কেরলের মালাপ্পুরমে চুরির অভিযোগে গণপ্রহারে মৃত্যু হল বিহারের বাসিন্দার। যিনি কাজের জন্য বিহার থেকে গিয়েছিলেন কেরলে। মৃত ব্যক্তি ভাগলপুরের বাসিন্দা রাজেশ মাঞ্চি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হল কিঝিসেরির স্থানীয় বাসিন্দা মুহম্মদ আফসাল, ফাজিল, শরাফুদ্দিন যারা ভাই তখন মেহাবুব, আবদুসামাদ, নাসার, হাবীব, আইয়ুব। থাভানুরের আদিবাসী জয়নুল আবিদ হেফাজতে থাকলেও তাকে গ্রেপ্তার করা হয়নি।
সূত্র-এশিয়া নেট
কেরলে গণপ্রহারে মৃত্যু বিহারের পরিযায়ী শ্রমিকের

মতামত দিন