বর্তমান ভারতে কেন্দ্রের নীতি নির্ধারকদের ভ্রান্ত নীতি প্রণয়ন ক্রমশ দেশের যুব সমাজকে অসহায়তার দিকে নিয়ে চলেছে।
সমগ্র ভারত-সহ আমাদের রাজ্যেও কর্মসংস্থানের অভাব বারবার ছাত্র-যুবদের স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তিনটি কৃষি আইন নিয়ে লাগাতার প্রতিবাদের ফলে কেন্দ্রে বিজেপি সরকার পিছু হঠতে বাধ্য হয়েছিল। এবার ছাত্র-যুবরাও সেই পথে পা বাড়াচ্ছেন।
পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির ফলে হাজার হাজার যুবক-যুবতী রাস্তায় নেমেছেন। সম্প্রতি এরকমই এক অবস্থান থেকে পুলিশ বলপূর্বক ভাবে চাকরীপ্রার্থীদের সরিয়ে দিয়েছে। এই নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ করেছেন।
মহামারীর আগে থেকেই কর্মসংস্থানের অভাব ছিল গোটা দেশে। কিন্তু মহামারীর সময় অবিচ্ছিন্ন লক-ডাউন যুবসমাজকে আরো বেশি করে অবসাদের দিকে ঠেলে দেয়। কেন্দ্র অথবা রাজ্য কোনো দায়িত্ব না নেওয়ায় পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে।
আমাদের ‘বেরোজগারি’ পোর্টাল দেশ জুড়ে চাকরির দাবিতে আন্দোলন, কর্মক্ষেত্রে ছাঁটাই এবং বেকারত্বের মতো বিষয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করতে চলেছে। এছাড়াও বেকারত্ব ও অর্থনৈতিক নৈরাশ্য এবং এগুলোর বিরুদ্ধে যুবসমাজের মধ্যে সঞ্চারিত ক্ষোভ ইত্যাদি বিষয়ে নিবন্ধ, কলাম ইত্যাদিও প্রকাশিত হবে। জীবন-জীবিকার লড়াই, শ্রমিক-কর্মচারীর লড়াই, চাকরির দাবিতে আন্দোলন ইত্যাদি নানা বিষয়ে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করব আমরা।
বেকারত্বের বিরুদ্ধে জীবন-জীবিকার লড়াই ও ‘বেরোজগারি’

মতামত দিন