দক্ষিণ দিল্লির লাজপত নগরে শনিবার একদল দৃষ্টিহীন পড়ুয়া ভারত জোড়ো যাত্রায় যোগ দেন। ১৮-২০ জনেরও বেশি দৃষ্টিহীন পড়ুয়া এই পদযাত্রাকে সংহতি জানান। সারানশ নামে এক দৃষ্টিহীন পড়ুয়ার বক্তব্য, “আমরা দেশে ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ যাত্রায় অংশ নিয়েছি। বেশ কিছু দৃষ্টিহীন শিক্ষার্থী রয়েছেন যাঁরা শিক্ষায় পারদর্শী হলেও বছরের পর বছর কর্মহীন হয়ে আছেন”।
তিনি আরও বলেন যে দেশে চাকরির অভাবে শিক্ষিত বেকাররা ঘুরে বেড়াচ্ছেন। অনেক দৃষ্টিহীন পড়ুয়া রয়েছেন যারা পড়াশোনায় পারদর্শী। তাঁদের যথেষ্ঠ ডিগ্রি আছে। ডিগ্রির প্রয়োজনীয়তা নিয়েও দৃষ্টিহীন পড়ুয়ারা প্রশ্ন তোলেন। আরেক দৃষ্টিশক্তিহীন ছাত্র ব্রিজেশ কুমার বলেন, “আমাদের স্কুলের ১৮-২০ জনেরও বেশি পড়ুয়া ভারত জোড়ো যাত্রার সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এখানে এসেছে। আমরা এখানে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের বিরুদ্ধে আওয়াজ তুলতে এসেছি। আমরা এই সমস্যার কারণে প্রতিদিন আমাদের পরিবারকে কষ্ট পেতে দেখি”।
সূত্র- দ্য হান্স ইন্ডিয়া
দৃষ্টিহীন পড়ুয়ারা বেকারত্ব রোখার দাবি নিয়ে যোগ দিলেন ভারত জোড়ো যাত্রায়

মতামত দিন