গত বছর কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেছে। একটি ট্যুইট বার্তায় এদিন রাহুল গান্ধি অভিযোগ করেন, বিজেপি এবং আরএসএস ঘৃণা ছড়ানোর ফলে দেশে বেকারত্ব বাড়ছে। তিনি আরও দাবি করেন, ইউনিয়ন সরকার জনগণের দৃষ্টি সরিয়ে নিয়ে ব্যাপক লুঠতরাজে লিপ্ত হয়েছে। তিনি ঘৃণা, সহিংসতা, বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিকে দেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন।
উল্লেখ্য, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ এবং সেই দলের প্রবীণ নেতারা জম্মু ও কাশ্মীরে প্রবেশের সময় রাহুল গান্ধিকে স্বাগত জানান। ফারুক আবদুল্লাহ আশাপ্রকাশ করেন, বিরোধীরা যদি একজোট থাকে তাহলে বর্তমান সময়ের বিদ্বেষ কাটিয়ে ওঠা যাবে।
সূত্র – দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিজেপি-আরএসএস দেশকে ব্যাপক বেকারত্বের দিকে নিয়ে যাচ্ছে: রাহুল গান্ধি

মতামত দিন