পুরসভায় এবং শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতি পৃথক ঘটনা নয়, মিশ্রিত অপরাধ।
রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, আগের নির্দেশ রিভিউয়ে আবেদন করেছে রাজ্য। কেননা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক্তিয়ার ছিল না এই মামলা শোনার। তিনি এই সংক্রান্ত মামলা শোনার দায়িত্বে নেই। অথচ তিনি সেই মামলা শুনেছেন আবার নির্দেশও দিয়েছেন। নগরোন্নয়ন দপ্তর আবেদনে জানায়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাজ্য। কোনও অপরাধ হলে রাজ্যই তদন্ত করবে। সিবিআই ব্যতিক্রমী ক্ষেত্রে তদন্তের অনুমতি পায়। আর ইডির আবেদন গ্রহণযোগ্যই নয়।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
উচ্চ প্রাথমিকে নিয়োগ চেয়ে ধুন্ধুমার সল্টলেকে

সাত বছর ধরে শূন্য উচ্চ প্রাথমিকের ১৪,৩৩৯ পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার এসএসসি ভবন অভিযান করেন চাকরিপ্রার্থীরা। আর সেখানে বাঁধে ধুন্ধুমার। পরিস্থিতি সামাল দিতে কমব্যাট ফোর্স ও র্যাফ নামায় পুলিশ। এ দিন চারটি আলাদা আলাদা দলে ভাগ হয়ে সল্টলেকে আন্দোলনে সামিল হয়েছিলেন একই নিয়োগে দু’বার ধরে ইন্টারভিউ দিয়েও চাকরি না পাওয়া প্রার্থীরা।
তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড ও পোস্টার। প্রথম দলে শতাধিক প্রার্থী করুণাময়ী মেট্রো স্টেশনে বেলা সাড়ে ১২টায় জড়ো হয়ে কমিশন অফিসের দিকে মিছিল করে কিছুটা এগোতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকায়। একই সময়ে দ্বিতীয় দলের সাড়ে ৩০০-রও বেশি প্রার্থী সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে জড়ো হন। সেখানে পুলিশ বাধা দিলে, প্রার্থীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন