টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের তালিকায় নাম রাজ্যের একাধিক মন্ত্রী, নেতাদের

সম্প্রতি ২০১৪ সালের টেট উত্তীর্ণদের দুটি তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু সেই তালিকা নিয়েই এ বার নতুন প্রশ্ন তুললেন মামলাকারী চাকরিপ্রার্থীদের আইনজীবীরা। তাঁদের দাবি, প্রাথমিক শিক্ষক পদে যে ২৬৮ জনের নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে, তাঁদের মধ্যে ১৬৩ জনের নাম কোনও তালিকায় নেই। বিষয়টি নিয়ে তাঁরা সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেবেন বলেও মামলাকারীদের অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানিয়েছেন।
অন্যদিকে, ৮ বছর পরে ২০১৪-র টেটপ্রার্থীদের প্রাপ্ত নম্বর-সহ তালিকা প্রকাশ করেছে পর্ষদ। আর সেই তালিকায় জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, শুভেন্দু অধিকারীদের নাম! স্বাভাবিকভাবেই এই নিয়ে তৈরি হয়েছে ধন্দ। কাকতালীয়ভাবেই নামের মিল পাওয়া গেছে, চাকরিপ্রার্থীদের তথ্য দিয়ে দাবি করেছে পর্ষদ।
এ দিকে, “কতদিনে শেষ হবে সিবিআই তদন্ত?” ফের প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি আরও দুর্নীতির ইঙ্গিত পাচ্ছেন জানিয়ে তদন্তে লোক বাড়ানোর কথাও বলেছেন হাইকোর্টের মহামান্য বিচারপতি। প্রসঙ্গত, কিছুদিন আগেই ফের একবার সিবিআইয়ের তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সূত্র- নিউজ ১৮ বাংলা / এবিপি আনন্দ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কর্মী ছাঁটাইয়ে ট্যুইটার ও মেটাকে অনুসরণ করছে অ্যামাজন

গত সপ্তাহে ট্যুইটার ও মেটা থেকে ৫০ শতাংশ পদ কমানো হয়। ঠিক তারপরই গত কয়েক বছরে প্রত্যাশিত লাভ না পাওয়ায় প্রায় ১০,০০০ কর্মচারীকে ছাঁটাই করে কোম্পানির খরচা কম করার পরিকল্পনা করল অ্যামাজন। অ্যামাজনের এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে ভারতেও। ব্যাপক সংখ্যক ভারতীয় যুবসম্প্রদায়কে কর্মচ্যুত হবে হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
এনওয়াইটি জানিয়েছে, ছোটখাটো বিভাগ এবং আলেক্সা ভয়েস ডিভাইস গ্রুপ ছাড়াও অলাভজনক বিভাগ থেকে কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। একটি প্রতিবেদনের সূত্র অনুসারে জানা যায়, এ বছর যত সংখ্যক কর্মী ছাঁটাই করবে অ্যামাজন, তা আগে কখনও হয়নি। জানা গেছে, মন্দার জেরেই এই বিপুল ছাঁটাই।
সূত্র- এনডিটিভি
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
মহানগরে আন্দোলনের পথে অ্যাপ বেসড ক্যাব চালকেরা

পেট্রোল এবং ডিজেলের ব্যাপক হারে মূল্যবৃদ্ধি হওয়ায় এবার বিক্ষোভ ছড়িয়ে পড়ল কলকাতায় ক্যাব চালকদের মধ্যে। মঙ্গলবার রাসবিহারী এলাকায় বাম শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বে একটি মিছিলে সামিল হলেন কলকাতা শহরের প্রায় কয়েকশো ক্যাবচালক। পাশাপাশি কমিশন বৃদ্ধির দাবিতে কয়েকটি বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থায় ডেপুটেশন জমা দিলেন তাঁরা।
ক্যাব চালকদের বক্তব্য, পেট্রোল ও ডিজেলের ব্যাপক হারে মূল্যবৃদ্ধির ফলে তাঁদের পক্ষে এসি ক্যাব চালিয়ে জীবনধারণ করা খুবই মুশকিল হয়ে পড়েছে। ক্যাব চালকদের মধ্যে একাংশের অভিযোগ অ্যাপ ক্যাব বুকিং সংস্থাগুলি যাত্রীদের থেকে বেশি পরিমাণ ভাড়া নিলেও তার মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ টাকা কমিশন হিসাবে কেটে নেওয়া হয়। যার ফলে লাভের মুখ দেখা খুবই দুষ্কর হয়ে পড়েছে। এছাড়াও ইনসেন্টিভের নাম করে তাঁদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে প্রতারণা করা হচ্ছে। পাশাপাশি বেশিরভাগ সময়ে বড় গাড়ির ক্ষেত্রেও ক্যাবচালকদের ছোট গাড়ির ক্ষেত্রে নির্ধারিত ভাড়া প্রদান করা হচ্ছে বলে অভিযোগ।
সূত্র- নিউজ ১৮ বাংলা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
হিমাচলপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে বেকারত্ব ইস্যু নিয়ে সুর চড়াচ্ছেন বিরোধীরা

হিমাচলপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে মূল ইস্যু হতে চলেছে বেকারত্ব, পুরোনো পেনশন স্কিম, জলের ঘাটতি-সহ অন্যান্য জরুরি বিষয়গুলি। বিজেপির জনবিরোধী নীতির ফল ভুগতে হচ্ছে ভারতের জনগনকে। হিমাচলপ্রদেশও তার ব্যাতিক্রম নয়। তথাকথিত উন্নয়নের জাঁতাকলে পড়ে শ্রমিক, চাষিদের অবস্থা সঙ্কটজনক। এর মধ্যেই আসছে হিমাচলপ্রদেশের নির্বাচন।
দেশে বেকার যুবক-যুবতীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে হিমাচলপ্রদেশে বেকারত্বের হার ৯.২ শতাংশ। যেখানে দেশে বেকারত্বের গড় হার ৭.৬ শতাংশ। অন্য একটি সমীক্ষায় দেখা গেছে হিমাচলপ্রদেশে মোট কর্মহীন মানুষের সংখ্যা ১৫ লাখ।
আগের নির্বাচনে কংগ্রেস-বিজেপি দ্বৈরথ দেখা গেলেও এবারের ভোটে তৃতীয় শক্তি হিসাবে উত্থান ঘটেছে আপের। ফলত লড়াই ত্রিমুখী হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদিও, কংগ্রেস ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইস্তেহারের মাধ্যমে বলেছে, ক্ষমতায় এলে ১ লাখ যুবক-যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে। পাশাপাশি বিবাহযোগ্য মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়ার কথাও তারা ঘোষণা করেছে।
সূত্র- জি নিউজ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন